![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
কাহিনী:১
আমার পরিচিত এক বন্ধু আমার কাছে এসে বলল,
- দোস্ত এই মাত্র আমার প্রেমিকা কে খুন করে এসেছি।
- বললেই হলো, আমি বিশ্বাস করিনা।
- প্রমাণ চাস?
- অবশ্যই
- দেখ. দেখ. আমার ঠোঁটে গাঢ় লিপস্টিকের লাল প্রলেপ লেগে আছে।
আমি তার ন্যাকামি দেখে আশ্চার্য হলাম। পরে খুঁজ নিয়ে জানতে পরলাম, সে সদ্য কবিতা লেখা শুরু করেছে।
কাহিনী-২:
গত কুরবাণি ঈদের পর মামা বাড়ি গেছি। আমি তো মামা-মামির আদরে আহ্লাদে আটখানা। আমাকে কাছে পেয়ে মামাত ভাইবোনরা মহা খুশি। তাদের এই আনন্দে ভাটা পড়ে যখন রাতে মামানি বললেন, তোর ভাইয়ার কাছে পড়তে বস। আমিও অবাক। সারা দিনের আপ্যায়নের খরচটা কি পোলপান পড়াইয়া উসুল কর নিবে! মামাত বোন ৬ষ্ঠ শ্রেণিতে আর ভাই চতুর্থ শ্রেণিতে পড়ে। পড়ার কথা শুনে একজনের মাথা ব্যাথা শুরু করেছে, আরেকজনের চোখে ঘুম এসে গেল। আমি মনে মনে বললাম, তোরাই জাত স্টুডেন্ট। তোরা আছে বলেই লজিং বা টিউশনির মাস্টারা কোন রকম খেয়ে দেয়ে বেঁচে আছে। সর্বশেষ পোলাপাইন পড়াইছি 2013 সালে। টাইম মেশিন চড়ে 2013 সালে ফিরে গেলাম! যা হউক তাদের নিয়ে পড়ার টেবিলে বসলাম,
- তাম্মি গণিত বইটা নাও।
- এখন অংক করব না ভাইয়, গার্হস্থ্য বিজ্ঞান পড়ব।
- কিসের ভাইয়া! এখন থেকে স্যার বলবি, আর শোন, আগে অংক ইংরেজী শিখো, গার্হস্থে মন দেয়ার এখনো অনেক সময় বাকী আছে।
- জি আচ্ছা।
দুইটা অংক করে দিলাম। তারপর তাকে একটি করতে দিয়ে হাতে বেত নিয়ে বসে আছি।
তাম্মি অংক করছে। আমি সেই 2012 সালে ফিরে গেলাম। মামানি টেবিলে চা-নাস্তা দিয়ে গেল। চা নাস্তা খাওয়ার সময় একটু মনে হয়নি মামা বাড়ি খাচ্ছি! মনো হলো স্টুডেন্টের বাসায় খাচ্ছি। সদ্য যে মহিলা চা দিয়ে গেল তিনি হলো আমার ছাত্র/ছাত্রীর মা। ছাত্রের বাবা অফিসে আছেন। ও হ্যা… গত মাসের টিউশনির টাকা বাকী পড়ে আছে। যাওয়ার সময় চাইতে হবে। টিউশনির টাকাটা হাতে না পেলে মেস বাড়া দেয়া হবেনা। বাড়ি ওয়ালা সকাল বিকাল তাগাদান দেন।
কিছুক্ষণ পড় তাম্মি আমাকে ডাক দিলো, তার ডাকে আমার সম্মিত ফিরে এলো। সে আমাকে বলল, ভাইয়া অংক করা শেষ, এখন 'আনন্দ পাঠ' পড়ব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আনন্দ পাঠ বইটি হাতে নিয়ে নাড়াচাড়া করছি। এক জায়গায় গিয়ে চোখ আটকে গেল। সেখানে কাঁচা হাতে লেখা একটি ছড়া/কবিতা দেখতে পেলাম। কবিতাটি এখন আর ভালোভাবে মনে করতে পারছিনা। সেটি মোটামুটি এরকম ছিল-
......................................
আকাশে উড়িনা আমি উড়ে সাদা বক
তোমাকে জানাই অগ্রিম ঈদ মোবারক।
কবিতা পড়ে আমার ভিমড়ি খাওয়ার অবস্থা। জিঙ্গেস করলাম কে লিখেছে, তুমি? এবার সে লজ্জা পেল। আমি বললাম থাক আর শরম পেতে হবে না, তোমার ভবিষ্যৎ ফকফকা। তুমি এখন ফেসবুক কবিদের পদ মর্যাদায় আছো!
