![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
ইলাস্ট্রেটর। মাই ওয়ার্ক।।
জানি,
জীবন একদিন থমকে যাবে। কিন্তু থমকে যাবেনা এই পৃথিবী। তবে যেদিন পৃথিবী থমকে যাবে সেদিন আমি নতুন করে প্রাণ ফিরে পাব। সে প্রাণে থাকবেনা কোন স্পন্দন, থাকবেনা কোন ভয়, জড়তা কিংবা সৃষ্টি সুখের উল্লাস। আমি হয়ত ঈশ্বরের মুখোমুখি হবো। ঈশ্বর কে দেখে আতৃপ্ত আত্মা, নয়ন কে জুড়াতে চাইব। কিন্তু, কিন্তু... তার আগেই পাপ পূণ্যের বিচার শুরু হয়ে যাবে! আমি হয়ত ঈশ্বরের আদালতে দোষী সাবস্ত হবো। আমাকে নরকে পুড়া হবে। এ এক আজব খেলা। নরকে যাবো সেখানেও থাকবে আজাবের বৈচিত্র। অপরাধ অনুযায়ী আজাব ভোগ করব। প্রতিটি ক্ষণে ক্ষণে আজবের ধরণ পাল্টাবে। তাহলে কি আজাবের মধ্যেও আর্ট বা শিল্পের চর্চা হবে! ঈশ্বর কি শিল্পের চর্চা করেন! তাহলে তো তিনি সব থেকে বড় শিল্পী!
আমাকে বরণ করার জন্য নরক হয়ত আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবে। নরকে প্রবেশ করে আগুনের ফুল্কিতে নিজেকে জালিয়ে খাটি করে নিব।। শুনেচ্ছি, কোন কিছু পুড়লে নাকি খাটি হয়। তাহলে পোড় খাওয়ার মধ্যেও মাহাত্ম্য আছে।
এই আমি.. আমার নাম হবে মানবাত্মা। আমার উপরে একজন থাকবেন তিনি হলেন পরমাত্মা। দুনিয়াতে পরমাত্মা কে পাওয়ার জন্য মানবাত্মা তত একটা ব্যাকুল ছিলোনা, আর সেইজন্য সে পাপী তাপীর খাতায় নাম লিখিয়েছে। আমি হয়ত পাপী থেকে যাবো..., নরকের আগুনে জ্বলতে থাকব অনন্তকাল। হয়ত কোন একদিন দুদণ্ড সুখের জন্য ঈশ্বরের কাছে আর্জি জানব। আমার আর্জি কি ঈশ্বর রাখবেন? আর রাখলে কিভাবে তিনি সুখের ব্যবস্হা করবেন? তিনি কি আমার মনের মানুষ কে এনে দিবেন? আমরা কি নরকে বাসর রচনা করতে পারবো? নাকি পৃথিবীর মত সুখ নামক অচিন পাখিটা অধরা থেকে যাবে অন অনন্তকাল?
হে ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো...।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: না আপা,,, এম্নিতেই লিখলাম।।। কবিতা লিখা অনেক কঠিন কাজ।। সেদিকে যেতে চাইনা।।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
ওমেরা বলেছেন: মনের মানুষ চান আর সুখ পাখি,পাপী হলে কষ্ট ছাড়া কিছু পাওয়া যাবে সে কষ্ট দুনিয়ার কষ্টের যেয়ে বহুগুণ বেশী।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাইরে.... আমরা আসলে অনেক পাপী।।। অধিক পাপ করেও জান্নাতের আশা করি।।। আমরা ভালো কাজের বিণিময়ে জান্নাত যেতে পারবো অথচ আমরা সেদিকে পা মাড়াই না।।
ধন্যবাদ আপি।।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮
আবু তালেব শেখ বলেছেন: পুন্যের কাজ করলে জাহান্মানে মনের মানুষ নিয়ে বাস করার রিস্ক থাকেনা।
আল্লাহ সর্বশক্তিমান
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার লেখার মূল পয়েন্ট ধরতে পেরেছেন।।।
আচ্ছা আপনি কি ব্যানে আছেন?
