![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথা খারাপ অবস্থা .. জীবনে প্রতিটা বাঙ্গালীর একবার হলেও বিদেশ গমন করা উচিত.. এইসব দেশের প্রেম প্রেম খেলা দেখে আমি বাকরুদ্ধ..এদের বিচার বিবেচনাও মাশাআল্লাহ্..
এরা প্রেম শুরু করে শরীর দিয়ে তারপর একসাথে থাকা মদ খাওয়া এগুলাও চলে এক সাথে .. মাস দুয়েক এভাবে চলে তারপর সম্পর্ক বাদ দিয়ে ওরা বন্ধু হয় একে অপরকে বোঝার জন্য .. ঐ বোঝাবুঝির সময়টাই আসল ওদের কাছে .. এরপর ওরা মাস পাঁচেক সময় নিয়ে প্রেম করবে কি না ঐ সিদ্ধান্তে পৌঁছে ..
আজিব দেশ একটা আর তারচেয়েও আজিব এদের চিন্তাভাবনা..
এত কিছুর পরও ওদের আসল যে কাজ মানে ধর্ম তা সম্পূর্ণ ওদের ইচ্ছা মাফিক পালন করে আর জিজ্ঞেস করলে বলবে ভালো কাজ এক দুইটা করলে এম্নিতেই তো বেহেশতে যাবো আর এই ধারণার খাতিরে ওরা বিভিন্ন ধরনের প্রাণী পোষে আর মাঝে মাঝে বিভিন্ন দানবাক্সে কিছু টাকাপয়সা দান করে..হায় রে দুনিয়ার সভ্য জাতি.. ! ! !
©somewhere in net ltd.