নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

বিথীর শুভ বিবাহ।

২১ শে মে, ২০১৮ রাত ৯:২২


এই মাত্র রাতের শেহরী খেয়েছি। ফজরের আজানের এখনো পনের মিনিট বাকী। তাই বসে বসে মোবাইলে আঙুল চালাচ্ছি । কিছুক্ষণ পর মোবাইলের রিংটোন বেজে উঠলো। অপরিচিত নাম্বার। আমি কিছু বলার আগে ওপাশ থেকে হ্যালো বলে উঠলো। মেয়েলি মিহি কন্ঠ। আমিও এপাশ থেক হ্যালো বললাম।
-স্যার ভালো আছেন?
-জি আমি ভালো আছি। আপ্নাকে তো চিনতে পারলাম না?
-স্যার আমি বিথি, আপনার ছাত্রী।

কিছুক্ষণ থ' হয়ে রইলাম। ২০০৯-২০১০ তে অনেক পোলাপান পড়াইছি। বিথী নামের কাউকে চিনতে পারছিনা। কিন্তু সৌজন্যতা রক্ষা করার জন্য বললাম,
-ওহ বিথি, কি অবসস্হা তোমার?
-স্যার ভালো। কিন্তু স্যার আপনি আমাকে না চিনেই চিনার ভাব ধরলেন! আমি বিথি, সাজিদের ফুফাতো বোন। সাজিদগো বাড়িতে বেড়াতে গেলে মা সাজিদের সাথে মাঝেমধ্যে পড়াতে বসাতেন যেন পড়ায় গ্যাপ না খাই। এই বার চিনছেন তো স্যার?
-হ, মনে পড়েছে, তয় কি মনে করে আমাকে ফোন করেছ? আর আর নাম্বারই বা কোথায় পেলে?
-স্যার, সত্যি কথা বলতে কি আমি এখন পরী হয়ে গেছি। ফেবুতে এঞ্জেল নওরিন নামে আমার একটি ফেসবুক আইডি আছে। আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি একসেপ্ট করেন নি। ফেক মনে করে রিজেক্ট করেছেন। তাতে আমি কোন কষ্ট পাইনি। আর নাম্বারের কথা বলেছেন? নাম্বার ফেবু থেকে নেয়া।
-সর‍্যি তোমাকে প্রথমে চিনতে পারি নাই। এখন বলো কি জন্যে ফোন দিয়েছো?
-স্যার সে কথা পরে বলছি, তার আগে বলেন আপনি প্রেম করেছেন?
- কিসের মাঝে কি! তুমি তো ভালো এডভান্স হয়েছো! তোমার কাছে শুরুতেই পারসোনাল কথা বলবো, ভাবলে কিভাবে?
- ঠিক আছে স্যার বলা লাগবেনা, তাহলে বিয়ের কথা নিশ্চয় বলতে দ্বিধা করবেন না। বিয়ে করেছেন কবে?
-না এখনো করেনি। কেন তুমি করবা
- করবো স্যার, তার আগে বলেন, চুল কয়টা কালো আছে?
-চুপ কর বেয়াদব মেয়ে। এখন বলো কি জন্যে ফোন দিয়েছো?
- প্লিজ স্যার উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে পরীরা ভূমিতে পা রাখতে পারেনা। এখন যে কথা বলব সেটির জন্য আপনি প্রস্তুত না। তার পরেও আপনাকে বলছি। আপনার প্রতি আমার খুব বিশ্বাস। আপনি সাজিদ ভাইকে যে কথা বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্যি হতে চলেছে।

সাজিদ কে আমি কি কথা বলেছি এখন তা মনে করতে পারছিনা। সাজিদ ছাত্র হিসেবে ভালো ছিলোনা, অংক দিলে প্যাক্টিস করতো না, সেজন্য মাঝেমধ্যে বকাঝকা করতাম, তাছাড়া সাজিদ কে যখন পড়াই তখন সে দশম শ্রেণিতে পড়ে, এই মেয়েটি সম্ভবত ক্লাস ফোরে। এত দিন আগের কথা মনে না থাকাই স্বাভাবিক।

