![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
০১। সময় এসেছে ধর্ষণ আর মিউচুয়াল সেক্সের সংজ্ঞা কে আলাদা করার। মিউচুয়াল সেক্সের পর কেউ যদি প্রতারিত হয় তাহলে সেটি ধর্ষণের অন্তর্ভুক্ত হবে কিনা এবং হলে তার শাস্তি কি হবে তা নির্ধারিত করার।
মিউচুয়্যাল সেক্সের ক্ষেত্রে ঘটনার পারিপাশ্বিকতা যাচাই বাচাই করে শাস্তি দিতে হবে।
কিন্তু মিউচুয়াল সেক্স ব্যতীত কেউ ধষর্রণের স্বীকার হলে অবশ্যই কঠোর (মৃত্যুদন্ড) শাস্তির বিধান থাকতে হবে।
০২। ১৮ বছর বা তদুর্দ্ধে কোন মেয়ে (নিচেও ধরা যেতে পারে) যদি নিজ ইচ্ছায় কোন ছেলের সাথে মিউচুয়াল সেক্স করে ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মানুষিক দ্বন্দের কারণে উক্ত ছেলের প্রতি ধর্ষনের অভিযোগ করে তাহলে সেই অভিযোগ ধর্ষণ হিসেবে না নিয়ে সাধারণ অভিযোগ হিসেবে আমলে নিতে হবে এবং অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য শুনে আর্থিক জরিমানা করা যেতে পারে। অনেক মেয়ে বিয়ের প্রলোভনের কথা বলে থাকেন। এক্ষেত্রে সেটি প্রত্যারণা হিসেবে ধরতে হবে এবং সে অনুযায়ী শাস্তি দিতে হবে। তবে একজন প্রাপ্ত বয়স্ক মেয়ের ক্ষেত্রে শারীরিক সম্পর্কের পূ্র্ব শর্ত হিসেবে বিয়েকে নির্ধারণ না করাই উচিৎ। মেয়ে যদি মনে করে প্রত্যারিত হওয়ার সুযোগ আছে তাহলে আগে বিয়ে করে নিবে তারপর শারীরিক সম্পর্ক করবে।
৩। ভালবাসার দুটি সংজ্ঞা দরকার। ক. একটি হলো অবিবাহিত/বিবাহিত যুবক-যুবতির মানুষিক এবং শারীরিক সম্পর্কিত ভালোবাসা। যেমন; রহিম মিয়ার ছেলের সাথে করিম মিয়ার যুবতী মেয়ের ফিসফাস, পার্কে অবৈধ মেলামেশা ইত্যাদি।
খ. অপরটি হলো এই ধরণের ভালবাসা ব্যতীত দুনিয়ার তাবৎ সব ভালোবাসা, যেমন; সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা ইত্যাদি। একেক্ষেত্রে 'ভালবাসার' আগে বিশেষণ যোগ করা যেতে পারে-
(ক) একমুখী/ব্যক্তি বিশেষ ভালবাসা।
(খ) সার্বজনীন ভালোবাসা।
৪। আজ পর্যন্ত এমন কোন মহিলাকে খুঁজে পেলাম না, যে পরপুরুষের সাথে দীর্ঘদিন পরকীয়া করে ব্রেকআপের ( ছাড়াছাড়ি) পর উক্ত পরপুরুষের প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে বা সাধারণভাবে ধর্ষণের অভিযোগ আনতে। এখন প্রশ্ন হলো তারা স্বামী রেখে পরপুরুষের সাথে পরকীয়া করে কেন?
৫। সেক্স হলো প্রাণীর প্রাকৃতিক শারীরবৃত্তীয় জৈবিক চাহিদা (জীব বিজ্ঞানে ভিন্ন সংজ্ঞা থাকতে পারে)। এ চাহিদা পূরণের ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলে। তাই ইহাকে বাণিজিকরণ না করে সামাজিকরণ করলে মানুষের মানবিকতা বা অধিকার রক্ষায় ভাল ফল পাওয়া যাবে।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিয়ে হলো মানুষের পরস্পর মিলনের সামাজিক স্বীকৃতি। এবং এটিই সবচেয়ে ভাল পন্থা।
ধন্যবাদ।
২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৯
রায়হানুল এফ রাজ বলেছেন: কঠিন প্রশ্ন তুলেছেন।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধর্ষণ এবং মিউচুয়াল সেক্স এর মধ্যে পার্ধক্য বের করতে হবে।
৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
"কিন্তু মিউচুয়াল সেক্স ব্যতীত কেউ ধষর্রণের স্বীকার হলে অবশ্যই কঠোর (মৃত্যুদন্ড) শাস্তি দিতে হবে। "
-শুধুমাত্র ধর্যনের জন্য "মৃত্যুদন্ড" দেয়া অবস্হানে পৃথিবী নেই; কোন দেশের শাসনতন্ত্র এতবড় শাস্তির পক্ষে থাকার কথা নয়।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
দুনিয়াটা এখন শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়ার মত হয়ে গেছে। সবাই অপরাধীর ফাঁসি চায়। আবার ফাঁসি দেয়ার সময় মানবিকতার দোহাই দিয়ে কতিপয় ব্যবসায়ী সংগঠন ফাঁসি কার্যকর না করতে আইন বিরোধী কর্মকান্ড চালায়!
