![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
সাহিত্যের ভেজাল মেশিন
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
প্রেমের কবিতা সে’ত অসাধ্য সাধনা
সেদিন আম বাগানে শানু বলে গেল-
আমি যেন লিখে দেই তার দুটি প্রেমের কবিত।
কিন্তু লেখার ভাষা ভাবলেশহীন
কারণ,
সেদিন অনুকে নিয়ে ছড়া লিখিনি বলে
অভিমানে গাল দুটি ফুলিয়ে
অভিযোগের একবান তীর
ছুড়ে মেরেছিল আমার দিকে।
কবিতা “ফকিরের মার চরণে দু:খ” দুখিনী বিলাপ
অন্তক্ষরণের ডাক দেয়নি
তাই বলেছিল, ‘সাহু তুই আঁতলামি ছেড়ে
রেনুকে ঘরে তোলে এবার সংসারী হও”।
এবং লতার চরম রোমান্টিকতার প্রতিচ্ছবি
আত্মসমালোচনাতে,
কলমের আঁচরে তুলতে পারেনি বলে
আদালতে মানহানির মামলা-
ঢুকে দিল আমার নামে।
নাটক “কালুর মার বৈরাগ্য সাধন” রক্ত ক্ষরণ করেনি,
তাই দর্শকের রোষানলের দৃষ্টিকটু চোখ
মেরেছিল আমার দিকে,
মন্তব্য, ‘বাঁজে জিনিষে সাংস্কৃতি গেল ভরে’।
আমি ভাবি, যাক তা’ত সমালোচনা হয়েছে।
উপন্যাসে তুলির চরিত্রটি
ভয়ংকর সুন্দর হয়েছিল।
তা পড়ে সে বলেছিল-
চরিত্র বিকৃত করতে
আপনার লজ্জা লাগে না?
গল্পে ‘মহন ভাই’ মদন টাইপ হওয়ার কারণে-
শাসিয়ে গেল আমাকে,
বলল, ‘আমি মফিজ নাকি মোখলেছ
ভালো হয় এসব ছেড়ে দে
না হয় টেঙ আস্ত রাখব না’।
প্রবন্ধ “চোরের মার বড় গলা” ফুল বানুর সমালোচনাতে
ক্ষেপে গিয়ে চোরের মা’র বড় ছেলে
সিঁধ দিল আমার ঘরে।
আমি যাইতে চাই না সাহিত্যের আর কোন শাখায়,
কারণ, একদিন-
নজরুলের চুল, রবীন্দ্রনাথের দাঁড়ি
কিংবা জীবনানন্দের বনলতা সেন,
হয়ে যাবে সাহিত্যের ভেঁজাল মেশিন।
২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই অসমাপ্ত কাব্য Click This Link
অনুপ্রেণা দেওয়ার জন্য।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ভালো লেগেছে ! চালিয়ে যান.......