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭
শামচুল হক বলেছেন: চমৎকার লেখা, খুব ভালো লাগল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ শামচুল ভাই।।।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০
আবু তালেব শেখ বলেছেন: হ্যা ভাইজান আমাকে ব্যান করেছিল একটা পোস্টের জন্য। রোহিংগাদের ধর্মারন্তিত করার বিষয়ে আলোকপাত করতে চেয়েছিলাম।
যাই হোক আজ দেখি ব্যান তুলে নিয়েছে। ধন্যবাদ আপনাকে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি আপনার পোষ্টের গতি দেখে অনুমান করেছিলাম।।
এখন থেকে ব্লগিং চালিয়ে যান। শুভ ব্লগিং।।।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি সহ লিখাটি ভালো লাগলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।।।
আপনার মন্তব্য পেয়ে সত্যি অনুপ্রাণিত।।।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩
চাঁদগাজী বলেছেন:
ধর্মগুলোতে নরকের যে আগুনের কথা বলা হয়েছে, কেহ তার এককও জানে না; ৩০০০ ডিগ্রি সে: লোহা বাস্প হয়ে যাবার কথা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধর্মানুসারীরা হয়ত একক মাপতে চান না।।। তারা ভয়ে ভীতু থাকেন।।।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫
আবু তালেব শেখ বলেছেন: চাঁদগাজি আংকেল নরকের আগুন কত ডিগ্রি সেটা কোন বিজ্ঞানী মেপেছে?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল কাজের মধ্যে থাকলে নরকের কথা মনে উদয় হবে না। আল্লাহ আমাদের ক্ষমা করুন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেকে পাপচার করেও খুশি। তারা অনুতপ্ত নয়। আর এই ধরণের মানুষ মনুষ্য জীবের জন্য ক্ষতিকর।।।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩০
আবু তালেব শেখ বলেছেন: সম্রাট ভাই আপনার বক্তব্য ভুল।
নরকের কথা মনে উদয় না হলে ভালো কাজ কিসের ভিত্তিতে করবেন? খারাপ কাজ যারা করে এদের তো সর্গ নরকের জ্ঞান থাকেনা।
শাহাদাৎ ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের আত্মু উপলদ্ধি জরুরি।।।
@আবু তালেব ভাই,,, এখানে ক্ষমা চেয়ে লজ্জা দিলেন, আর ক্ষমা চাওয়ার কি আছে। আপনি আমার সাথে দ্বিমত করতেই পারেন এবং আমিও আপার সাথে করতেই পারি।।
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৬
কালীদাস বলেছেন: বেশ ফিলোসফিকাল লেখা
লেখাটা ভাল হয়েছে অবশ্য
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বলেন কি ভাই! লেখার মাঝে দার্শনিক তার গন্ধ পেলেন।।।
আপনাকে ধন্যবাদ।।।
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫
সৈয়দ ইসলাম বলেছেন: কালীদাস বলেছেন: দার্শনিক লেখা।
আমি উনার সাথে একমত
তবে আমার সন্দেহ হচ্ছে, আপনি আবার সুফিবাদে আসক্ত হয়ে গেলেন নাকি?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: না ভাই আমি সুফিবাদে আসক্ত হয়নি।। দুনিয়ার প্রতি আমার অগাধ মায়া।।।
ধন্যবাদ।।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮
সৈয়দ ইসলাম বলেছেন: ভাই, ধার্মিকেরা তো দুনিয়ার মায়া ত্যাগ করেই স্বর্গের জন্য আশা করতে বলেন। আপনি দেখছি দুনিয়ার প্রতি অগাধ মায়া রেখেই স্বর্গ চেয়ে বসলেন।
বুঝে শুনে এগুতে যাইয়েন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খোদা আমাদের কে পৃথিবীতে পাঠিয়েছেন ইহ জিন্দিগি করতে। এই ইহ জিন্দিগি করার মাঝে খোদার সসন্তুষ্ট অর্জণ করতে হবে।।।
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: ঈশ্বর আমাদের সবাইকেই ক্ষমা করুক।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমীন
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: ভাবনার দার্শনিক অভিব্যক্তিতে মুগ্ধ হ'লাম। খুবই চমৎকার একটা লেখা লিখেছেন।
ইল্লাসট্রেশনটাও দারুণ হয়েছে। আপনার অনেক গুণ আছে দেখতে পাচ্ছি।
এম্নিতেই লিখলাম।।। কবিতা লিখা অনেক কঠিন কাজ।। সেদিকে যেতে চাইনা।। (১ নং প্রতিমন্তব্য) - বাহ, এ কথাটাও তো বেশ সুন্দর করে বললেন!
দুনিয়ার প্রতি আমার অগাধ মায়া (১২ নং প্রতিমন্তব্য)- মায়া ছাড়া সৃষ্টি নান্দনিক হয় না।
পোস্টে ভাল লাগা + +
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: প্রথমত আপনাকে ধন্যবাদ।
ব্লগে আমি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসি। নিজের কিছু কথা, ভাবনা আপনাদের সাথে শেয়ার করি- এর বেশি কিছুনা।।
তবে আপনার মন্তব্যে সত্যি অনুপ্রাণিত হলাম।।
শ্রদ্ধা এবং ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৩
সোহানী বলেছেন: গদ্য কবিতা !!!