নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেবল রাষ্ট্রের শক্তির বলে হাসিনা দানব হয়নি। তার দানব হয়ে ওঠার পেছনে ভূমিকা ছিল সেক্যুলার-প্রগতিশীলদের কালচারাল হেজেমনির। হাসিনা গেছে। তার বয়ানও মুখ থুবড়ে পড়েছিল সে যাবার আগেই।
.
কিন্তু এই বয়ান আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কারণ এই বয়ানজীবিরা রয়ে গেছে। ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। প্রথম কয়েক বছর ছিল না রাজনীতিতেই।
.
কিন্তু যে বয়ান হাসিনাকে রাক্ষসী বানিয়েছিল, সেই বয়ান কিন্তু এই ২১ ফুলেফেপে উঠেছিল। আওয়ামী জাহিলিয়াতের মাথা ছিল হাসিনা। কিন্তু এর অন্যতম ভিত্তি হল এই হেজেমনিক বয়ান।
.
আর এই বয়ান প্রচার করা জনশত্রুরা আমাদের মধ্যেই আছে এখনো। সতর্ক চোখে পরিস্থিতি দেখছে। সুযোগ খুঁজছে আবারও নানা অজুহাতে ধীরে ধীরে শেকড় গাড়ার।
.
মিডিয়াগুলোতে সতর্ক দৃষ্টি রাখুন।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৬
জ্যাক স্মিথ বলেছেন: আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এই সব সেক্যুলার প্রগতিশীলদের শাক্ত হতে দমন করতে হবে।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৭
দূর মিয়া বলেছেন: শকুন/শকুনির ধরল ঘিরে মোর এই মুমূর্ষু দেহটারে,
খাবে টুকরে টুকরে দেহটারে হায় !!! হায় !!! হায় !!!
বসে আছে মরার অপেক্ষায়
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৪
নতুন নকিব বলেছেন:
গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ধন্যবাদ।
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৯
দি এমপেরর বলেছেন: দ্বিমত করার কারণ নেই।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: হাসিনা তার পরিবার থেকে এই সব শিক্ষা পেয়েছে ছোটকাল থেকেই। আগে এগুলি লুকায়িত ছিল পরে সেটার বহিঃপ্রকাশ ঘটেছে যখন সে ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। হাসিনার আত্মীয় স্বজনের ইতিহাস ঘাঁটলেই বুঝবেন শেখ পরিবার কি জিনিস।
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯
করুণাধারা বলেছেন: ঠিকই বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩০
শ্রাবণধারা বলেছেন: সেকুলার প্রগতিশীলদের বয়ানের বিপরীতে আপনাদের বয়ানটা কি?