-আচ্ছা, আমি সাজিদ কে কী বলেছি?
-আপনি বলেছেন, সাজিদ বড় হয়ে ঘর জামাই হবে। অল রেডি সে হয়ে গেছে। সে মেরিনা কে বিয়ে করে তার বাবার দৌড়ানি খেয়ে শ্বশুর বাড়িতে উঠেছে। দেখছেন স্যার তার শ্বশুর কত ভালো মানুষ। রিলেশন করা মেয়ে ও মেয়ের জামাই কে প্রথম অবস্হায় মেনে নিয়েছে।
- এই মেয়ে বাদ দাও তো এসব ফালতু কথা, আজানের সময় হইছে, এখন বলো কিজন্যে ফোন দিয়েছ?
- স্যার সত্যি কথা বলতে কি আমি একটি ছেলের সাথে রিলেশন করি। আমি সে ছেলের সাথে আগামী বুধবার কোর্ট ম্যারেজ করতে যাব, এখন আপনার বলতে হবে, আমার অভিভাবক আমার ও আমার বরের সাথে কেমন আচরণ করবে?
- মেরিনার উল্টোটা ঘটবে, আর সাজিদের মত ভাগ্য তোমার হবু বরের হবেনা, তোমার বাবার দাবড়ানি খাবে নিশ্চিত। সহজে উত্তর দিলাম।
- হয় নাই স্যার। সাজিদ ভাই এখনো বিয়ে করে নাই। সাজিদ ভাইয়ের ঘটনাটি আমি আপনাকে বানিয়ে বলেছি। তবে সাজিদ ভাইয়ের বিয়ে হবে, রিসেন্টলি হবে। পবিত্র রমজান মাসে আমার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। মানে আপনার কথা সত্যি হতে যাচ্ছে। এবার ভাবুন তো স্যার, সাজিদ মাস্টার্স পাশ বেকার ছেলে, বিয়ের পর সে কোথায় উঠবে? আমি ভাবছি, বিয়ের পর তাকে নিয়ে আমার বাপের বাড়িতে উঠবো। আমি বাবার একমাত্র মেয়ে। বর কে নিয়ে আমার বাবার বাড়িতে সুখে থাকতে চাই। এখন আপনার কাছে দোয়া নেওয়ার জন্য ফোন দিয়েছি। দোয়া করবেন না স্যার?

আমি কি বলব ভেবে পাচ্ছিনা। একটি ছেলে আর একটি মেয়ে বিয়ে করতে যাচ্ছে তাদের জন্য দোয়া করা কর্তৃব্য। অপর দিকে তাদের বাবা মা অনেক কষ্ট পাবেন নিশ্চয়। এখন আমি কি বলব? তাদের কে শুভ কামনা জানব? নাকি বলব- তোমাদের অভিভাবক কে কষ্ট দেয়া ঠিক হচ্ছেনা। না আমি কিছুই বলতে পারিনি। আজানের সূর ভেসে আসার সাথে সাথে বললাম, বিথি এখন আজান হচ্ছে, পরে তোমার সাথে কথা বলব। সাথে সাথে লাইনটা কেটে দিলাম।

(লেখার সাথে ছবির মিল নাই)

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ রাত ৯:৩২

বৃষ্টি বিন্দু বলেছেন:
আজকালকার আধুনিক মেয়ে আর আধুনিক ছেলে!
আরো কতকিছু দেখবো আমরা!
সতর্ক হওয়া প্রয়োজন প্রত্যেক অভিভাবকের। সঠিক জ্ঞান প্রয়োজন আমাদের আগামী প্রজন্মের।

২১ শে মে, ২০১৮ রাত ৯:৪২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।।

২| ২১ শে মে, ২০১৮ রাত ১০:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: মাঝে মাঝে এমন ভিন্ন ধর্মী লেখা পড়তে ভালোই লাগে।

২১ শে মে, ২০১৮ রাত ১০:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৩| ২১ শে মে, ২০১৮ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


ঐ মেয়ের বিয়ে না টিকার সম্ভাবনা আছে।

২১ শে মে, ২০১৮ রাত ১০:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার কথা সত্য হওয়ার সম্ভাবনা আছে।

৪| ২১ শে মে, ২০১৮ রাত ১০:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম লাইকটি দিতে পেরে ভালো লাগছে।

২১ শে মে, ২০১৮ রাত ১০:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লাইকের জন্য ধন্যবাদ। তবে আপনার সামনেও অন্য কিছু দেখতে পাচ্ছি।

৫| ২১ শে মে, ২০১৮ রাত ১০:১৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ঘটনা মনে হয় সত্য! =p~

২১ শে মে, ২০১৮ রাত ১০:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভবিষ্যৎে আপনার সাথে মিলে যেতে পারে। (একটু মজা করলাম) :-B

৬| ২১ শে মে, ২০১৮ রাত ১০:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: বাংলা সিনেমার মতো আমার জন্যও কোটিপতি বাবার একমাত্র ললনা অপেক্ষা করতে পারে।
(আমি সেটাই চাই) ঘর জামাই হয়ে থাকবো আর আয়েশ করবো। B-)

২২ শে মে, ২০১৮ সকাল ৯:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাকুরীর বাজারের যা অবস্হা তাতে আজকাল ঘর জামাই হতে পারা সৌভাগ্যের ব্যাপার। এই ভাগ্য সবার জোটেনা। আপনি চেষ্টা করে দেখতে পারেন।
শুভ কামনা থাকল।

