![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
দেশে প্রতিনিয়ত র্যাপ হচ্ছে তাতে কারো মুখে তেমন কোন সাড়া শব্দ নেই। যেমন গেল বছর ঢাকার একটি পাশ্ববর্তী জেলায় একটি শিশু ধর্ষণের শিকার হলে তার বাবা থানায় মামলা করতে দ্বারে দ্বারে ঘুরেছেন, হয়রাণী হয়েছেন। ধর্ষকদের ভয়ে কিছু দিন পালিয়ে বেড়িয়েছেন। তাদের একমাত্র সম্ভল পালিত পশুটাকে ধর্ষকের দল সাবাড় করে দিয়েছিলো। এতো কিছুর ঘটার ফলে তিনি দেশের বিচার ব্যবস্হা, আইনের প্রতি আস্হা রাখতে পারেনি। অবশেষে বাবা ও মেয়ে একই সাথে ট্রেনের নিচে আত্মাহুতি দিয়ে নিজেদের মুক্ত করে দিয়েছেন (স্বাধীনতা যুদ্ধের পর কেউ যদি মুক্তিযোদ্ধা খেতাবের দাবিদার হন তাহলে এই বাবা ও মেয়ে প্রথম সারিতে থাকবে)। এই খবর প্রথম অবস্হায় আমাদের লেজকাটা মিডিয়াগুলো প্রচার করতে চায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়া সরব হওয়ার কারণে শেষ পর্যন্ত তারা দায়সারাভাবে প্রচার করে নিজেদের জাত রক্ষা করেছে। আবার একই সময়ে বনানীতে দুইজন মেয়ে পার্টিতে গিয়ে ধর্ষণের যেই না অভিযোগ তুললো তাতেই সাথে সাথে এডিটিং করা হাউকাউ পড়ে গেল! আরে ভাই গরীব ঔ মেয়ের জন্য যদি আগে জোড়ালো হাউকাউ করা যেত তাহলে বনানীতে দুই বেজন্মা আকাম করতে কখনো সাহস পেত না।
আগে দেশের সাধারণ মানুষের জন্য হাউকাউ শুরু করেন, তাহলে দেখবেন জাফর স্যারদের জন্য হাউকাউ করা লাগবেনা। তারা
এমনিতেই শান্তিতে থাকতে পারবে এবং স্যারদের উদ্দেশ্য সহজে বাস্তবায়িত হবে। এতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। এখন কথা হলো, প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও ছুড়ি চাপাতি চলছে, তখন আপনারা চুপ থাকেন! আর যেই স্যারদের উপর ছুড়ি চাপাতি চলে তখন আপনারা সরব হন! এতে কার্যত কিছুই হচ্ছেনা কিংবা মূল সমস্যার সমাধান পাওয়া যাবেনা। আমাদের/আপনাদের মূল সমস্যা পেতে হলে:-
-পুলিশ মানুষ সেবার নামে পকেটে যে ছুড়ি কাচি চালায় তার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ একবার গড়ে তুলেন।
-বাংলাদেশে শেয়ার মার্কেটের মাফিয়াদের বিরুদ্ধে গলার আওয়াজ বাড়ান।
-ব্যাংক ডাকাতির যে অভিযোগ আছে তার সুষ্ঠ তদন্ত করে হোতাদের বিচার করতে বলেন। এবং তাদের কাছ থেকে সে টাকা ফেরত এনে বেকারদের জন্য কর্ম সস্হানের ব্যবস্হা করার জন্য চাপ দেন।
-বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার জন্য জোড়ালো দাবি তুলেন। এবং টাকা ফেরত এনে নতুন ইন্ডাস্ট্রি গঠন করে বেকারদের নিয়োগ দিতে বলেন।
-কোটা ব্যবস্হার পুনঃ বিন্যাস করার জন্য জোড়ালো ভূমিকা রাখেন ।
-সরকারী মন্ত্রণালয় কে ঘুষ মুক্ত করার জন্য শাহবাগে জমায়েত হন।
-রাজৈনিক প্রতিহিংসা দূর করার জন্য মাঠে নামেন।
-গণ-তন্ত্রের বিকাশ ঘটাতে ভূমিকা রাখুন। এবং বিরোধী মত প্রকাশের সমান সুযোগ সুবিধা দেয়ার জন্য গান ধরুন।
-নিরপেক্ষ ও সুস্হ নির্বাচন আয়োজন করার জন্য পদক্ষেপ নেন।
-মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন গড়ে তোলেন।
-পেশি শক্তির রাজনীতি বন্ধ করতে বলেন।
-দলীয় ক্ষমতা, রাজনৈতিক প্রভাব চিরতরে বিদায় করার জন্য মাঠে নামুন।
-বিদেশে দাস-দাসী রপ্তানি বন্ধ করতে বলেন। দেশেই কেন তাদের কাজে লাগানো যাচ্ছেনা রাষ্ট্রের কাছে তার জবাব চান।