ফাঁসির বিধান রেখে ধর্ষণের শাস্তি নির্ধারিত হলে এবং কার্যকর করা গেলে ধর্ষণের মাত্রা কমত।
৪| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২
সনেট কবি বলেছেন: বিবাহই সুন্দর এবং পবিত্র পন্থা
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একদম ঠিক বলেছেন।
এখন সময় এসেছে রেন্ডিবাজীর প্রচারণা বাঁধাগ্রস্ত করার।
৫| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিউচুয়াল সেক্সের ক্ষেত্রে আমার মনে হয় দুই পক্ষেরই এখন কোন বন্ড সাইন করিয়ে নেয়া উচিত যে এটা পারস্পরিক বোঝাবুঝির পর হচ্ছে। কারণ, সময় খারাপ। কিছুদিন পর যদি কেউ কেইস করে দেয়? তবে অন্ধ আর বোকা মেয়েরা ভিডিও-ও করতে সাহায্য করবে হেসে হেসে (অন্ধ বিশ্বাস বলে কথা)...
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মেয়েরা সাধারণত অতিরিক্ত বিশ্বাসের কারণে প্রত্যারণার শিকার বেশি হারে হয়। সেক্স ভিডিও ৯৯ পারসেন্ট ছেলেদের ইচ্ছাতে করা।
আমার মনে হয় দুই পক্ষেরই এখন কোন বন্ড সাইন করিয়ে নেয়া উচিত যে এটা পারস্পরিক বোঝাবুঝির পর হচ্ছে।
সেক্ষেত্রে বিয়ে করে নিলেই ভালো হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় (যেমন গর্ভ ধারণ) সামাজিক স্বীকৃতি আদায় করা যাবে।
৬| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মেয়েরা সাধারণত অতিরিক্ত বিশ্বাসের কারণে প্রত্যারণার শিকার বেশি হারে হয়। সেক্স ভিডিও ৯৯ পারসেন্ট ছেলেদের ইচ্ছাতে করা।
আমার মনে হয় দুই পক্ষেরই এখন কোন বন্ড সাইন করিয়ে নেয়া উচিত যে এটা পারস্পরিক বোঝাবুঝির পর হচ্ছে।
সেক্ষেত্রে বিয়ে করে নিলেই ভালো হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় (যেমন গর্ভ ধারণ) সামাজিক স্বীকৃতি আদায় করা যাবে।
৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কথা সহজ। সুমন/পিন্টুর পর মেয়েদের সচেতন হওয়া উচিত ছিল। বেশীর ভাগ ভিডিও ছেলেরা গোপনে করে। কিন্তু অনেক ভিডিওতে দেখা যায় যে, মেয়েও খুব উৎসাহিত হয়ে করছে আর করতে দিচ্ছে। মেয়েরাও তো ইন্টারনেট ব্যবহার করে। তারা এখনো কীভাবে বিশ্বাস করে ছেলেদের? বনানীর ঘটনার পরও আরেকটা ঘটনা ঘটেছে। এরপর আবার দুই মডেলের ঘটনা। তাহলে মেয়েদের বেকুব বলবো না কী বলবো?
