নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলিগের লোকজন কে আমেরিকা স্যাংশান দিয়ে কি কিছু করতে পারবে?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭


একবার ভাবুন তো, বাংলাদেশের দেয়া নিষেধাজ্ঞায় আমেরিকার তাবড়-তাবড় পোশাক ব্রান্ডের পারচেজ ম্যানেজার ভিসা পাচ্ছেনা ।

পরের মাসে আমেরিকানরা তাদের সকল স্টেটের পোশাকের শো-রুম লুট করছে ।

প্রেসিডেন্ট বাইডেন ভিয়েতনাম, ইথোপিয়াসহ নানা পোষাক উৎপাদনকারী দেশের সাহায্য চেয়ে খালি হাতে ফিরছে, বাংলাদেশের শেখ হাসিনার নিষেধাজ্ঞা উপেক্ষা করে কে দিবে পোশাক ?

দ্বিতীয় মাসে আমেরিকার পথে পথে সকল নাগরিকদের গায়ে দেখা যাচ্ছে ছেড়া পোশাক ।

কারও নু নু, কারো হো, কারো দু বার হয়ে থাকা নিয়ে ৭১ আর সময় টিভির নিউজ হচ্ছে ।
উফফ ভাবতেই তো চেতনা উজ্জীবিত হয়ে উঠছে।


কপি...

২ টি খবর ১) আমেরিকা নতুন করে নাম উল্লেখ না করে আবার স্যাংশান দিয়েছে ২) গত ২ বারের মত এবারও অস্র দিয়ে ভোট ডাকাতির নির্বাচন হবে এই জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পর্যবেক্ষক পাঠাবে না।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

কাঁউটাল বলেছেন: কুপা আম্রিকারে !!!!..........কুপা !!!!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আর মাত্র কয়েক মাস। তারপর দেখা যাবে কি হয় না হয়?

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০১

বাউন্ডেলে বলেছেন: আমেরিকানদের এমনিতেই পোষাক পড়তে অনিহা। পাম গাছের পাতাই যথেষ্ট।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: অহেতুক কঠা বলার জন্য বলা মাত্র!

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

বাকপ্রবাস বলেছেন: লীগ পন্থিরা চাচ্ছে অনিয়ম করেই ভোট দেবে, এক অন্যায় কাজ করবে আর আমেরিকা সেখানে বাধা দেবেনা, সেটাই চাচ্ছে। ভোটটা ঠিক মতো দিলেইতো হয়, সেটা না করে অন্যায় কাজ করার লাইসেন্স কেন চাচ্ছে

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:



আপনার যেই ধরণের মাথা, উহা থেকে বেকুবী কথাই বের হয়।

বাইডেনের সাথে আপনার কথা হয় না, শেখ হাসিনার সাথে কথা হয়।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

খাঁজা বাবা বলেছেন: স্বপ্নটা ভালোই ছিল। আওয়ামিলীগ তো আমাদের সিংগাপুর বানিয়েছে, এবার এ ধরণের কিছু করতেই পারে।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: বড়ই ভাবনার বিষয় :(( , আমেরিকা জানেনা বাংগালী জাতি কি জিনিষ!!!!!!!!!!!!!!

সারা দুনিয়ায় মাতবরী করে পার পেয়ে গেলেও, এবার খাইছে ধরা বংগদেশে এসে।
এ যেন সেই কবিতার মত ব্যাপার-
" ঘুঘু দেখেচ তুমি, ফাঁদ দেখনি" ----------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.