-
-
এবার সে মুচকি হেসে উঠল।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অন্তমিল আছে। সুন্দর বলেছেন।।।
আগামী দিনের কবিরা আরো আধুনিক হবে।।।।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭
আটলান্টিক বলেছেন: সবার আগে প্লাস দিলাম
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ প্লাস দেয়ার জন্য।
ভালোবাসা থাকল নিরন্তর।।।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: ফেবু তে কবিদের অভাব নেই । কে জানি বলেছিল , ঢাকা শহরের কাঁকের মতো অনেক সংখ্যক কবি রয়েছে । প্রকৃত অর্থে কবি অবশ্য কম । একবার এক কবি সমাবেশে একজন বলছিল সরকারের উচিত কবিদের জন্য এই টা করা ঐটা করা তারা দেশের সম্পদ । তখন পরীক্ষা সময় চলছিল , ওদের শব্দ দূষন কিভাবে সম্পদ হয় বোধগম্য ছিল না ।
এইটা ঠিক কেউ কেউ সত্যি ভালো কবিতা লিখেন ।
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিরা দেশে সমস্যা সম্ভাবনা তুলে ধরেন। মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা করেন। ভাবের মাধ্যমে মনের কথা তুলে ধরেন। প্রকৃতিগত ভাবেই মানুষ কবি হয়ে জন্মে।
তবে আমাদের দেশে ফেসবুকের কারণে কিছু মানুষ যেভাবে কবিতা লিখেন সত্যি তা দেখলে হাসতে হয়।।
আমি নিজেও কবিতা লেখার কোন সূত্র, নিয়ম জানিনা। তার পরেও ব্লগে কবিতা লেখার দুঃসাহস দেখিয়েছি।
আমারো সাধ জাগে একদিক কবি হবো।
ধন্যবাদ আপা।।।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: এরাই ভবিষ্যৎ ফেসবুক সেলিব্রেটি
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি, এরা কবিতা রচনা করবে। আমরা পাব আধুনিক কবি।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিজিটাল পুলাপাইন !!
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ঠিক বলেছেন। ডিজিটাল পোলাপান।।।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালই লাগল।
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ তো !
বকের সাথে ঈদ মোবারক।
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাই সুন্দর হইছেনা?
সাদা বকের সাথে ঈদ মোবারক!
ধন্যবাদ ভাই।।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০
প্রামানিক বলেছেন: কাহিনী মন্দ নয়'- - ভালই লাগল। ধন্যবাদ
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ধন্যবাদ।।।
ভালো থাকবেন।।।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
আজকাল অনেকেই ছন্দ মিলানোর চেষ্টা করছেন, যেকোন কিছু প্রকাশের জন্য কবিতা লেখার চেষ্টা করছেন!
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এর একটা পজিটিভ দিক আছে, মানুষ সাহিত্য চর্চায় মন বসাতে পারছে।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৪
মলাসইলমুইনা বলেছেন: ২০১২/ ২০১৩ পরেতো অনেক বছর কাটলো আপনার ছাত্রীর কবি স্ট্যাটাস কি এখন?এরতো মহাকবি হযে যাবার কথা এতদিনে !!
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সে এখন পড়া লেখা নিয়ে ব্যস্ত আছে।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩
শাহিন বিন রফিক বলেছেন: আমার মত কবি আর কি?
খুব ভাল লাগল আপনার লেখা।
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপ্নাকে ধন্যবাদ।।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
সোহানী বলেছেন: হাহাহাহা ব্লগের কবিকূল কিন্তু মাইন্ড খাবে..........
অনুসরনে থাকলাম ভবিষ্যতে কবিতার দেখা পাবার জন্য। +++++
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপু আমি সবাই বা কে কাউকে মেনশন করিনি। আমার কাউকে পচানোর উদ্দেশ্য ছিলোনা। আমি শুধু আমার অভিজ্ঞতা শেয়ার করেছি মাত্র।
ধন্যবাদ আপু।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার রম্য! ভালই লিখেছেন ভায়া!
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।।।
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:২৯
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: তবে সাহিত্যে পাগলামিরও কিছুটা দরকার আছে।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ঠিক বলেছেন।
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক আগে থেকেই পাঠ্যবই, খাতা কিংবা গল্প-উপন্যাসের বইগুলোর বিভিন্ন জায়গায় ছন্দে ছন্দে লেখা কিছু কিছু পঙক্তি চোখে পড়তো। ফেসবুক আসায় তরুণ-তরুণীদের সে প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ আরও বেড়েছে।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফেসবুকে এখন অনেকে তাদের কাব্য প্রতিভার স্বাক্ষর রাখছেন। সেখানে তাদের কিছু ভক্ত ফলোয়ারও জুটছে, আমি সেদিকটা বলতে চেয়েছি।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকেই অকারণে কবিতা লিখার চেষ্টা করেন।
২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত মনের ভাব প্রকাশ করতে চায়।।
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭
তারেক ফাহিম বলেছেন: গ্রামের বাড়ীতে অাপনার নানা বাড়ী?
