নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। Islamic University of Technology এর শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভিন পুলিশ এবং আওয়ামী লীগের হামলায় খুন হয়েছেন।
২। বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার।
৩। ইমপেরিয়াল কলেজের একজন স্টুডেন্ট কে পুলিশ এবং আওয়ামী লীগের হামলায় খুন হয়েছেন।
৪। নর্দান ইউনিভার্সিটির দু জন কে খুন করা হয়েছে।
১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪১
তানভির জুমার বলেছেন: চারপাশ থেকে যেভাবে নিহতের খবর আসতেছে মনে হয় আজকে ১৫-২০ জন মারা যেতে পারে। খুনি আর হায়েনাদের সাথে কোন আলোচনা হয় না। মাত্র ডেইলী স্টার তাদের ফেইসবুকে উত্তরা-আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন, এই খবর দিল।
২| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৯
করুণাধারা বলেছেন: আলোচনা হতে পারে, যদি প্রকাশ্যে টিভি ক্যামেরা থাকে আলোচনার সময়।রুদ্ধ দ্বার কক্ষে ভয় ভীতি বা প্রলোভনের সুযোগ থাকে। আমার খুব ভয় হচ্ছে।
১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৪
তানভির জুমার বলেছেন: আমার মনে হয় আন্দোলনকারীরা আলোচনায় বসবে না। সরকার এখন গদি হারানোর ভয়ে এইসব কথা বলছে।
৩| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনারা তো তাই চাচ্ছেন। সরকার আলোচনা করে দাবী না মানুক। আর ছাত্র গুলোর সাথে সরকারের যুদ্ধ চলুক। কটা লাশ পড়ুক যেন সরকার নামিয়ে দিতে পারেন।
১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫০
তানভির জুমার বলেছেন: আপনাদের নেত্রী ছাত্রদের রাজাকার বললো কোন সাহসে? প্রথম এই দাবী মানলোনা কেন? ১৮ সালে মানার পর আবার পল্টী মারলো কেন? স্বাধীনতার নাম দিয়ে লুটপাট করেছে কেন গত ১৫ বছর যাবত? এই খুনির আর ডাইনি আর স্বৈরাচারের সাথে কিসের আলোচনা?
৪| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৬
তানভির জুমার বলেছেন: উত্তরায় সংঘর্ষে ২ জন নিহত, আহত কয়েক । প্রথম আলো।
৫| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫০
ধুলো মেঘ বলেছেন: সরকারের সাথে আলোচনার সময় পেরিয়ে গেছে। এখন কেবল দাবী মেয়ে নেয়া ছাড়া সরকারের সামনে আর কোন অপশন নেই।
৬| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫১
তানভির জুমার বলেছেন: বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
৭| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫২
করুণাধারা বলেছেন:
আমার খুব কষ্ট হচ্ছে।
জানা থাকলে প্লিজ বলুন কি করে পোস্টকে রিপোস্ট করা যায়।
১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০১
তানভির জুমার বলেছেন: আপনি নিজের ব্লগে ঢুকে যে লেখা রিপোস্ট করতে চাচ্ছেন ঐ লেখা কপি করে আবার নতুন করে পোস্ট করতে পারেন। ব্রেকেটে রিপোস্ট লিখে দিতে পারেন।
৮| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫২
তানভির জুমার বলেছেন: রক্তের বন্যা বইয়ে দিয়েছে যারা, তাদের সাথে কীসের সংলাপ? আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা কী করবে, সেটা তারা ঠিক করবে, তবে লাশের ওপর দিয়ে তারা সংলাপে বসলে, তা হবে ওই লাশগুলোর সাথে বিশ্বাসঘাতকতা!
৯| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৫
তানভির জুমার বলেছেন: একদিকে আলোচনার গুঞ্জন তুলেন ! অন্যদিকে আমাদের ভাইদের গাড়িচাপা দিয়ে, গুলি করে হত্যা করা হচ্ছে । এ কেমন সমাধান ?
১০| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৮
তানভির জুমার বলেছেন: রক্ত মাড়িয়ে সংলাপ নয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
১১| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৪
তানভির জুমার বলেছেন: মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ত্রিমুখী হামলা, নিহত ১ Click This Link
১২| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৬
তানভির জুমার বলেছেন: শহীদের আজকের সংখ্যা:
AIUB: 3, IUB: 5, IUT: 1,
Northern: 3,
East-West: 1, Madaripur: 1
১৩| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০৭
নতুন বলেছেন: আলোচনা করে সমাধানে যেতে হবে।
ছাত্রদের মৃত্যু মেনে নেওয়া যায় না। আর কোন মৃত্যু নয়।
আপনারা উসকানি দিয়ে এই আন্দলোনকে পুজি পরে সরকার পতনের আন্দোলন করাতে যাবেন না।
জামাত/শিবিরের কোন অধিকার নাই এই দেশে রাজনিতি করার। নৈতিক ভাবে সেটা হারিয়েছে তারা।
বিএনপি আছে তার নেত্রী আর তারেখ জিয়া নিয়ে। জনগনের সাথে আবার সম্পর্ক তৌরি করে আন্দোলনে আসতে বলেন তখন জনগন সাথে নিয়ে সরকারের বিরোধী আন্দোলন করে তাদের নামান।
১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:১২
তানভির জুমার বলেছেন: বন্দুকের নলের সাথে ঝাঁঝরা বুকের কোন সংলাপ হয় না।
১৪| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:২৭
নতুন বলেছেন: তো আপনার পরামর্শ কি? প্রতিদিন এইমন ভাবে ছাত্ররা মরতে থাকুক।
তারপরে সরকার পদত্যাগ করলে নিবার্চনে বিএনপি জামাত ক্ষমতায় এতে দেশ লুটপাট করা শুরু করুক?
তারেখ জিয়াকে এনে প্রধানমন্ত্রী বানান আপনারা?
আর এই কাজে বর্তমানের ছাত্রদের আরো জীবন দিতে বলি আমরা??
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৫
করুণাধারা বলেছেন: অবশ্যই, খুনিদের সাথে কোন আলোচনা হয় না। আমার সবচেয়ে ভয় লাগছে এটা ভেবে, এরা আলোচনার নামে ব্ল্যাকমেইল করে এবং তারপর যারা আলোচনা করতে যায় তারা বের হয়ে এসে বাকি আন্দোলনকারীদের জানায় যে, "আলোচনা সফল হয়েছে দাবি মেনে নেওয়া হবে আসলে এসব কিছুই হয় না।" এমন আলোচনার ফলাফল নিয়ে আমার একটা পোস্ট আছে, ২০১৮র কোটা আন্দোলনের পর।