![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
দেশের মানুষগুলো দিন দিন আইয়্যামে জাহিলিয়াতে দিকে ধাবিত হচ্ছে। এক দিকে প্রযুক্তির বিপ্লব ঘটছে অপর দিকে বিদেশী অপসাংস্কৃতির আগ্রাসনে মানুষগুলো হায়েনারুপী দানব হয়ে উঠেছে।
নচেৎ আমাদের এলাকায় এই ধরণের দানবের অস্তিত্ব আগে কখনো ছিল না। এই দানবদের থাবায় তৃতীয় শ্রেণির ছাত্রীরাও রেহায় পাচ্ছে না। বলতে ছিলাম নিঁখোজের সাত দিন পর লিজার লাশ পাওয়ার কথা।
আসল ঘটনা:
সখিপুর সরকারী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী লিজার লাশ পাওয়া গেছে বাড়ীর কাছে পাটক্ষেতের ভিতরে। লিজার বাবার নাম লেহাজ উদ্দিন শেখ, তাদের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার সরদার কান্দি গ্রামে।
সে গত শনিবার (১৫ জুলাই) সহ পাঠীদের সাথে সাইকেল চালাতে সখিপুর গরুর মাঠে যায়। যাওয়ার সময় বাড়ি থেকে পাঁচশত টাকা নিয়ে যায়। তার এক সহপাঠীর সাইকেল চালানোর সময় জুতা ছিঁড়ে গেলে তাকে তিনশত টাকা দিয়ে দেয়। বাড়ী থেকে না বলে ৫০০ শত টাকা নেওয়ার কারণে লিজা ভয়ে আর বাড়ি ফিরেনি। সন্ধার পর তার বাবা-মা সমস্ত এলাকা তন্ন তন্ন খোজ করে কোন সন্ধান পায়নি। তার বাবা-মা হারিয়ে যাওয়া মেয়েটিকে সন্ধান করার জন্য জেলার ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ সহ আসে পাশের সমস্ত এলাকায় মাইকিং করেন। কিন্তু তাতেও কোন সন্ধান না পেয়ে আত্মীয়-সজন সহ ধারাবাহিক অনুসন্ধান অব্যাহত রাখেন।
ঘটনার এক সপ্তাহ পর আজ শনিবার সখিপুর বাজার সংলগ্ন পাটক্ষেতে এক মহিলা কলমি শাক তুলতে গেলে নাকে দুর্গন্ধ পান। অতপর এক পর্যায়ের একটি লাশ পাট ক্ষেতে পরে থাকতে দেখে থানায় এবং লিজাদের বাড়িতে খবর দেন। সেখানে উপস্হিত হয়ে লিজার বাবা-মা লাশটির চেহারা এবং পড়নের কাপর চোপড় দেখে লিজার লাশ হিসেবে সনাক্ত করেন।
ধারণা করা হচ্ছে কোন নরপশু/পশুরা রাতের আধাঁরে এই মাসুম শিশুকে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখে যায়।
ইনসেটে লিজা
লিজার ফ্যামিলি কে শান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই। কিন্তু চিন্তা করছি পাষান্ডরা যখন লিজাকে খামচে ধরেছিল তখন সে কতই না জানি যন্ত্রনায় ছটপট করেছে।
উল্লেখ্য, যেখানে লাশ পাওয়া যায় তা লিজাদের বাড়ি থেকে অনতি দূরে।
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যদিও এটা ডিজিটাল ক্রাইম না কিন্তু এই সমস্ত ঘটনা ঘটার ক্ষেত্রে অপ-সাংকৃতি অনেকাংশ দায়ী।
আমাদের এলাকায় মানুষ আগে এক জনের বিপদে অন্য জন যাপিয়ে পড়ত, সেখানে একটি শিশু ধর্ষণ অচিন্তানীয় ব্যাপায়। মানুষের এই পরিনর্তন এক দিনে ঘটেনি।
২| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
শরিয়তপুর, ডামুড্যা, সখিপুর ইত্যাদির নাম প্রায় সংবাদে দেখি; এসব এলাকার মানুষজন ভয়ংকর ক্রিমিনাল।
ছোট মেয়ে, মাথা ঠিক মতো কাজ করেনি; সবকিছুর পর, তাকে ঘরে ফেরার দরকার ছিলো।
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজনৈতিক ছত্রছায়ায় এই এলাকার কিছু মানুষ অপরাধ প্রবণ হচ্ছে। এটা ঘটা শুরু করেছে মোটামুটি ২০০৫ সালের পর থেকে। আগে যেখানে মুরুব্বিরা বিড়ি সিকেরেট খেত বর্তমানে সেখানে ১৬-১৭ বছরের পোলাপাইন ইয়াবার ডিলারশিপ নিচ্ছে! যা চিন্তার বিষয়।
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাচ্ছা মানুষ, হয়ত মাথা সেভাবে কাজ করিনি। তার চারপাশের মানুষের ভয়ংকর চেহারাগুলো আগে দেখেনি।
সবচেয়ে বড় কথা হলো-
সাঁজের পর একটি শিশু তার নিজ এলাকায় নিরাপদ নয় - এটা ভাবতেই যেন গাঁ ছমছম করে। নিজেকে অপরাধী মনে হয়।
এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কি ছিঁড়ে!