৭| ২১ শে মে, ২০১৮ রাত ১১:৪০

কাইকর বলেছেন: ভাল লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে

২২ শে মে, ২০১৮ সকাল ৯:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্য্যবাদ।

৮| ২২ শে মে, ২০১৮ রাত ১২:৩৮

অর্থনীতিবিদ বলেছেন: সাজিদ আর বিথির বিবাহ। বিবাহে দোয়া করাই আবশ্যক। আশা করি তারা সুখী হবে।

২২ শে মে, ২০১৮ সকাল ৯:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অবশ্যি দোয়া রইল। তবে পোলাপানের এ ধরণের কাজ না করা উচিৎ এবং অভিভাবকের উচিত হবে সন্তানদের মন মানুষিকতা বুঝা।

৯| ২২ শে মে, ২০১৮ রাত ১:১৫

শামচুল হক বলেছেন: দোয়া করে দেন, অনেক সময় এরকম বিয়েও সুখের হয়।

২২ শে মে, ২০১৮ সকাল ৯:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ভাই দোয়া করে দিলাম। সাজিদের জন্য মায়া হয় শ্বশুর বাড়িতে থাকা লাগবে।

১০| ২২ শে মে, ২০১৮ রাত ১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবং আরেকটা জুয়ার প্রস্তুতি। হার জিত দুইটাই হতে পারে...

২২ শে মে, ২০১৮ সকাল ৯:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আজকাল পোলাপান এডভেঞ্চার পছন্দ করে। সে অর্থে ঠিক আছে। তবে প্রথম অবস্হায় জ্বালা যন্ত্রণা ভোগ করে।

১১| ২২ শে মে, ২০১৮ ভোর ৪:১১

কাওসার চৌধুরী বলেছেন: বিথীর শুভ বিবাহটা শুভ হোক। মেয়েটা একটু বেশি পাকনা, বিয়েটা টিকার সম্ভাবনা কম।

২২ শে মে, ২০১৮ সকাল ৯:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আজকাল মেয়েরা অনেক বেশি এগিয়ে থাকতে চায়। কিছু মেয়ে আছে একটু বেশি দুষ্ট টাইপের। তবে তাদের জন্য কষ্ট অপেক্ষা করছে।

১২| ২২ শে মে, ২০১৮ সকাল ৮:০৫

সুমন কর বলেছেন: হাহাহাহা..........অন্য রকম। ভালো লাগল। +।

২২ শে মে, ২০১৮ সকাল ৯:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ সুমন দা। আপনার মন্তব্য বরাবরের মত অনুপ্রেরণা দায়ক।

১৩| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: আপনাকে তো আমার রোগে ধরেছে।
একজন বলল, ‘মানসম্মত’ গার্লফ্রেন্ড চাই
বরাদ্দ কত লাগবে?
পোলাপান পড়ানো তো ভালো। অব্যহত রাখুন।

২২ শে মে, ২০১৮ সকাল ৯:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হা.... হা..।
পোলাপান পড়ানো চ্যালেঞ্জিং। সব বাবা মায়েদের চাওয়া তার সন্তান প্রথম হউক। তারা পোলাপানের অধ্যাবসায় দেখেনা, টাকা দেখেন। তবে আজকাল পোলাপান শিক্ষক সমন্ধে ভালো ধারণা পোষণ করেন। তারা অনেক কিছু শেয়ার করেন।
আপনি নিশ্চয় আপনার বাচ্ছাকে পড়িয়ে আনন্দ পান।

১৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৯

নীল মনি বলেছেন: এমন মেয়েও আছে বুঝি! আমি তো অবাক হয়ে পড়লাম।মজা পেয়েছি :)

২৬ শে মে, ২০১৮ রাত ১১:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আছে বইনা।
ধন্যবাদ।।

১৫| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভালো লিখেছেন +++


২৬ শে মে, ২০১৮ রাত ১১:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৪৫

ওমেরা বলেছেন: এতো দেখি বিয়ে নিয়ে ছেলে খেলা ।

২৭ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আসলে ঠিক তাই। ধন্যবাদ আপু।

১৭| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:০২

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৭ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপ্নাকেও পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।।

১৮| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: একটু ব্যতিক্রমী লেখা, তবে লেখার স্টাইলটা ভাল লেগেছে। + +
কিছু কিছু মন্তব্য/প্রতিমন্তব্যও ভাল লেগেছে।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:২৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ধন্যবাদ। আপনাদের পাঠ ও মন্তব্যে আমাকে বারবার ব্লগে নিয়ে আসে।

১৯| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ঘরজামাই ব‍্যাপারটি সুখকর নয়।

০১ লা জুন, ২০১৮ রাত ১০:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একজন পুরুষ মানুষের ঘর জামাই থাকা গ্লানিকর।

ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.