নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

সাধারণ শিক্ষার্থীদের উপর ছা*লীগ সন্ত্রাসীদের পরিকল্পিত নৃশংস হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

১৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:২৬

এই ছবিটা দেখার পর এত খারাপ লেগেছে যা ভাষায় প্রকাশ করার মত না। যতটুকু খবর নিয়েছি মেয়েটা ৬০% অন্ধ। তারপরও ছাত্রলীগ হায়েনার দল তার প্রতি বিন্দুমাত্র দয়া দেখায়নি।


দশটি ‘ন্যক্কারজনক’ প্রশ্ন
1. ভূয়া নির্বাচন কি মুক্তিযুদ্ধের চেতনা?
2. অন্য দেশের গোলামী করা কি মুক্তিযুদ্ধের চেতনা?
3. বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার কি মুক্তিযুদ্ধের চেতনা?
4. তালিকা করে ভূয়া মুক্তিযোদ্ধা বানানো কি মুক্তিযুদ্ধের চেতনা?
5. হতদরিদ্রদের দেশে চোর বিলিয়নারের জন্ম দেয়া মুক্তিযুদ্ধের চেতনা?
--------
6. ১৯৭১ সালে তাালিকাভূক্ত একলাখ মুক্তিযোদ্ধা ছিল, তারা ছাড়া বাকী ৭ কোটি ৪৯ লাখ মানুষ কি রাজাকার ছিল?
7. একলাখের নাতিপুতি কোটা পেলে ২০-৩০ হাজার রাজাকারের নাতি-পুতি বঞ্চিত হয়, বাকী ৭ কোটি ৪৮ লাখ মানুষের নাতি-পুতি বঞ্চিত হয়না?
8. এক লাখ মুক্তিযোদ্ধা কোটা পেলে, ৩০ লাখ শহীদ কেন পাবে না, কেনো হলো না তাদের তালিকা?
-------
9. রাজাকারের যে তালিকা প্রত্যাহার করা হলো তাতে কোন দলের রাজাকার সবচেয়ে বেশী ছিল?
10. জিয়া-এরশাদ, খালেদার আমলেও মুক্তিযোদ্ধাদের কোটা ছিল, তারা তাহলে তখন বঞ্চিত হলো কিভাবে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৯

সামরিন হক বলেছেন: দুঃখজনক হলেও সত্যি যে একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও পাকিস্তানি ইয়াহিয়া খানের আদর্শ অনুসরণ করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী।

২| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রশাসনে থাকা ব্যক্তিদের কথা-বার্তা শুনলে মনে হয় দেশটা তাদের বাপ-দাদার সম্পত্তি আর জনগণ অন্য কোন দেশ থেকে শরনার্থী হয়ে এদেশে এসেছে। যা হচ্ছে তা মোটওে ভালো কিছু নয়, এর অমেঘ পরিণতিও ভালো কিছু হবে বলে মনে করি না। বাক-স্বাধীনতা দমিয়ে রাখার প্রচেষ্টা স্বৈরশাসনের অন্যতম প্রধান হাতিয়ার। অর্ধ-শতাব্দী ধরে হাতে-গোণা কিছু মানুষ ঘুরে-ফিরে বার বার ক্ষমতাকে নিজেদের উত্তরাধিকার সূত্রে পাওয়া কোন সম্পত্তির মতোই ব্যবহার করছে। এর শেষ একদিন হবেই, হতেই হবে।

৩| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৮

বাউন্ডেলে বলেছেন: "এতোদিন চাইলো অধিকার, পরিচয় দিলো রাজাকার!"
"যাদের পরিচয় রাজাকার,
তাদের কিসের অধিকার!"

৪| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:১০

অধীতি বলেছেন: পশুর আবার মানবতা?

৫| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:৫০

এক্সম্যান বলেছেন: দয়া, তাও আবার পশুর কাছ থেকে? এই পশুর দল যেদিন রাস্তায় নেমেছে সেদিন শুধু ধংশই দেখেছে দেশ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.