৩| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
এগুলো কোন জেলায়?
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শরীয়তপুর জেলা।
৪| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭
তপোবণ বলেছেন: পুলিশ প্রসাশন লীগ করে। এটা আর দেখার বিষয় নয় দেখা হয়ে গেছে। হায় কি হয়ে যাচ্ছে আমার দেশটার। সাহাদাত ভাই এটা শুধু আপনার এলাকারই নয়, সমস্ত বাংলার চিত্রই এটা।
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পুলিশ প্রসাশন লীগ করে- না লীগে পুলিশ প্রশাসন কে করায়!
দেশে শিশুদের প্রতি সহিংস আচরণ এবং নির্যাতন বেড়েই চলছে।
৫| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫
প্রোলার্ড বলেছেন: এসব হায়েনাদেরকে যদি জনসমক্ষে পাথর চুঁড়ে বা কল্লা কেটে মেরে ফেলা হত তাহলে কি মানবাধিকারের লোকেরা চুপ করে থাকতো?
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সেটা যথাযথ প্রক্রিয়ায় আইনের মাধ্যমে করা যেতে পারে। যে কোন ঘটনায় দুটি পক্ষ সৃষ্টি হয়, মানবাধিকার কর্মীদের একটি পক্ষ বেঁছে নিতে হয় এবং তারা সে কাজটি করে।
৬| ২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
আলপনা তালুকদার বলেছেন: অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। ভয়াবহ!!!!!
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মনে হচ্ছে তাই, আমাদের সবার এগিয়ে আসতে হবে।
ধন্যবাদ।
৭| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইন কঠোর করতে হবে। পুলিশকে আরো সতর্ক আর ঘুষ কম খেতে হবে...
২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই ঠিক বলেছেন।
৮| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩১
সনেট কবি বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেল। এ সবের শেষ কোথায়?
২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কইতারিনা।
৯| ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯
ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব বলেছেন: এটা ধর্ষণ করে হত্যা কি না বলা যাচ্ছে না,তার শরীরে জরায়ু,লিভার,কিডনি, ফুসফুস নাই!
আর তার পেটা কাটা ছিলো! পুলিশের ধারনা, মানব অঙ্গের ব্যবসার সাথে যারা জড়িত তারাও এসব করতে পারে।
একটু আগে এলাকার এক ভাই কিছু ছবি দিল।
আজ ২ জন গ্রেপ্তার এবং লিজাকে বহন কারী ভ্যান জব্দ করেছে পুলিশ!
২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঐটা প্রাথমিক ধারণা ছিল। আশা করি পুলিশ আন্তরিক হয়ে কাজ করলে অনেক কিছু বের হয়ে আসবে। আসামীদের প্রাপ্য সাজা নিচ্ছিত করবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯
ফেল কড়ি মাখ তেল বলেছেন: দিনে দিনে দেশ ডিজিটাল হচ্ছে আর ডিজিটাল ক্রাইম বেশি বেশি হচ্ছে।