![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষীপুরে আজকে পুলিশের গুলিতে যে ছেলেটা মারা গেলো, সে কৃষকদল করতো। নিতান্তই সাধারণ পরিবারের ছেলে। আজকে সকালবেলা ছেলেটা যখন বুকে বারুদ ঠাসা মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে ঘর থেকে বের হয়েছিলো তখনও কি ছাই জানতো তার আর ঘরে ফেরা হবেনা!
দানবের দল যখন রাম দা দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাচ্ছিলো, ঠিক ওই সময়টায়, যখন তাঁর নি:শ্বাস ক্রমশ ক্ষীণ হয়ে আসছিলো, তখনো, আমি নিশ্চিত জানি, তখনো তার চোখ থেকে মুক্তির প্রত্যাশা হারিয়ে যায়নি।
বিপ্লবীরা এমন- ই হয়। নিজের রক্তে ভাসতে ভাসতে তারা দেশের মুক্তির স্বপ্ন দেখে।
বিপ্লবীদের রক্ত কখনো বৃথা যায়না। সে রক্ত কথা বলে। বিপ্লবীর রক্ত আরো অযুত চোখে মুক্তির প্রত্যাশা ছড়িয়ে দিয়ে যায়।
ছবি: গতকাল বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে লক্ষীপুরে হামলা- পুলিশের গুলিতে চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়ন কৃষকদলের সদস্য সজীব বাদল নিহত হওয়ার।
২| ১৯ শে জুলাই, ২০২৩ রাত ৯:২৮
কামাল১৮ বলেছেন: আপনি তাকে বিপ্লবী বলে বিপ্লবী শব্দটার অপমান করেছেন।বিপ্লবী শব্দটা অনেক গভীর বরং তাকে শহীদ বলেন।
৩| ২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:২১
শেরজা তপন বলেছেন: আহারে জীবন কত তুচ্ছ কারনেই না মানুষ এই মহামুল্যবান জীবনটাকে সঁপে দেয় ভুল আদর্শের কাছে, ভুল নেতৃত্বের কাছে, ভুল সময় ও ভুল ভাবনার কাছে।
মুল্যহীন এসব মৃত্যু- একবার জীবন না দিয়ে হলেও দু চারখান কোপ খেয়ে দেখেন মৃত্যু ভয় আর ভয়ঙ্কর যন্ত্রনায় কিসের কথা মনে হয়; বিপ্লব না কোনমতে বেঁচে থাকার?
এসব ছেলে ভোলানো ফালতু ডায়লগ দিয়েন না। এসব কোন বিপ্লব-টিপ্লব না।
ভোট আসবে ভোট যাবে
আপনার প্রান গেলে আর ফরে আসবে না
বাবু কিন্তু ঠিকই সুখে থাকবে
আপনার জীবন দেবার আহ্বান আসবে, জাতীয়তাবাদের ভুত মাথায় চাপিয়ে দেশ নামে মা জননীকে উদ্ধারের জন্য যখন বাবুদের পিঠ দেয়ালে ঠেকে যাবে।
৪| ২০ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: বিপ্লবীরা সারা জীবন শুধু মার খেয়েই গেলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
কিরকুট বলেছেন: আপনার শরীর থেকে জামাত শিবিরের গন্ধ পাওয়া যায় । আপনি হলেন আড়ালে থাকা জামাতি প্রপাগন্ডা চালানোর একজন ! যে বিএনপির ছত্রছায়ায় বেড়ে উঠছে ।
কোন এক কালের মতোই এখনো আওমিলীগ জামাত শিবির এর প্রপাগন্ডা সন্ত্রাসী দ্বারা আক্রনাত ।
আপনি অবশ্য যুক্তি দেবেন কোন কালে আপনি আওমিলীগ করেছিলেন । দেশ ও জাতি উল্টায়ে ফেলেছিলেন । আপনাকে একটা গোপন কথা বলি
জামাতি আর শিবিরের পোলাপাইনের নিতী হলো যখন সুবিধা করতে পারে না এরা দুই ভাগে ভাগ হয়ে যায় এক দল যায় জিয়ের পক্ষে আর এক দল মুজিবের পক্ষে । সময় মতো তারা তাদের ছাগ চর্ম প্রকাশ করে ।