-দেশে কেউ যাতে ধর্মের নাম ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারেন সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেন। ধর্ম ব্যবসায়ীদের গলা চেপে ধরেন।
-নিত্য দ্রব্যমূল্য সহণীয় পর্যায়ে রাখার জন্য কথা বলুন।
এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো করলে দেশ থেকে কালো ছায় নেমে যাবে বলে বিশ্বাস করি।
দেশের আইন মানুষের কল্যাণে প্রয়োগ করতে পারলেই মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃসংঘ গড়ে উঠবে। নতুবা শুধু বই লিখে যেমন সমাজ কে পরিবর্তণ করা যাবেনা তেমনি শুধু ধর্মের ঢোল পিটিয়ে মানুষ কে সম্পূর্ণভাবে সৎপথে আনায়ন করা সম্ভব না।
মানুষের হাতে কাজ থাকলে মানুষ খারাপি করার চিন্তা মাথায় আনার সুযোগ পায়না। দেশের অনেক মানুষ পিছনে পড়ে গেছে, তাদের টেনে তুলতে না পাড়লে জাতি আরো কঠিন সময় পার করবে। জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। তাই এদেশের যুবকদের সঠিক পথে পপরিচালিত করতে হলে অধিক কর্মসংস্হান সৃষ্টি করতে হবে এবং সাথে সু-শিক্ষার আওতায় প্রতিটি মানুষ কে আনতে হবে। এতে এক সময় সোনার বাংলাদেশ গড়ে উঠবে।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবার আগে আমাদের কে দেশ নিয়ে ভাবতে হবে। এদেশে যখন যে দল ক্ষমতায় আসে তখন সে দল রাম রাজত্ব কায়েম করে। ফলে দলের নেতা কর্মীরা আকাম করে সহজে পার পেয়ে যায়। এর থেকে রাজনৈতিক দল গুলোকে বের হয়ে আসতে হবে। নতুবা দেশের কালো মেঘ সহজে দূরীভূত হবেনা।
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১৯
সৈয়দ ইসলাম বলেছেন:
আর হ্যা, কর্মসংস্থান তৈরিও পারে আমাদেরকে ব্যস্ততায় ডুবিয়ে রাখার মাধ্যমে সকল অপকর্ম থেকে দূরে রাখতে।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:০০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে বেকারের সংখ্যা উল্লেখ যোগ্য হারে বাড়ছে। ফলে তাদের মধ্যে হতাশা চলে এসেছে।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:২০
সৈয়দ ইসলাম বলেছেন:
তবে আওয়াজ তুলতে হবে প্রকম্পিত কণ্ঠে।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:০৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের মার্ক করা অন্যায়ের প্রতিবাদ বাদ দিয়ে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, নতুবা অবস্হার পরিবর্তন তেমন একটা হবেনা।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র ভুল-রাজনীতি ও তাদের পরাজয়, আওয়ামীদের এমন পজিশনে নিয়ে গেছে, ওরা কিছু সময় কাউকেই পাত্তা দিবে বলে মনে হয় না; অপেক্ষা করতে হবে।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বাধীনতার পর বিভিন্ন সরকার আমাদের পর্যায়ক্রমে পিছনে টেনে রেখেছে। এর কু-ফল আমরা পুরা মাত্রায় ভোগ করছি, আর শেষ পর্যন্ত আওয়ামী সরকার তার সু-ফ ল ভোগ করছে। যা জাতি হিসেবে আমাদের জন্য দু:খজনক।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:১৩
তারেক ফাহিম বলেছেন: সুন্দর বিশ্লেষন।
