![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
মানুষ দিন দিন কোথায় যাচ্ছে! এদেশের মানুষ এমনত ছিল না। একজন বাবা রোগে শোকে কাতরাচ্ছে অথচ তার পাশে ছেলে সন্তান নেই।
ছবির লোক টির নাম- মহর আলি, গ্রাম: ছাতক, পোঃ মহনপুর, থানাঃ মহনপুর, জিলাঃ সুনামগঞ্জ।
তার তিন ছেলে-
১। মাসুদ
২। রুবেল
৩। সুমন।
লোকটি ৩০ বছর ধরে নারায়নগঞ্জে মজুরি খেটে ছেলে সন্তানদের ভরণপোষন করেছে। কখনও নাকি কাউকে বাড়ীর ঠিকানা বলেই নাই। ১৪ মে লোকটির ঠিকানা অনেক কস্টে করে একজনের মাধম্যে নেয়া হয়েছিল।
"লোকটি মারাত্বক ভাবে অসুস্থ, আমরা চাচ্ছি অন্তত শেস সময়টুকু তার পরিবারের সান্নিধ্যে থাকুক। যারাই লোকটিকে চিনতে পারবেন তার পরিবারের কাউকে জানালে তারা যেন তাকে বাড়িতে নিয়ে একটু সেবা যত্ন করে। আমি যা দেখলাম তার অবস্থা এমন যে ক' দিন আল্লাহ তাকে বাচিয়ে রাখেন। শেয়ার করে সবাইকে জানালে ভাল হয়।"
আমার ফেসবুকে ফ্রেন্ড লিষ্টে থাকা আমার এক মামা পোষ্টি শেয়ার করার জন্য অনুরোধ করেন। পোষ্টি আমি একটি ফেসবুক গ্রুপে শেয়ারও করেছিলাম।
আজ তারাবি নামাজের পর ফেসবুক লগিন করে লোক টিকে নিয়ে আরেকটি পোষ্ট দেখে মনে অনেক কষ্ট পেলাম। পোষ্ট-
লোকটি মারা গেছে প্রিয় জন থেকে দূরে সরে গিয়ে। লোকটি অসুস্হকালীন সময়ে ছেলেদের নিকট খবর পাঠালে কেউ নিতে কিংবা দেখতে আসেনি
স্যাড।।।
বিবেকের কাছে বার বার প্রশ্ন, তিনি কাহাদের কে তিরিশ বছর কামাই রোজগার করে খাওয়াইছে? তারা কি মানুষ?
২৭ শে মে, ২০১৭ রাত ১১:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তার আত্মা চির শান্তিতে থাকুক- এই কামনা করি।।
২| ২৮ শে মে, ২০১৭ রাত ১২:২৮
সাওরন বলেছেন: কেউ কারো নয়, দারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার। মহর আলী সারা জীবন কষ্টই করে গেলেন ? কেউ কেউ সর্দি হলেই সিঙ্গাপুর ছোটে
২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক কথা বলেছেন।
ধন্যবাদ
৩| ২৮ শে মে, ২০১৭ রাত ২:০৪
শূন্যনীড় বলেছেন: খুব দুঃখজনক
২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের বিবেকবোধ জাগ্রত হউক।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৮ শে মে, ২০১৭ রাত ২:১৭
আবু মুছা আল আজাদ বলেছেন: খুব কষ্ট লাগল। সমগ্র পৃতিভীতেই আজ উন্নয়নের জোয়ারে আদিম, অকৃত্রিম, ও প্রাকৃতিক বিবর্তনে গড়ে ওঠা হাজার লাখো বছরের পুরনো পরিবার, সমাজ, আত্বীয়তা, গোত্র সব ভেঙ্গে দিল ................
২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা ভাবার বিষয়।
ধন্যবাদ
৫| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে ছেলেরা আসেনি, মানুষটি পুরোজীবন এদেশের জন্য কাজ করেছেন, সরকারের লোকেরা উনার জন্য সবকিছু করার দরকার ছিলো।
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের দেশে সামাজিক নিরাপত্তা আইন নাই বা থাকলেও একেবারে নগন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৭ রাত ১১:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব দুঃখজনক খবর
আল্লাহ্ 'মহর আলী' মুরুব্বীর আত্মার শান্তি দিক।