নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঙালি শিক্ষিত সমাজ

স্বাধীন বাংলা

মেহ্দী হাসান দোহা

স্বাধীন বাংলা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ

১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর আটত্রিশ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য এক এগার দুই হাজার এর পর রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সকল রাজনৈতিক দলীয় সংগঠন গুলো নিবন্ধিত করা হয়। সংবিধানের আটত্রিশ নম্বর অনুচ্ছেদটি হলো, ''সংগঠনের স্বাধীনতা : জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।" রাজনৈতিক দল গুলোর সহযোগী ছাত্র সংগঠন গুলো সরকার কর্তৃক আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে এখনও নিবন্ধন করা হয়নি। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রসমাজ এই তিন ছাত্র সংগঠনকে যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির নিবন্ধনের আওতাভুক্ত গন্য করা হয়। জামায়াত ইসলামী বাংলাদেশ 'র কোন ছাত্র সংগঠন নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোন মন্ত্রনালয়, অধিদপ্তর ও কমিশন দ্বারা নিবন্ধিত সংগঠন নয়। সম্পূর্ন আইন বহির্ভূত ভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যক্রম পরিচালনা করছে। সরকারের উচিত এখনই বেআইনী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষনা করা। মেহ্দী হাসান দোহা [email protected]

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৬

আেলয়া বলেছেন: শিবির নিষিদ্ধ হলে বিশ্ববিদ্যায়গুলোতে ছাত্রী ধর্ষন করা সহজ হবে। তাইনা!

২| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৫

স্বপ্ন কথক ২০৩০ বলেছেন: শিবির নিষিদ্ধ হলে ওদের ভাগবাটোয়ারা করতে খুব সুবিধা হবে.. তাই শিবিরকে নিষিদ্ধ করা উচিত

৩| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৫

কানা আজম বলেছেন: নিষিদ্ধ মাল কিন্তু বেশি চলে। সাবধান!!!!

৪| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৮

আবু বকর িসিদ্দক বলেছেন: শিবির নিষিদ্ব হইলে মাইয়্যাগো উরনা ধইরা টানা টানি করন জাইব.....সেন্চুরি করন যাইব...কি মঝা......তারা তারি.....করেন

৫| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৮

বিকল্প ধারা বলেছেন: Click This Link

৬| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩১

চেনা মানুষ বলেছেন: [img|http://media.somewhereinblog.net/images/thumbs/mritomanush_1294073175_1-29046_118487158174565_111167885573159_174184_2076108_n.jpg
শিবির নিষিদ্ধ হলে ওদের ........ করা সহজ হবে

৭| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩২

চেনা মানুষ বলেছেন:

৮| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩

চেনা মানুষ বলেছেন: শিবির নিষিদ্ধ হলে ওদের ........ করা সহজ হবে

৯| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩

ওবায়েদ বলেছেন: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নয়, কোন দলকেই নিষিদ্ধ করা ঠিক না। বাংলাদেশ স্বাধীন দেশ,এই দেশে বাকশাল টিকবেনা।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪০

মামুণ বলেছেন: ছাগুদের ল্যান্জ্যা দেখা যাচ্ছে ।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪২

স্বাধীন বাংলা বলেছেন: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি রাজনৈতিক দল?

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩২

বিন্দুবৃত্ত বলেছেন: ছাত্র শিবিরের ছেলেদের রাজাকার বলে গালি দেয়া যায় কিন্তু আজ পর্যন্ত কেউ চরিত্রহীন বলে অপবাদ দিতে পারে নি।
আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিৎ।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪০

পৌষ বলেছেন: নিষিদ্ধ করতে চাই, তার মানে বুঝেন কত কিছু করা যাবে কোনো বাধা বিপত্তি ছাড়া!!!!

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪০

েসাহা৬৬৬ বলেছেন: ভাই তুমি কি সেঞ্চুরীয়ান মানিক নাকি ??

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪১

অবসরে একাকী বলেছেন: শিবির নিষিদ্ধ হলে বিশ্ববিদ্যায়গুলোতে ছাত্রী ধর্ষন করা সহজ হবে। তাইনা............

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪২

মো: তৌহিদ বলেছেন: ছাগুতে সামু ভর্তি হর্ডয়া গেছে।

ভাই "বিন্দুবৃত্ত" ভাল বলেছেন "ছাত্র শিবিরের ছেলেদের রাজাকার বলে গালি দেয়া যায় কিন্তু আজ পর্যন্ত কেউ চরিত্রহীন বলে অপবাদ দিতে পারে নি।"

বিষয়টা এইরকম নাকি "সব ছাইড়া দিছি! শুধু মাগিবাজি রইছে"

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৫

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: বাংলাদেশে রাজনীতি করে এমন একটা দলকে যদি দেখাতে বলা হয় তাহলে সেটা জামাত শিবির। আমার এই কথায় হয়ত অনেকে আমাকে অলরেডী রাজাকার বলে ফেলেছেন। আমি নিজেও ওদের পছন্দ করিনা।

কিন্তু এটা সত্য রাজনৈতীক বিচারে ওরাই আসলে রাজনীতি করে বাকী দলগুলো রাজনীতি কি সেটাই বোঝেনা।

ছাত্রশিবিরের ও অনেক কৌশলগত ত্রুটি আছে - কিন্তু ওরা অন্যদের মত উশৃঙ্খল না, যথেষ্ট ভদ্র, রক্ষনশীল। তাই বিভিন্ন বিষয় বিবেচনা করে যদি মার্কিং করা হয় তবে ছাত্রশিবির অন্যদের চেয়ে মার্ক বেশিই পাবে।

আমার কথা হল আসেন আমরা সুস্থ গণতন্ত্র শিখি এবং সেটা চর্চা করি। কাউকে নিষিদ্ধ না করে তার ভুল টা দেখিয়ে দেই।

নিরপেক্ষভাবে বিচার করুন।
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ গালি দেবেন না। আসুন দল আর পেট কে ভালো না বেসে দেশ কে ভালবাসি

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৪

কাঠুরিয়া. বলেছেন:
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল

ভেরি গুড!!

ভাইজান, কেউ আমার এই কথাটার উত্তর দিচ্ছে না, আপনি খুব গভীর ভাবে চিন্তা করে বলেন তো, , "" যুদ্ধাপরাধীদের বিচার শেষ হয়ে গেলে সবচেয়ে বেশী লাভবান হবে কারা???""

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৬

মোঃ সুজন বলেছেন: মো তেীহিদ- তোর আম্মারে এক রাইতের জন্য দিবি? ছাত্রলীগ দিয়া চোদামো, আল্লাহর কসম শিবির দিয়া চুদামো না।

কারণ তুই তো অলরেডী ছাত্রলীগ এর চোদা।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১২

েক আিম বলেছেন: @ কাঠুরিয়া: জামাত শিবির হবে সবচেয়ে লাভবান। কারন তখন তাদের কে ঠেকানোর আর কোন কু কথা থাকবে না। রগ কাটা, মানুষ মারা: সব দল সমান ভাবে করে; আর ছাত্রলীদের তো এই সব আকামের ডাইরেক্ট ছবি ই আছে।

২১| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:১২

আলমগীর ইউসি বলেছেন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উচিত শিবির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিবির করা। এবং তাদের কাছ থেকে দেশপ্রেম শিখা উচিত

২২| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:২১

ইমানুয়েল বলেছেন: haha.. : D

২৩| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:২৭

দেখি তো পারি কিনা..... বলেছেন: লেখকের মতো পাগল গুলো দেখি ইদানিং ব্লগে বেশী মাতলামি করতেছে X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.