যদিও বাস্তব হতে হলে পরিবর্তন প্রয়োজন।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের ভিতর থেকে পরিবর্তণ আনা জরুরি। সব ভিক্টিমের প্রতি আমাদের সজাগ থাকতে হবে।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:১৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো লিখলেন।
গলায় আওয়াজ তুলতে গিয়ে যদি গলাটিই হারাতে হয়,তখন কি হবে? আমরা ব্লগে আসি ,ব্লগ পড়ি ,চলে যাই বাস্তবতা আমাদের চিন্তার বিষয় কখনোই ছিল না।
আপনার মনে থাকার কথা , বোনের শ্লীলতাহানির বিচার চাওয়ায় এক যুবককে মারধর করা হ্য় ,যা মিডিয়ায় আসে আর আমরা জানতে পাই।এমন কত ঘটনা সাংবাদিকরা এড়িয়ে যান, তা আপনি ভালোই জানেন।খুন গুম হয়ে যাওয়ার সংখ্যাও কম নয়।
গতকাল আমার পরিচিত একজন বলছিল ,জাফর ইকবালের উপর হামলাকারীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে তাকে কুকুরের খাবার হিসেবে দেখতে পেলে সে খুশি হয়।ভাবলাম একি শুধুই আবেগ , নাকি নিয়ন্ত্রিত চিন্তার ফসল?
স্যার বুদ্ধিজীবি মানুষ, তিনি কলম সৈনিক , তাঁর জীবন অনেক দামি।আমরা বাকিরা পথের নুড়ি...
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন সময় হয়েছে ব্যক্তি কেন্দ্রিক সমস্যার পাশাপাশি সামগ্রিক সমস্যার দিকে চোখ দেয়া। শুধু বাছাই করা সমস্যার দিকে নজর দিলে সাম গ্রিক সমস্যা পিছনে পড়ে থাকবে। এদেশের খেটে খাওয়া, দিন মজুর মানুষের সমস্যাগুলো সবার সামনে তুলে ধরতে হবে। যদি সেই পদ্মার চরেও একটি মেয়ে ধর্ষণের শিকার হয় তাহলে তাকে সামনে নিয়ে আসতে হবে। তাকে বিচার পাওয়ার কথা বলতে হবে।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলোর জন্য ব্লগে হাজার হাজার শব্দ ব্যয় করছি। দেশটা ঠিক থাকলে আজকে এডিটিং আর সস্তা প্রতিবাদ করতে হত না। আইনই তেনার উপর হামলাকারীকে হামলা করতে দিত না...
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে অনেক কিছু লাগাম নেই। প্রশ্নের লাগাম নেই। পুলিশি হয়রানির লাগাম নেই। রাজনৈতিক লেজুড়বৃত্তিরর লাগাম নেই।
লেখকদের দায়িত্ব হলো সমস্যা তুলে ধরা, বাস্তবায়নের দায়িত্ব সরকারের। সরকার আন্তরিক না হলে কোন কিছু সম্ভব নয়। আপনি আরো লিখতে থাকুন। অত্যন্ত মানুষ কিছুটা হলেও জানতে পারবে।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ এক সময় বাংগালীদের জন্য প্রগ্রেসিভ রাজনৈতিক দল ছিলো, কিন্তু শেখ সাহেবকে হত্যা করার পর, বিএনপি যে কার্ড খেলেছে, আওয়ামী লীগ সেই খেলায় যোগ দিয়ে নীচে নেমে এসেছে; এখন লীগ মজা পেয়ে গেছে, সহজে রাজনীতিতে ফেরত যাবে না।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৪৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাজনৈতিক দলগুলোর আচরণে মানুষ ভদ্র হয়ে গেছে, বলতে পারেন মানুষ কে ভদ্র করে রাখা হচ্ছে। মানুষের ভদ্র হওয়া ছাড়া দ্বিতীয় কোন উপায় নেই।
মুদ্রার এপিঠ ওপিঠ সমান অর্থ বহন করে।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৩৬
আবু তালেব শেখ বলেছেন: যে আহ্বান আপনি করেছেন তা পালন করার মত অবস্হানে জনগন নেই। বর্তমান পেক্ষাপটে দাবীগুলো তুললে হইতো সরকার বিরোধীর খেতাব জুটতে পারে কপালে
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ ট্যাগ করা খুব সহজ হয়ে গেছে। এজন্য অনেকে কথা বলা ছেড়ে দিয়েছে।
আপনি আবার ব্যানে পড়েছেন?
