![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
জীবন নাকি উপভোগের জন্য! কিন্তু উপভোগের আগে যদি কেউ অন্যের ভোগে (অপরের জন্য নিজ জীবনে কে উৎসর্গ করা) চলে যায় তাহলে তার ক্ষেত্রে কি অবস্হা হতে পারে সেটা অনুমানের বিষয়।
'দুনিয়াটা আপনার জন্য অথবা দুনিয়ার জন্য আপনি।'
কিছু মানুষ কর্মের দ্বারা এই নীতি উল্টাতে পারলেও অধিকাংশ মানুষ তা সহজে চেতন অথবা অবচেতন মনে মেনে নেয়। এটা কত তাড়াতাড়ি মেনে নেওয়া হবে তা নির্ভর করে সময়, পারিপার্শ্বিক অবস্হা এবং পরিবেশের উপর।
ধর্ম মতে জীবন (রুহ) অবিনশ্বর। রুহ সময়ের পরিবর্তনের সাথে তার অবস্হান পরিবর্তন করে। অর্থাৎ সে প্রথম অবস্হায় খোদার কাছে সংরক্ষিত থাকে। তারপর সেখান থেকে মাতৃগর্ভে (অর্ধলৌকিক) ট্রান্সফার হয়। সেখান থেকে আবার পৃথিবীতে ভূমিষ্ঠ(লৌকিক) আকারে দেহ সহকারে আত্মপ্রকাশ করে। তারপর আবার খোদার কাছে পুনরায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে পরলৌকিক জগতে প্রবেশ করে কোন একটি যায়গায় অবস্হান করে। এখানে দেখা যাচ্ছে আত্মা স্হির নয় বরং চলন্ত (পরিভ্রমণকারী)। তাই আত্মাকে এক জায়গায় স্হির রেখে জীবনের হিসাব নিকাষ করা ঠিক না।
আবার রুহের বিভিন্ন স্হান ভ্রমণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্হান হলো পৃথিবী। কারণ রুহ পৃথিবীতে আগমনকালীন সময়ে দেহের উপস্হিতি এবং আকৃতি উপলদ্ধি করতে পারে এবং সে পরিপূর্ণ বিকাশিত হয়, এবং একমাত্র এখানে (পৃথিবীতে) সে অধিকাংশ ক্ষেত্র নিজের মত করে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো তার ভ্রমণ কালীন সময়টা চাইলে সে লিপিবদ্ধ করে অন্যের কাছে প্রদর্শন করতে পারে। আর এটাই আত্মার বড় সার্থকতা।
ব্যতিক্রম ছাড়া পৃথিবীতে থাকার জন্য রুহের সব সময় তাড়না থাকে। এই তাড়না প্রবল থাকে যখন দেহ তার চালিকা শক্তি ক্রমান্বয়ে হারাতে থাকে। দেহ যখন নিশ্চিত মৃত্যুর মুখামুখি হয় তখন-
১। খারাপ মানুষের আত্মাগুলো পৃথিবীর আদি উন্মাদনা (পাপ কাজ) উপভোগ করার মানসে অতিরিক্ত তাড়ন সৃষ্টি করে। ফলে তার দেহ নিষ্কিয়তা করা কষ্ট কর হয়।
এবং
২। ভালো মানুষের আত্মাগুলো পৃথিবীর চরম সুখের উল্লাসে উদ্ভাসিত (ভালো কাজ করা) হওয়ার কারণে স্বাভাবিক থাকে। ফলে দুনিয়াবি মায়া ত্যাগ করা তার জন্য সহজ হয়। এতে দেহ সহজে নিষ্ক্রিয়তা অর্জন করতে পারে।
এই আদি উন্মাদনার আকাঙ্ক্ষা বা আদি চরম সুখ পাওয়া নির্ভর করবে আপনার অতীত কৃত কর্মের উপর। তাই আসুন আমাদের কর্মটাকে এমনভাবে গড়ে তুলি যাতে আত্মার বিদায়কালীন সময়টা দেহের জন্য স্বাভাবিক এবং সহজ হয়। নচেৎ আমাদের আফসোস করে মরা ছাড়া দ্বিতীয় কোন উপায় থাকবেনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার কথায় আবেগে তাড়িত হলাম।।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩
সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো। গভীরতম লেখা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ধন্যবাদ।।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১০
রিএ্যাক্ট বিডি বলেছেন: AJAIRA VALENTINE'S DAY SPECIAL FUNNY INTERVIEW | কঠিন রিপোর্টার*Link:- https://youtu.be/1Ng753Di9Pw
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে বেকারের সংখ্যা বাড়ছে।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জটিল। নিজে যদি সৎ থাকা যায় তাহলে দুনিয়াতে চলাফেরাটা অনেক সহজ হয়ে যায়। এমনকি পারিপার্শ্বিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আগে নিজের পরিস্ফুটিত হওয়া জরুরি।
ধন্যবাদ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোস্ট। প্রত্যেকটি মানুষের তার কর্মের বিনীময় মিলবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সৎ কর্ম মানুষ কে সঠিক পথে ধাবিত করে।।
ধন্যবাদ।।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: আমি জীবনের সাথে ধর্মকে জড়াতে চাই না। তাহলে পেছনে পড়ে যাবার ভয় থাকে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জীবনের সাথে ধর্ম না মিশিয়ে ধর্মের সাথে জীবন মিশিয়ে নিন। তাহলে ভালো করতে পারবেন।।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই।
গতকাল পড়ে গিয়ে লাইক দিয়েই বেরুতে হয়েছিল ব্যস্ততায়। আজ আবারো পড়ে ভালো লাগা জানিয়ে গেলাম শুধু। নিজের মন্তব্য বাকি রইল। আমার মতো ছেলেমানুষি মনের এখনই ভালো কথা মানুষ রম্য মনে করতে পারে।
গ্রেট চিন্তাভাবনা করেছেন ভাই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফিরে এসে পাঠ ও প্রতিক্রিয়ায় সত্যিই আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনাকে অশেষ ধন্যবাদ।।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
আবু তালেব শেখ বলেছেন: জীবনের সাথে ধর্ম না মিশিয়ে ধর্মের সাথে জীবন মিশিয়ে নিন। তাহলে ভালো করতে পারবেন।,,,,,,,,,
,,,,, উপদেশটা দারুন এবং সঠিক
,,,,পোস্টে++++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজিব ভাইয়ের মন্তব্য একটু সরল টাইপের।
প্লাসের জন্য ধন্যবাদ।।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব ভালো ভাই আপনার লেখা। লিখে চলুন সতত। হ্যাপি ব্লগিং।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ধন্যবাদ। আপনার মন্তব্য পাথেয় হয়ে থাকল।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: জীবন নিয়ে এতটা ভাবেন, খুব ভাল লাগলো তা জেনে। ভাবনাগুলো মৌলিক, এজন্য আরো বেশী ভাল লেগেছে।
প্রতিটি মানুষের মনের ভেতরে একটা দার্শনিক মন রয়েছে। সেটার সঠিক পরিচর্যা এবং প্রতিপালন প্রয়োজন। আপনি আপনার এ ভাবনাগুলো চালিয়ে যান, লিখতে থাকুন, লিখতে লিখতে ভাবনাগুলো আরো পরিপক্ক ও পরিশীলিত হবে।
শেষের কথাগুলো খুব ভাল বলেছেন। পোস্টে ভাল লাগা + +
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্য আমাকে প্রতিনিয়ত উৎসাহ জোগায়।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
ইসলামিক গৌতম বুদ্ধ?