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে পর্ণ গ্রাফির অবাধ বিস্তারের ফলে যৌন ক্রিয়ার খারপ উপসর্গ পরিলক্ষিত হচ্ছে। প্রভার ঘটনার পর মেয়েদের উচিত ছিল সাবধান হওয়া। কিন্তু পর্ণগ্রাফি দেখে নিজেদের যৌনক্রিয়ার অভিব্যক্তি দেখতে কিরুপ হয় তা যাচাই করার জন্য ছেলে এবং মেয়ে উভয়ই উৎসাহী হচ্ছে।
এখন কথা হলো স্বেচ্ছায় দিলে সমস্যা নেই আর সমস্যা থাকার কথা না। কিন্তু চাওয়া পাওয়ার হিসাব না মিললে সমস্যা হিসেবে দেখা দেয়।
মেয়েরা বেকুব- সহমত।
৮| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিয়ের প্রলোভন দেখিয়ে সেক্সকে কোনভাবেই ধর্ষণ বলা যায় না। বরং এ ধরনের মামলা(প্রতারণার মামলা) করলেও সেটাকে প্রতারণার মামলা হিসেবে না নিয়ে ধর্মীয় বিষয় (জেনা) হিসেবে বিচার করা উচিত। আর যদি ধর্মীয় আইন না থাকে তাহলে সেটা দুই প্রাপ্তবয়স্ক বন্ধুর একান্ত ব্যক্তিগত ব্যপার হিসেবে বিচারকের এড়িয়ে যাওয়া উচিত। মরুক গা...
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিয়ের প্রলোভন দেখিয়ে সেক্সকে কোনভাবেই ধর্ষণ বলা যায় না। বরং এ ধরনের মামলা(প্রতারণার মামলা) করলেও সেটাকে প্রতারণার মামলা হিসেবে না নিয়ে ধর্মীয় বিষয় (জেনা) হিসেবে বিচার করা উচিত। আর যদি ধর্মীয় আইন না থাকে তাহলে সেটা দুই প্রাপ্তবয়স্ক বন্ধুর একান্ত ব্যক্তিগত ব্যপার হিসেবে বিচারকের এড়িয়ে যাওয়া উচিত। মরুক গা...
ধর্মীয় বিষয়টা এড়িয়ে যান। অনেকে চিক্কুর বাক্কুর দিয়ে উঠতে পারে।
দেশে ফতোয়া দিতে পারবেন কিন্তু কাউকে মানতে বাধ্য করতে পারবেন না (হাইকোর্ট)। আর ফতোয়া দেয়ার যে টার্মস এবং কন্ডিশন থাকার কথা সেটি আমাদের দেশে নেই।
সবচেয়ে ভাল হয়, দুজন যেভাবে মিলিত হয়েছে সেভাবে আবার সমাধান করে নেয়া।
৯| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: বিবাহ বহির্ভূত কোন সম্পর্কই ঠিক নয়। কোন ধর্মেই এই ধরণের সম্পর্ক সিদ্ধ নয়। অবৈধ। সুতরাং এই ধরণের কোন মিউচুয়াল সেক্সকেই স্বিকৃতি দেয়া সামাজিক শিষ্টাচার বহির্ভূত হবে। সুতরাং এসবের বিচারের আওতায় আনতেই হবে। আর ধর্ষকের শাস্তি চূড়ান্তটাই রাখা উচিৎ।। যারা এও ধরণের সম্পর্কে জড়ায় এরা পাপ পূন্যের চিন্তা করেনা। সুতরাং এটাকে বিচারের আওতায় এনে সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিবাহ বহির্ভূত কোন সম্পর্কই ঠিক নয়। এবং এটি সামাজিক বিশ্খলা সৃষ্টি করে। আমাদের দেশে ধর্মীয় আইনের যেহেতু কার্যকারিতা নেই সেহেতু ইহাকে সামাজিক দৃষ্টিকোন থেকে খারাপ হিসেবে দেখা।
আবার আমাদের দেশে ধর্মীয় মূল্যবোধ যেহেতু এখনো বিদ্যামান আছে সেহেতু বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধাগ্রস্ত করার জন্য ধর্মীয় মূল্যবোধ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
১০| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিয়ের প্রলোভন দেখিয়ে সেক্সকে কোনভাবেই ধর্ষণ বলা যায় না। বরং এ ধরনের মামলা(প্রতারণার মামলা) করলেও সেটাকে প্রতারণার মামলা হিসেবে না নিয়ে ধর্মীয় বিষয় (জেনা) হিসেবে বিচার করা উচিত। আর যদি ধর্মীয় আইন না থাকে তাহলে সেটা দুই প্রাপ্তবয়স্ক বন্ধুর একান্ত ব্যক্তিগত ব্যপার হিসেবে বিচারকের এড়িয়ে যাওয়া উচিত। মরুক গা...