১০| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:৫৪
আবু তালেব শেখ বলেছেন: না ভাই সেফ আছি। বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি তাই ব্লগে লেখালেখির সময় পায় না
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ও আচ্ছা। আপনার প্রতি শুভ কামনা থাকল। হ্যাপি ব্লগিং।
১১| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৫
হংস বলাকা বলেছেন: যুক্তিযুক্ত
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।।
১২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: ছোটলোকের ছেলে যদি জমিদারি পায়,
কানের আগায় কলম গুঁজে বাঈজি নাচায়।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছাল নাই কুত্তার বাঘা হাল
১৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন। প্রতিটি অন্যায় অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তবেই শান্তি সম্ভব।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবাই মিলেই সমাজ। সমাজের প্রতিটি সমস্যাকে সামনে তুলে আনতে হবে।
১৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৩
নতুন বলেছেন: জাতীয় ভন্ডামী না ছাড়লে দেশের উন্নয়ন হবেনা।
দেশে সবাই ধম`ভীরু...দেশপ্রেমিক... কিন্তু দেশ আবার দূনিতিতে সেরা।
সবাই যদি নিজের স্হান থেকে ঠিক কাজটি করে তবে অপরাধ করে পার পাবে না কেউ...তখন অপরাধ করার আগে সবাই দশবার ভাববে... অপরাধ কমে যাবে।
সাহাবাগে দূনিতির বিরুদ্ধে সবার আসা দরকার। সবার উচিত নিজের দেখা দূনিতিকে দেশের সবার সামনে তুলে ধরা... তখন সরকার অবশ্যই বাধ্য হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে ভদ্রবেশী ভালো মানুষের এবং ধর্ম পালনকারীর সংখ্যা বাড়ছে। আবার দেশে পাল্লা দিয়ে অপরাধ সংগঠিত হচ্ছে। অপর দিকে সাধারণ মানুষের জীবন ধারণ করা খুব কষ্টকর হচ্ছে। এর আশু সমাধান দরকার।
১৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৭
ওমেরা বলেছেন: কখা সত্য অলস মস্তিস্ক শয়তানের আড্ডা খানা। ব্যস্ত থাকলে অনেক খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকবে ।ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১৬
সৈয়দ ইসলাম বলেছেন:
একেবারে সঠিক কথাগুলোই বলছেন। কিন্তু আমাদের ক্ষমতাসীন দল নিজেরাই এগুলোতে লিপ্ত।
আর তাই বলবো, যদি ক্ষমতাসীন সরকার তাদের নিজেদের মধ্যকার দোষীদের শাস্তি কার্যকর করে তবে বাহিরের অপরাধীরা অপরাধ ঘটাতে যথেষ্ট ভয় পাবে।
উদাহরণের লেজ ধরে টানতে গেলে যেটা বলতে হয়, কোন এলাকার প্রতিনিধি যদি তার নিজ পরিবারে অবস্থানকারী অপরাধীকে কঠিন শাস্তি দেয় তাহলে এলাকার মানুষ তার সততায় মুগ্ধ হয়ে অপকর্ম থেকে দূরে থাকবে, আর অপরাধীরা অপরাধ করার সাহস পাবে না।
ধন্যবাদ।