![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
আজকে আমার ফ্রেন্ড লিষ্টে থাকা অনেক বন্ধু এই ম্যাসেজটি করেছেন। তারা হয়ত জন-সচেত নাতার অংশ হিসেবে এটি করেছেন।
আসুন, এই ম্যাসেজের ফরেনসিক রিপোর্ট তৈরি করি:
এখানে লেখা আছে, ১৩ অক্টোবর ২০১৭ রাত ৯:০০ টা থেকে শুরু করে ১০:০০ টার ভিতর সকল এনড্রয়েট মোবাইলে ব্লু হোয়েল গেম ঢুকিয়ে দেয়া হবে।
ইহা কি সম্ভব?
♦ হ্যাকার যখন হ্যাক করবে তারা কি সময় তারিখ জানিয়ে হ্যাক করবে।
এটা কি বাংলা সিনেমা! নায়ক নায়িকার বাবাকে সময় এবং তারিখ দিয়ে উঠিয়ে নিয়ে যাবে।
♦সেই সময় কি সকল মোবাইলে নেট থাকবে?
♦তাদের কাছে কত কোটি মানুষ ৩জি মোবাইল ব্যবহার করে তার পরিসংখ্যান আছে?
♦তাদের কাছে কি প্রত্যেকের ওয়েব লিংক আছে?
আবার লেখা আছে এই জিনিষ মোবাইলে ঢোকার পর ব্যক্তিগত তথ্য চুরি সহ সোশ্যাল সাইট ধ্বংস করে দিবে?
আমরা জানি,
♥ ব্লু হোয়েল একটি ক্ষতিকারক গেম হলেও পরিপূর্ণ ভাইরাস নয়। তাতে ভাইরাসের লক্ষণ থাকতে পারে।
♥এই ফেসবুক, ইমো, হোয়ার্টাসাপ, ভাইভার এর তথ্যগত ও প্রযুক্তিগত নিরাপত্তা রক্ষায় দায়িত্ব ৯৯ পারসেন্ট সংশ্লিষ্ট সাইট কর্তৃপক্ষের। এক পারসেন্ট ব্যবহারকারীর। ব্যবহারকারী যদি স্বেচ্ছায় নিজের আইডি পাস ওয়ার্ড অন্য জনের নিকট শেয়ার না করেন, তাহলে সংশ্লিষ্ট সাইটের নিরাপত্তা কোড ভেঙ্গে হ্যাক করা হ্যাকারদের জন্য অনেক কঠিন।
♥ আমাদের মত অকিন্ন -ফকিন্নির ব্যক্তিগত তথ্য নিয়ে ব্লু হোয়েল কর্তৃপক্ষের লাভের চাইতে লস বেশি হবে। কারণ, হ্যাকারদের গড়ে সবার তথ্য নেওয়া পরিশ্রমসাধ্য এবং অনেক অর্থ লসের কারণ রয়েছে।
শেষে লেখা রয়েছে বিটিআরসি!
♥বিটি আরসি যদি এই নোটিশ দিত তাহলে তাদের ওয়েব সাইটে প্রকাশ করত। এবং জন সচেতনতার অংশ হিসেবে মোবাইলে সে নোটিশ সেন্ড করত।
আল্লাহ দিলে সে নোটিশ এখনো প্রকাশ কিংবা সেন্ড করেনি।
® তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
♣অফট পিক: ভূয়া সবই ভূয়া।
বি:দ্র: বন্ধুরা জন-সচেতন করছেন ভালো, অবশ্যি সত্য এবং যা উপকারে আসবে তার জন্য করবেন।
ধন্যবাদ।
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের দেশের মানুষ সময়ের ভাবনায় পিছে পড়ে আছে।
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
প্রামানিক বলেছেন: এটা বাংলার লোকজনের মাঝে আতংক সৃষ্টি করেছে।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি, ঠিক বলেছেন।
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯
আবু তালেব শেখ বলেছেন: ঠিক বলেছেন।
এই নিয়ে আমিও একটা পোষ্ট দিয়েছিলাম ক্লিক করুন
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের সচেতন হতে আরো সময় লাগবে।
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
ফেসবুকের নতুন হুজুগ
২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে ঠিক তাই।
৫| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৬
ভ্রমরের ডানা বলেছেন:
এরা একশ্রেণীরর ছাগল! যাহা পায় খেয়ে দেয়!
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক বলেছেন।
৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
নূর-ই-হাফসা বলেছেন: এই ম্যাসেজ গুলো অনেক বেশি বিরক্তিকর
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি
৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩
কালীদাস বলেছেন: ১২/১৩ বছর আগের কথা। একবার সারা দেশে গুজব ছড়িয়ে পড়ল, একটা বিশেষ নাম্বার থেকে ফোন আসলে কেউ রিসিভ করলেই মারা যাচ্ছে। আতংকে কেউ কেউ ফোর বন্ধও রেখেছিল সারাদিন। অনলাইনের একটা বিশেষ বেকুব গুষ্ঠি এখন বিবর্তনের ধারায় পোস্টে দেয়া স্ক্রিনশটের ম্যাসেজে এসে ঠেকেছে।
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ,
আপনাকে দেখে ভাল লাগল।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
খায়রুল আহসান বলেছেন: এভাবে হুজুগের বশবর্তী অনেকেই অনেক উল্টা পাল্টা মেসেজ চেনা অচেনা অনেককেই পাঠিয়ে থাকে, যা বিরক্তিকর। ব্যাপারটা সবিস্তারে ব্যাখ্যা করে একটা ভাল কাজ করেছেন।
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শ্রদ্ধা এবং ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯
ফয়সাল রকি বলেছেন: বাঙ্গালি গুজবে বিশ্বাস করতে ভালবাসে আরকি।