নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১০-১৩ তুই রাজাকার। ২০২৪ আমিই রাজাকার। আমিই রাজাকার।
শেখ হাসিনা প্রকারান্তরে সারা দেশের মানুষকেই রাজাকার বা রাজাকারের নাতিপুতি বললেন। আড়াই লাখের মতো সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা ছিলো, এ বাদে সবাই যেন রাজাকার, যেন আওয়ামীলীগ ছাড়া এ দেশের সবাই ছিলো স্বাধীনতা বিরোধী!!! এর ফলে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কি ধরনের স্লোগান উঠেছে!
যার ইশারায় দেশের প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে বিমানে তুলে দেশ ছাড়তে বাধ্য করা হয়, যার নির্দেশে দেশের জুডিশিয়ারি দিন'কে রাত আর রাত'কে দিন করে। তিনি যখন বলেন "আদালতের রায় মেনে নিতে হবে" — তখন ক্রনিক কষা পায়খানাও লজ্জায়, লুজমোশনে পরিণত হয়ে যায়। পায়খানাও লজ্জা পায়।
ছবি: প্রধানমন্ত্রীর ৪০০ কোটি টাকার মালিক পিয়ন।
১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৪
তানভির জুমার বলেছেন: ২-৩ লক্ষ লোক ছাড়া ১৮ কোটি মানুষের সবাই তো রাজাকার
২| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২০
নতুন বলেছেন: আয়ামীলীগ না করলে তারা যেমন অন্যকে রাজাকার বলতে পারেনা।
তেমনি কোন দেশপ্রেমিক বাংলাদেশী নিজেকে রাজাকার বলতে পারেনা।
তেমনি ভারতকে অপছন্দ করার কারনে পাকিস্তানকে পছন্দ করতে পারেনা।
আমাদের দরকার সহী বাংলাদেশী দালাল। ভারত বা পাকি দালাল না।
৩| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১২
বিদ্রোহী পুরুষ বলেছেন: আমরা যারা এই দেশে অন্যায়ের শিকার চাকরী ক্ষেত্রে, দ্রব্যমূল্যে, সরকারী সেবার ক্ষেত্রে তারা আমরা সবাই রাজাকার।
৪| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৬
বাউন্ডেলে বলেছেন: কোটা বিরোধীদের সকল সরকারী নিয়োগে নিষিদ্ধ করা হোক। আমরা আমাদের বাপ-দাদার অর্জিত সফলতা রাজাকার ছানা-পুনাদের আর দিতে রাজী না।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৭
নতুন বলেছেন: 'তুমি কে আমি কে - রাজাকার রাজাকার'
এই স্লোগান কখনোই দেশপ্রেমিক জনগনের মাথা থেকে আসতে পারেনা।
পাকিপন্হিরা ঘর পুড়ার ভেতরা আলু পোড়াতে ওস্তাদ, সাধারন ছাত্র ছাত্রীরা এই ষড়যন্তে পা না দিলেই ভালো করতো।