নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দেশের প্রধানমন্ত্রী তার পিয়নের ৪০০ কোটি টাকা অবৈধ অর্জনকে এতো তুচ্ছ আর ফানি ভাবে বর্ণনা করতে পারে আমি ভাবতে পারছিনা। এমন ভাব যেনো কিছুই হয়নি। পিয়নের দূর্নীতির জন্য কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে জাস্ট চাকুরী থেকে সরিয়ে দিয়েছেন! প্রশ্নফাঁস নিয়েও এই ভদ্রমহিলা একইরকম কথা বলেছিলো। এমন ভাবে এটাকে উপস্থাপন করেছিলো যেনো কিছুই হয়নি।
আসলে প্রশ্নহীনভাবে কেউ যখন দিনের পর দিন গদি দখল করে থাকতে পারে তখন এরকম অনেক কিছুই শুনতে হবে,দেখতে হবে। এই দেশের কথিত বুদ্ধিজীবি সমাজের কলম অনেক আগেই বিক্রি হয়ে গেছে। নয়তো এই ভদ্রমহিলার একের পর এক দূর্নীতি বান্ধব বক্তব্যের জন্য কলম চলতো, ভয়ংকর ভাবে কলম চলতো৷ আমি লিটারেলি স্পিচলেস৷
১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫০
তানভির জুমার বলেছেন: টাকার অংকে ৪০০ কোটি কত বিশাল সেটা বোঝানোর জন্য বলছি-
চীন বাংলাদেশকে ১ বিলিয়ন ইউয়ান মানে ১৬০০ কোটি টাকা দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
মানে সুদূর চীন দেশে যাওয়ার চেয়ে উনার অফিসের চারটা পিয়নকে ধরলে এই টাকা পাওয়া যেত।
২| ১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
কামাল১৮ বলেছেন: শেখ হাসিনা বাস্তবতাকে তুলে ধরেছেন।দেখার দায়িত্ব দুদুকের।এদেশে অনেকে বাস্তবতাকেই শিকার করে না।দিনকে রাত বলে।যেমন সংসদে দাড়িয়ে বলে,শেখ হাসিনা বেগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল।
১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৮
তানভির জুমার বলেছেন: দুদক যদি সবই দেখে। সরকার কি বা---- টা ফালাবে।
৩| ১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২১
মিরোরডডল বলেছেন:
প্রধানমন্ত্রীর এই স্টেটমেন্ট দেখে আমি অবাক হলাম।
কি করে বলছে, আজ জানতে পেরেছি তাই ধরেছি!!!
৪০০ কোটি টাকাতো একদিনে বানায়নি, বহু বছরের ফল।
শুরুতেই কেনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি???
এমন কঠোর ব্যবস্থা যেটা দেখে অন্যরাও অবৈধ ইনকাম করতে দুইবার ভাববে।
কি চরম অরাজকতা!!!
১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫০
তানভির জুমার বলেছেন: টাকার অংকে ৪০০ কোটি কত বিশাল সেটা বোঝানোর জন্য বলছি-
চীন বাংলাদেশকে ১ বিলিয়ন ইউয়ান মানে ১৬০০ কোটি টাকা দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।
মানে সুদূর চীন দেশে যাওয়ার চেয়ে উনার অফিসের চারটা পিয়নকে ধরলে এই টাকা পাওয়া যেত।
৪| ১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
কাঁউটাল বলেছেন: ব্লগার কামাল১৮ শেখ হাসিনার পিয়ন ছিল।
১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫১
তানভির জুমার বলেছেন: এরা অন্ধ আওয়ামীলিগার।
৫| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৬
ঢাবিয়ান বলেছেন: দুর্নীতি এই দেশে আগেও ছিল, কিন্ত তা ছিল কোটি কোটি টাকার দুর্নীতি । এই সরকারের আমলে এসে তা হয়েছে শত / হাজার কোটি টাকা!!
১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫৪
তানভির জুমার বলেছেন: প্রধানমন্ত্রী আর ইডিয়েট মন্ত্রীরা যখন বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তখন আপনাদের হাসি পায় না?
৬| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:২৫
জ্যাক স্মিথ বলেছেন: প্রধানমন্ত্রীর বাসার পিয়ন মাত্র ৪০০ কোটি টাকা আমি তো ভাবছিলাম ৪ হাজার কোটি টাকা।
ডিসি অফিসের একজন ঝাড়ুদারও এখন ২/৩ শত কোটি টাকার মালিক।
১৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:৫১
তানভির জুমার বলেছেন: ৪ হাজার কোটি টাকাও হতে পারে।
৭| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:২৯
অধীতি বলেছেন: প্রধানমন্ত্রী আগে সংবাদ সম্মেলন বেশ ভালভাবেই সামলাতেন। কথাবার্তার সুক্ষ্ম পয়েন্ট ছিল। আজকে একদম অনিয়ন্ত্রিত ছিল। বেসামাল অবস্থা আগে কখনো দেখিনি।
১৫ ই জুলাই, ২০২৪ রাত ১২:৫০
তানভির জুমার বলেছেন: স্বৈরাচার পতনের দিনলিপি বলতে পারেন। গতকাল এরশাদের মৃত্যুদিন ছিলো, কেহ মনেই রাখে নাই!
৮| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৯
আহলান বলেছেন: কিএকটাবস্থা .. !
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
নতুন বলেছেন: দেশে তো আর জনগনের কাছে জবাবদিহী করতে হয় না।
দেশের জনগন সচেতন না, শিক্ষিত না। তাদের মেনুপুলেট করা সহজ। জনগনের কাছে কোন নেতাই জবাবদিহি করেনা।
যদি দেশে এমন কথার জন্য জনগন ভোট না দিতো তবে প্রতিটা লাইন বলার আগে আরেকবার পড়ে নিতো।