![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
আজকাল নারীরা বিপদে পড়লে
মানুষ কেন সাহায্য করেনা?
কারণ,
১। বর্তমানে মেয়েরা অভিনব কায়দায় প্রতারনা করে থাকে।
২। সমাজে মানুষের মধ্য বিভিন্ন দৃষ্টি ভঙ্গি কাজ করে, প্রথমে দেখে মেয়ে গায়ের লেবাস কী! যদি আধুনিক হয় তখন ভাবে এটা তার প্রাপ্য।
যদি বোরকা হয় তখন হায় হায় করে রব উঠে। তার মানে আমাদের সমাজ এখনো অনেক কিছু গ্রহন করার মত পর্যায়ে নেই।
৩। অনেক নারী সোশ্যাল মিডিয়ায় আলোচিত হওয়ার জন্য অনেক কিছু ইচ্ছাকৃতভাবে করে থাকে। উদাহরণ হিসেবে আমাদের ধনীর ঘরে জন্ম নেয়া মেয়ে আদরের দুলালী স্মাট বাদাম বিক্রেতা আপুর কথা অনেকে ভুলে যায়নি।
৩। নারী ঘটিত ঘটনায় মিডিয়ায় অতিরিক্ত চুল্কানির জন্য মানুষ দূরে থাকে। উপকার করতে গিয়ে কোন বিপদে না জানি টেনে আনি। পুলিশ কোন প্যাঁচে ফেলায় আল্লাহ জানে, এ ধরণের চিন্তা ভাবনা কাজ করে।
আরো অনেক কারণ থাকতে পারে। সেটা ঘটনার উপর নিভর্র করে।
এর জন্য অনেক কিছু দায়ী হতে পারে। তার মধ্যে, নিচ্চয় আমাদের সমাজ কে যারা শিক্ষা, দীক্ষায় উন্নত করার কথা না বলে বা না করে তথা কথিত আধুনিকতা/ প্রগতিশীলতার নামে পশ্চিমা বেহায়াপনা আমদানি করছেন তারা ষোলা আনা না হউক বারো আনা দায়ী। এছাড়া অজ্ঞতা, ধর্মীয় অপব্যাখা, সামাজিক পারিপাশ্বিক অবস্হা ইত্যাদিও দায়ী করা যায়।
আমার কথা হল মানুষ কে শিক্ষা দিন তাহলে মানুষ নিজে থেকে আধুনিক হবে। সমাজের বিরাট অংশ কে বাহিরে রেখে কিছু অংশ আধুনিকতার নামে দাপিয়ে বেড়াবে, বেহায়াপনা করে তাকে জায়েজ করা জন্য বলবে এটি প্রগতিশীলতা এর নাম নারী উন্নয়ন! সেখানে আর যা হউক এ ধরণের অসামজস্যতা বা নারী পুরুষের ব্যবধান দিন দিন বাড়বে। পুরুষ নারীর বিপদে মুখ ফিরিয়ে নিবে।