নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

লুটপাট তন্ত্রের নয়া স্কীম, সর্বজনীন পেনশন স্কিম

১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১



ভিডিও লিংক.

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৩

কামাল১৮ বলেছেন: বিএনপির কথার প্রতিধ্বনি।

১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৩৪

তানভির জুমার বলেছেন: কথা সত্য হলে বিএনপির কথার প্রতিধ্বনি হলে সমস্যা কোথায়?

২| ১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:১৩

কিরকুট বলেছেন: আপনি ব্লগিং ছেড়ে ফেইসবুকিং করুন। ব্লগে এলে কিছু লেখা শুনা জানতে হয়। বিএনপি বিএনপি করে তো গলা শুকিয়ে ফেলেছেন। তো বিএনপি কোনছা দুধে ধোয়া। চালুনি বলে সুই রে তো পাছায় ছ্যাদা। এই ফেরব্বাবাজি ছেড়ে নিজের কাজে মন দিন। অবশ্য আপনার নামের সাথে আপনার দলের কাজের বেশ মিল আছে। চামার।

১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:৩২

তানভির জুমার বলেছেন: আপনি যে চামার সেটি কি আমি বলবো? আপনি যে সব অখাদ্য লিখেন সেটাতো দেখি।

৩| ১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৪৭

অক্পটে বলেছেন: তানভির জুমার দারুণ পোস্ট দিয়েছেন। সময়ের সেরা এবং গণমানুষরে মননে এই বক্ত্যব্যই এখন বিরাজমান।

৪| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: ব্যাখ্যা না করলে হবে?

১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১৫

তানভির জুমার বলেছেন: ছোট একটা ব্যাখ্যা হল: ২০০০ টাকা দিয়ে আপনি এই মুহূর্তে (১৫ টাকা দামের ভিত্তিতে) ডিম কিনতে পারবেন ১৩৩টা। আর ডিম না কিনে যদি এই ২০০০ টাকা পেনশন স্কিমে (বেসরকারি চাকরিজীবির ক্ষেত্রে) জমা রাখেন, তাহলে ১০ বছর পর আপনি ফেরত পাবেন ৩০৬০ টাকা।
কিন্তু মূল্যস্ফীতির কারণে ১০ বছর পরে ডিমের দাম ১৫ টাকা থাকবে না। মূল্যস্ফীতি যদি ১০% হিসেবে স্থির থাকে, তাহলেও ১০ বছর পর একটা ডিমের দাম হবে ৩৯ টাকা। এই হিসেবে ঐ ৩০৬০ টাকা দিয়ে তখন আপনি ডিম কিনতে পারবেন মাত্র ৭৮টা। গোটা গোটা ৫৫টা ডিম লস।
মানে যেটা বলতে চাচ্ছি, ব্যাংকে ডিম রাখার কোনো স্ক্যাম, স্যরি, আই মীন, স্কিম নাই? (কপি)

৫| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: আপনি ভুলের মধ্যে আছেন।

৬| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:৫১

জ্যাক স্মিথ বলেছেন: দেশে যখন প্রথম ইন্টারনেট/ টেলিভিশন এসেছিল তখনও আপনার মত অনেকেই এর বিরোধীতা করেছিলো।

১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১৪

তানভির জুমার বলেছেন: আমি বিরোধীতা করলাম কোথায়? ভিডিওটা দেখেছেন? পেনশন স্কিম খুবই ভালো উদ্যেগ। সারা পৃথীবিজুড়ে অনেক দেশেই আছে। তবে আমাদের দেশের পেনশন স্কিমের নীতিমালা আপনি পড়েছেন? মূল্যস্ফীতির কোন কথা আছে নীতিমালায়? গত বছরের একশো টাকা এখন যে ৮৯ টাকা এটার হিসাব বুঝেন? গরীব-বড় লোকের প্রিমিয়ামের এবং রিটার্ন এর বিস্তারিত কিছু আছে এখানে?

৭| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৬

আমি নই বলেছেন: আমার পরিবারে ৩ জন সরকারী চাকুরীজীবির ৩ জনই গত ১ দশকের মাঝে রিটায়ার করেছেন। ৩ জনের একজনও ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করা এবং মিস্টি খাওয়ার (!!!) টাকা না দিয়ে পেনশন তুলতে পারে নাই।

আমি এই পেনশন স্কিমের কথা বলায় যাষ্ট জিজ্ঞাসা করেছে টাকা তোলার সময় হলে হয়রানি এবং মিস্টি ছারা ঠিকমত দেবেতো?

৮| ১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: যেহেতু এটা বাংলাদেশ তাই সবকিছু স্মুথলি হবে এটাও আশা করি ঠিক হবে না। শুরুতে অনেক দূর্ণীতি হবে, গ্রাকদের অনেক ঝামেলা পোহাতে হবে, তবে সময়ের সাথে সাথে ওগুলো দূর হয়ে যাবে, পেনশন ভাতা অনেক ভালো একটা উদ্যোগ।

৯| ১৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারের কোন ভালো কাজও আপনার কাছে ভালো লাগে না।

১০| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কপিপেস্ট হলেও ৪ নাম্বার মন্তব্যের প্রত্যুত্তরটা যৌক্তিক। আবার সর্বজনীন পেনশন স্কিমটা কিন্তু উদ্যোগ হিসেবে ভালো। তুলনামূলক গুণাগুণ নিয়ে পোস্ট দিলে লেখাটা অগ্রহণযোগ্যতা পেতে পারত। এখন মনে হচ্ছে বিএনপির মতো শুধু একতরফা অভিযোগ করছেন।

১১| ২০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: স্যরি। অগ্রহণযোগ্যতা না হয়ে গ্রহণযোগ্যতা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.