শহুরে পরিবেশে ৬ষ্ঠ ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীরা ফেবুতেই লিখে
২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি, গ্রামের বাড়িতে।
এখন হয়ত গ্রামেও চালু হতে চলেছে।
১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯
শামচুল হক বলেছেন: মামীরা আগের মত নাই এখন খাওয়ার হিসাব করে।
২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মামীদের মাথায় এখন কর্মাশিয়াল চিন্তা ভাবনা ভর করছে।
১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯
সামিয়া বলেছেন: যারা সেকেন্ডে সেকেন্ডে কবিতা লিখেন তাদের কবিতা প্রায় একই রকম হয় , একই শব্দ একই ছন্দ , মনে হয় সব কবিতা একটাই কবিতা, ঘুরিয়ে আবার পড়ছি। কিন্তু আমি কবিতা অনেক ভালোবাসি।
২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি, ঠিকই বলেছেন। একটা থেকে আরেকটা আলাদা করতে কষ্ট হয়।
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪
পার্থ তালুকদার বলেছেন: ভাল লিখেছেন ।
২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপনাকে।।
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।
২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপ্নাকে অশেষ ধন্যবাদ।।।
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
আমপাবলিক বলেছেন: কাউয়া পাখি সুন্দর দ৽াখতে গাড় কালো, আমনের ল৽াহাডা লাগছে মোর ভাল।
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাহ সুন্দর লিখেছেন।
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
জাহিদ হাসান বলেছেন: Story one is very good.
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: thanks for comment.
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: আগামী দিনের কবিদের নিয়ে চমৎকার চিন্তা ভাবনা, সাথে আগামী দিনের কবিদের রচিত কবিতার উপমা দেখে ভাল লাগল ।
এ প্রসঙ্গে আমার মনে প্রায় ৪০ বছরের পুরানো একটি স্মৃতি কথা ভেসে উঠেছে । কাকার কর্মস্থল বরিশাল বি এম কলেজ সংলগ্ন বাসায় বেড়াতে গিয়েছিলাম । তিনি বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন । চাচাত ভাই বোন দুটো, একটি ৭ বছর বয়সি অার একটি ৫ বছর বয়সি । তারা সবসময় কথায় কথায় ছন্দ মিলিয়ে কথা বলে । তাদের কবিতা লেখার প্রতিযোগীতায় নামালাম । যা তাদের মনে চায় তাই লিখতে বললাম । বসার ঘরে বসে আছি । চাচাত ভাইটি বলল সে তার বোনের সাথে এক ঘরে বসে কবিতা লিখতে পারবেনা , সে অন্য ঘরে বসে লিখবে । তাই হলো , চাচাত ভাই পাশের ঘরে বসে চার লাইনের কবিতা লিখে আনলো, আর তার ছোট বোনটি সেখানে বসেই লিখল । বোনের লেখা কবিতাটি এখনো মনে পরে , সে লিখেছিল :
শিড়ির ধারে বাঘ এসেছে হালুম হুলুম করে
মানুষ গরু তাইনা শুনে পালায় দলে দলে ।
ভাইটি লিখেছিল আরো সুন্দর কবিতা , তবে তার কথাগুলি এখন মনে করতে পারছিনা । কিন্ত তার কবিতা সুন্দর হলেও বোনটি বলল ভাইয়া বই থেকে দেখে দেখে কবিতা লিখেছে, এটা তার বইয়ে আছে যা আমার জানা ছিলনা । তাই এখনকারসহ আগামী দিনের উঠতি কবিদের অনেক কবিতার পেছনের কাহিনী আমাদের অজানা রয়ে যায় । তবে বোনটি কবিতা লেখায় বেশ সিদ্ধ হস্ত হয়েছে । কবি প্রতিভা যার আছে তার বিকাশ ঘটবেই ।
ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য ।
শুভেচ্ছা রইল
২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার বাল্যকালের স্মৃতি পড়ে অনেক আগের দিনে চলে গেছি।
যা হউক,
ছন্দে কথা বলা, ছন্দ প্রকাশ করা মানুষের সহজাত প্রবৃত্তি। আবার অনেকে আছে স্বভাব কবি।
অশেষ ধন্যবাদ।।।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২
মোস্তফা সোহেল বলেছেন: আগামী দিনে তার কবি হওয়ার সম্ভাবনা আছে।
কবিতায় কিন্তু অন্তমিল আছে!