নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশে এখন সুযোগ পেলেই ইসলাম ধর্ম আর মুসলমানদের খোঁচানো হয়। খোঁচানো ব্যক্তিদের অনেকে তথাকথিত প্রগতিশীল। পশ্চিম বঙ্গ আর হিন্দী সংস্কৃতিতে তাদের কোন সমস্যা নেই। সমস্যা শুধু ইসলামী বিষয়ে।
এদের দেখে দেখে আমি আগের চেয়ে আরো বেশী ইনশাআল্লাহ আর আলহামদুল্লিলাহ্ বলি। ধর্মচর্চা করি।
এসব আমার ধর্মীয় দায়িত্ব। এসব আমার প্রতিবাদও। ৯০% মুসলমান আজ এই দেশে কোণঠাসা হয়ে আছে।
আসিফ নজরুল।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৯
সোনাগাজী বলেছেন:
এতদিন বলছিলেন, শেখ হাসিনা ভোট দিতে দিচ্ছে না, এবার বলছেন, মানুষ ধর্ম পালন করতে দিচ্ছে না! অভিযোগ করাটাই কি স্বভাব?
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৪০
অহরহ বলেছেন: মরুভূমির বালিতে মাথা গুজে রাখতে চাইলে রাখুন। কেউ আপনাকে কিছু বলবে না। আজন্ম মূর্খ........
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫৬
আলামিন১০৪ বলেছেন: সোনা/অহরহ মুর্খ তো আপনারা!
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:২০
কামাল১৮ বলেছেন: ইসলাম সম্পর্কে সত্যি কথা বলা যদি হয় খোঁচানো তবে কিছু বলার নেই।ইসলামে যা যা আছে সমালোচকরা তাই বলে।তারা নতুন করে কিছু বলে না।
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৪২
আলামিন১০৪ বলেছেন: আরেক অকাট মুর্খ আইছে! সমালোচনা কাহাকে বলে আগে শিখুন, খিস্তি খেওর আর চটি রচনাকে সমালোচনা বলে না।
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৭
ধুলো মেঘ বলেছেন: কামাল১৮, ইসলাম সম্পর্কে একটা সত্যি কথা বলে দেখুন তো খোঁচা খাই কিনা! তবে রাসূলের (স) বিবাহ এবং দাসী সম্ভোগ ছাড়া। এই টপিক গুলো পুরনো হয়ে গেছে।
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০২
ইএম সেলিম আহমেদ বলেছেন: ইসলাম নিয়ে এদের এতো চুলকানি কেন বুঝি না। এই সোনা কে ব্যান করার দাবি জানাচ্ছি। প্রত্যেক টা পোস্টে পড়ে পড়ে ব্যক্তিগত আক্রমন করা এই সোনাগাজীর(বিবর্তীত চাঁদগাজী) স্বভাব হয়ে দাড়িয়েছে। এই সোনার বিরুদ্ধে রিপোর্ট করুন সবাই।
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
রাজীব নুর বলেছেন: আজ ধার্মিকেরা কোণঠাসা হয়ে পোরেছে। আফসোশ।
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: আসিফ নজরুল কবে থেকে এত ধার্মিক! এ তো সুবিধাবাদী। আরেকজন আছে পিনাকী ভট্টাচার্য।
১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৯
ঢাবিয়ান বলেছেন: ইসলাম বিদ্বেশী ফাজিলের দলের দেখা কেবল এই ব্লগেই মেলে। বিধর্মী বাদরগুলো স্বদেশি ভাদাদের প্রশ্রয়ে এখানে নাচানাচি করে।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি কোন কথা দেয়ার আগে ইনশাআল্লাহ বলিলে
কোন কিছু পাইবার পর আলহামদুলিল্লাহ বলিলে
যদি তোমার খারাপ লাগে হে অধম!
তবে শোনে রেখো ওহে সুশীল
তুমি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছো।
মনে রেখো প্রগতিশীলতা কোন অবস্থাতেই
অন্যের স্বাধীনতা হরন করা হতে পারেনা।
আমার স্বাধীনতা লুণ্ঠন করে,
কোন সে প্রগতিশীলতার গীত গাহ হে তথাকথিত প্রগতিশীল!