ধর্মীয় বিষয়টা এড়িয়ে যান। অনেকে চিক্কুর বাক্কুর দিয়ে উঠতে পারে।
দেশে ফতোয়া দিতে পারবেন কিন্তু কাউকে মানতে বাধ্য করতে পারবেন না (হাইকোর্ট)। আর ফতোয়া দেয়ার যে টার্মস এবং কন্ডিশন থাকার কথা সেটি আমাদের দেশে নেই।
সবচেয়ে ভাল হয়, দুজন যেভাবে মিলিত হয়েছে সেভাবে আবার সমাধান করে নেয়া।
১১| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর সুশ্রী প্রতিউত্তরের জন্য। ভালো থাকুন। মানুষ অন্যায় অনাচার ভুলে সত্যের পথে প্রতিষ্ঠিত হোক এই কামনাই করি। অন্যায়ের পথে কোন সম্পর্কই সুখের হয়না। যারাই এই পথ মাড়িয়েছে সবাই পাপ পংকিলতার অতল গহবরে নিপতিত হয়েছে। এসব পথ থেকে সবাই সুপথেই ফিরুক। ভালো থাকুন।
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফিরে এসে মন্তব্য রাখার জন্য আপ্নাকেও ধন্যবাদ।
১২| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
সনেট কবি বলেছেন:
শাহাদাৎ হোসাইন সত্যের ছায়া
ঘৃণ্য সব অনাচারে ফিরাতে আচারে
দৃষ্টি পড়ে মানুষের বোধ ও বিচারে
শাহাদাৎ হোসাইন সত্যের ছায়ার
মন ভাবে কবে হবে মানুষ সুসভ্য?
অসভ্যের দল করে এমন কূ-কাজ
যা দেখায় বিবেকের দহন যন্ত্রণা
বেড়ে চলে মন করে বিষাক্ত এমন
সাধারণে কাম্য হয় পশুর বিনাশ
তথাপিও পশুদের রিপুর বিনাশ
বিলম্বিত হয় দেখে দূর্বল বিরোধ,
ওদেরতো চাই কোন কঠিন আঘাত।
সে আঘাত আনয়নে গুণীর চেতনা
নিরবধি কার্যকর থাকলে সুক্ষণে
হয়তবা অন্যায়ের ঘটবে পতন।
৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।
আপনার প্রতি স-শ্রদ্ধা সালাম।
১৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪
১৪| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় এসেছে ধর্ষণ আর মিউচুয়াল সেক্সের সংজ্ঞা কে আলাদা করার। মিউচুয়াল সেক্সের পর কেউ যদি প্রতারিত হয় তাহলে সেটি ধর্ষণের অন্তর্ভুক্ত হবে কিনা এবং হলে তার শাস্তি কি হবে তা নির্ধারিত করার। সুন্দর বলেছেন।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩২
প্রামানিক বলেছেন: এসব সমাধানে বিয়ের বয়স আরো কমানো উচিৎ। পরোকীয়া রোধে স্বামী বা স্ত্রীর দৈহিক বা মানসিক কোন সমস্যা থাকলে তার চিকিৎসা করা দরকার।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর মতামত।
মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
১৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: একমাত্র পুংখানোপুংখভাবে ইসলামী জীবনাদর্শ মনে চললেই সবকিছুর সমাধান সম্ভব। নয়নো নয়।
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক বলেছেন।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:০১
সনেট কবি বলেছেন:
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)
সমাজের হালচিত্র আচার বিচার
শাহাদাৎ হোসাইন সত্যের ছায়ায়
অমলিন দেখাযায় প্রকাশ গুণেতে
চিন্তা তাঁর পরিদৃষ্ট প্রত্যেক বিষয়ে।
কূ-কাজের মুন্ডুপাতে জাগ্রত চেতনা
দূরাচার বিতাড়নে সুতীব্র আগ্রহ
তার থেকে জন্ম নেয় কর্মের উদ্দৌগ
অযথায় আছে তাঁর অরুচি অনেক।
সমাজেতে প্রয়োজন নিতান্ত নির্লোভ
সজ্জনের সমাহার দূর্নীতি নির্মূলে
তা’ না হয় হবেনাতো সমাজ সুন্দর।
মন থেকে দূর করে কূ-চিন্তা সকল
সততায় পায় সুখ নিয়ত সবাই
শাহাদাৎ হোসাইন সেকথা জানায়।
০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই আপনি যেভাবে আমাকে তুলেছেন সেভাবে আমি কিন্তু নই, আমি খুবই একজন সাধারণ মানুষ। আমাকে নিয়ে কবিতা লিখার জন্য, উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
আল্লাহ আপনার মঙ্গল করুক।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এক্ষেত্রে বিবাহই একমাত্র সুন্দর এবং পবিত্র পন্থা
সুন্দর পোস্ট