নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. বিকল্প দেখান।
২. সব একই।
৩. এক দল খাইছে ১৭ বছর আর এক দল খাবে ১৭ বছর।
৪. আগেইতো ভালো ছিলো।
৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
৬. আহা! গণভবনে কি লুটপাট চলছে।(অথচ ১১ লক্ষ কোটি লোপাটের ব্যপারে নিশ্চুপ)
৭.এইবার আসছে ভাগ বসাইতে।
৮.আমরা কিছু সীমাবদ্ধতার কারণে আন্দোলনে ছিলাম না।
৯ ছাত্ররা কি রাজনীতি বুঝে, দেশ চালানো এত সহজ না।
আরও কিছু থাকলে জানান….
২| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৩
সোহানী বলেছেন: সবার এতো এতো ভবিষ্যত বাণীতে সয়লাব। সবাই এখন রাজনৈতিক বিশারদ।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২২
মেঠোপথ২৩ বলেছেন: দেশটা এবার আফগানিস্তান হবে
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথার্থ বলেছেন।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১০
রাজীব বলেছেন: শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেননি। ক্ষমতা ত্যাগ করে পালিয়ে গেছেন। ক্ষমতায় এখনো শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি, শেখ হাসিনার মনোনীত সেনাপ্রধান। তাহলে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এসবের জন্য দায়িত্ব কার? দায়ী কে?
ছাত্রদের মনোনীত লোকদের কাছে তো এখনো ক্ষমতা হস্তান্তর হয়নি।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৩
নতুন বলেছেন: তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানানো যাবেনা। এটাও চরম বেয়াদপ এবং প্রমানিত দূনিতিবাজ,
( নিজেস্ব সোর্স থেকেই জানা)
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: তারেক চীরা চুরি ও লুটপাট করেনাই বলতে চাচ্ছেন?