![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব
রাজধানীর বুকে সন্ধ্যা নেমে এসেছে, সাঁঝের আলোতে মাখিয়ে যাচ্ছে সারা শহরের বুক।
জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের কপালের ভাঁজ, নিয়ন আলোতে স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে।
প্রতিতি ভাঁজ যেন এক একটি ইতিহাস, সে ইতিহাসের সাক্ষী হতে নিশি কন্যারা
ঠোটে গাঢ় লিপিস্টিকে প্রলেপ দিয়ে, খদ্দের আশায় লাইন ধরে বসে আছে।
এ যেন প্রাগৈতাহাসিক যুগের নতুন গল্প ।
শহরে সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে গাড়ির হর্ণ আর মানুষের শোরগোল।
প্রতিটি মানুষ কেমন জানি স্বার্থপর, যে যার মত ছুটে চলছে গন্তব্যে।
এ ছুটে চলা মানে শিকারীর ভয়ে গহীন অরণ্যে চলে যাওয়া।
কিংবা কাল বৈশাখী ঝড়ে নৌকার তীরে ফিরে আসা।
এ যেন আদিম যুগের নব্য ম্যারাথন।
ঢাকাতে আজ রিমঝিম বৃষ্টি হবে, কবিরা লিখে ফেলবেন নতুন সব কবিতা।
সে কবিতায় লিখা থাকবে প্রেমের জয়গান, উদাসিনীর পাগল করা মিষ্টি
চোখের চাউনি। কিন্তু উঠে আসবেনা অনাহারী মানুষের দু:খ মালা।
কিংবা ঠাই পাবে না সড়কে শুয়ে থাকা অভুক্ত শিশুদের ক্রন্দন
এ যেন আদি মানুষের অসভ্য খেলা।
এই শহরে প্রতিদিন সন্ধ্যা নামে, কিন্তু বালিকাদের নেই ঘরে ফেরার তাড়া।
পাখিরা ফিরেনা নীড়ে, জিজিঁর ডাক আসেনা কানে। কিংবা পাড়াপাড়ের
অপেক্ষায় খেয়াঘাটে বসে থাকেনা কেহ। রোদে শুকায় না মায়ের
শাড়িল আচল, কেউ জিঙ্গেস করেনা "বালক তুমি কেমন আছো?"
আমি আর এই শহরে থাকবোনা।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: "বাকীটুকু শহরবাসীর হাতে"- প্যারিসে রাতে যারা ঘুমাতে যায় তারা একটি সুন্দর স্বপ্ন দেখে ঘুমাতে যায়। কিন্তু ঢাকা শহরে যারা ঘুমাতে যায় তার অধিকাংশ বাড়িওয়ালার টেনশন নিয়ে ঘুমান। কেউ ঘুমানোর আগে বালিশ ভিজান।।
২| ৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৪:১৭
কালীদাস বলেছেন: সিম্পল। কিন্তু খারাপ লাগেনি
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার মতামতে অনুপ্রেরণা জোগাবে।
৩| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪১
আকিব হাসান জাভেদ বলেছেন: রাস্তার পড়ে থাকা অসহায় মানুষগুলোর দিকে আমরা শুধু অসহায় ভাবে তাকিয়ে থাকতে পারি । সহানূভুতি বা কিছু দায়িত্ব নিয়ে হাত বাড়ানোর সাহসটা আমাদের এখনো জন্মায় নি। তাই অনাহারীর মুখে ক্ষুদার দৃশ্য সব সময় চোখে পড়ে । এরা আপনার আমার সাহায্য ছাড়াই জিবন যুদ্ধ করছে। আমরা সেই যুদ্ধের দর্শক হয়ে তালি দিচ্ছি।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ বেঁচে থাকে। হয়ত বেঁচে থাকতে হবে এই চিন্তা ধারায় তারা বেঁচে থাকে। মানুষের মাঝে অনেক কষ্ট থাকে। এই কষ্ট কে বুকে নিয়ে বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের কে পথ চলতে সাহায্য করে, হয়ত সামনের দিনে আরো ভালো কিছু ঘটবে। অবস্হাশীল মানুষরা যদি তাদের প্রতি একটু সাহায্য, একটু সহানুভূতি দেখায় তাহলে তাদের বেঁচে থাকা সহজ হয় বা হবে।
৪| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যঁ,শহরকে আপনি যেভাবে দেখেন।তবে আমাদের অার্তের প্রতি একটু মানবিক হতে হবে।
শুভেচ্ছা অনন্ত।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমরা যদি সবাই মানবিক হই তাহলে শহরের বুকে শান্তির সু-বাতাস প্রবাহিত হবে।
ধন্যবাদ।।
৫| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দরকার নাই শহরে থাকার, চলে আসুন গ্রামে।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি আবার গ্রামে ফিরে যাব। এই শহরে থাকবো না।
৬| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২১
তারেক_মাহমুদ বলেছেন: পোষ্টটিতে ভাবনার মত অনেক কিছুই আছে, খুব ভাল লেগেছে সাথে চাঁদগাজী ভাইয়ের কমেন্টাও অসাধারণ।
৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে নিজের মধ্যে অনুপ্রেরণা কাজ করছে।
ধন্যবাদ ভাই।
৭| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৭
মনিরা সুলতানা বলেছেন: এ শহর তার করুনা জল ও নিঃশেষ করেছে !
এ শহর এখন শুষ্ক।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি আপা ঠিক বলেছেন।
৮| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
দিবা রুমি বলেছেন: শহরকে নিয়ে খুব ভালই লেখলেন।
ভালো লাগলো।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: "বাংলায় সুকান্ত ফিরে আসুক,
কবিতারা ফিরে পাক সত্যিকারের সন্ধ্যা।"
লেখা ভালো হয়েছে। +
০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ধন্যবাদ।। আগামী দিনে আমরা হয়ত নতুন কোন সুকান্ত পাব।
১০| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪
আহমেদ জী এস বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) ,
এ শহর মরে গেছে কবে ! ভেঙে গেছে পাখিদের নীড় , স্তব্ধ হয়ে গেছে ঝিঁঝিঁদের ডাক - জোনাকীর আলো ! জেগে আছে শুধু মদ্যপ প্রহর - মানুষের অসভ্য খেলা ।
ভালো হয়েছে কবিতা ।
০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চমেৎকার ভাবনা। ধন্যবাদ প্রিয় ভাই।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: "এ যেন প্রাগৈতিহাসিক যুগের নতুন গল্প" - চমৎকার!
এ শহরে প্রতিদিন সন্ধ্যা নামে, ভালবাসাহীন, কামের সন্ধানে!
খুব সুন্দর কবিতা। কবিতায় প্লাস + +
০১ লা মে, ২০১৮ রাত ১২:০৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসার শহর প্যারিসেও সন্ধ্যা নামে, ঢাকায়ও সন্ধ্যা নামে, প্রকৃতি সবাইকে সমানভাবে দেখে; বাকীটুকু শহরবাসীর হাতে, কে কি করতে চায়, কি করতে সমর্থ