নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতি যুগে একদল সত্যের অনুসারী থাকে। আমি সে দলে আছি।

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

সকল মানুষের মধ্যে কিছু কিছু ভুলত্রুটি আছে যা মানুষ নিজে বুঝতে পারে না, সেই ভুলগুলো ধরিয়ে দেয়া এই অধমের দায়িত্ব

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) › বিস্তারিত পোস্টঃ

সত্যের ছায়া\'র ভুচংভাং....এই ভন্ডামি আর কতকাল?

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১০



বিভীষিকাময় পৃথিবী, রক্তারক্তি, খুনাখুনি, ক্ষমতা দখলের লড়াই, আদিম অসভ্যতার নগ্নরুপ বর্তমান পৃথিবীতে নতুন আঙ্গিকে প্রকাশ হচ্ছে। সময়ের সাথে সাথে রাজনৈতিক দল পাল্টায়, অপশাসন আর শোষণ জায়েজ করার জন্য নতুন নতুন জিগির চালু হয়, কখনো ধর্মীয় আবরণে ঢেকে ফেলে সমস্ত পাপবোধ, কেউ হয়ত প্রগতির ঢেউ তুলে চিরন্তন শ্বাশত জীবন চারণকে নিয়ে যেতে চায় আদিম নগ্নতায়। উন্নয়নের জিগির তুলে মানুষের মৌলিক অধিকারকে করা হয় তালাবদ্ধ।

পণ্যের বিজ্ঞাপনে নারীকে করা হয় আরেক পণ্য। ফ্যাশন ডিজানের নামে নারীদের সুডৌল স্তন্য প্রদর্শনে হিড়িক পরে যায়। নারী অধিকার নামক কথিত কর্মীদের চালচলন যেন কীটের কিলবিলের অবিকল নকল। সুশীল নামক আজব প্রাণীদের দালাদলির নমুনা দেখলে মনে হয় তারা যেন কনডম দূর্ঘটনার ফসল। ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক অনুশাসন ভাঙ্গনের হোতারা একেকজন বিদেশী ভাতা প্রাপ্ত এজেন্ট। মিডিয়ার দালালী বেশ্যাপাড়ায় লালিত যৌনকর্মীর শিরদাড়া। প্রত্যেক রাজনৈতিক দলের উগ্র সমর্থক নব্য রাজাকার। এদেশের রাজনৈতিক নেতাদের মুখ থেকে নিঃসৃত বাণী যেন হিজড়াদের দুই হাতের চুটকির প্রতিধ্বনি। ধর্ষণে সিদ্ধহস্ত, যৌন হয়রানিতে সেঞ্চুরি করে অনেক সোনার ছেলে বুক ফুলিয়ে হাটে।

মুফতি, মাওলানার বাড়িতে এইচডি টিভি, সোফাসেট, হাতে দামী স্মার্টফোন, আয়েসি জীবন- ধর্মীয় সিদ্ধিলাভ এখন রুপকথার মতন।

মুক্তিযুদ্ধের চেতনা আর আত্মত্যাগকে পুঁজি করে যারা দেশকে লুটেপুটে খাচ্ছেন তারা মুক্তিযোদ্ধাদের বীরত্ব আর সম্মানকে ছোট করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছেন। অকৃত্রিম বন্ধু, প্রতিবেশী, বন্ধুপ্রতিম, স্বামী-স্ত্রীর মতো- এই সমস্ত বুলি- নিছক ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।

অপরাধীরা প্রতিনিয়ত হত্যার ধরণ পাল্টায়, কিলিং মিশনে নিয়ে আসে নতুনত্ব, শুধু পাল্টায় না আমাদের দেশের ক্রস ফায়ারের গল্প। জানি ক্রস-ফায়ার বন্ধ হবেনা, তবে আমরা চাইলে ক্রস ফায়ারের গল্পটা পরিবর্তন করতে পারি। গল্প যা হউক না কেন মাঝখানে ব্যবচ্ছেদ ঘটবে চিরকালীন স্বাভাবিক সম্পর্কের।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: এ জীবন বেদনার
এ জীবন শোকের

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই জীবন দাসত্বের শৃঙ্খলাভঙ্গের। আমরা একেকজন নব্য দাস।

২| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার;
বর্তমান দেশের অবস্থা এবং
বর্তমান দেশের মানুষদের চরিত্র
অতি সংক্ষেপে উঠিয়া আসিল
আপনার আজকের পোষ্টের লিখায়।
সেখানে ন আ ছিল কোন ভূমিকা বা ভনিতা।
শত অ-ঠিকের মাঝেও ভালো থাকুন, থাকুন প্রানবন্ত;
আন্তরীকভাবে এ কামনা করি।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে ঠিকাদার ভরে গেছে। দালালীর ঠিকাদারদের দৌরাত্ম্যে সাধারণ মানুষদের ত্রাহি ত্রাহি অবস্থা।

শুভকামনা জানবেন।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১

জগতারন বলেছেন:
ন আ = না।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

বলেছেন: প্রতিটি লাইনে লাইনে চরম বাস্তবতা আর হাহাকার মিশে আছে।

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জি ভাই,

ধন্যবাদ

৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

মলাসইলমুইনা বলেছেন: কি যে কঠিন অবাস্তবতা আজ প্রতিদিনের নাগরিক বাস্তবতা হয়ে গেলো দেশে আশ্চর্য ! লেখায় ভালো লাগা ।

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুভ কামনা জানবেন ভাই।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

জাহিদ হাসান বলেছেন: সহমত জানাচ্ছি।

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: বিদ্যমান পরিস্থিতির বাস্তবতা কঠিন কিছু সত্য কথার মাধ্যমে কঠিন সাহস নিয়ে উচ্চারণ করেছেন। এসব ভন্ডামির অবসান হওয়া উচিত দ্রুত, কিন্তু কঠিন পথেই সেগুলোকে আসতে হবে বলে মনে হচ্ছে।

০৭ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.