নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক আগেই পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে মুখে পলিথিন পেঁচিয়ে মারা হয়! এর সাথে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশ কাটা হয় (পেটের মাংশ)। এরপর ভারী পাথরের সাথে বেঁধে সমুদ্রের তলদেশে ছেড়ে দেওয়া হয়েছিল।
স্বীকারোক্তি ভিডিও লিংক. ঐ সময়ে র্যাব সদর দপ্তরে কর্মরত পুলিশ কর্মকর্তা এসআই মাসুদ রানা।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়িচালক আনসার আলী। রাত ১২টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। তখন গাড়িতে ছিলেন না ইলিয়াস ও তার গাড়িচালক।
বনানী থানার তৎকালীন এসআই সাইদুর রহমান সেসময় সাংবাদিকদের জানিয়েছিলেন, মধ্যরাতে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি মহাখালী সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়ির ভেতরে পাওয়া চালক আনসারের মোবাইল ফোন সূত্রে জানা যায় গাড়িটি ইলিয়াস আলীর।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
তানভির জুমার বলেছেন: ডিজিএফআই নামক আওয়ামী সন্ত্রাসী তাকে হত্যা করেছে শুধুমাত্র বিএনপির বড় নেতা হওয়ার কারণে। অন্য কেউ তাকে হত্যা করেনি। হত্যার স্বীকারোক্তির ভিডিও দিলাম তারপরও অন্ধ হয়ে আছেন। আওয়ামীলিগ চেয়েছিল বিএনপি কে একেবারে শেষ করে দিতে কিন্তু তারাই শেষ হয়ে গেল।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৭
মনামী বলেছেন: যে মানুষ টা ক্যামেরার সামনে স্বজন হারানোর বেদনা নিয়ে নাটক করতো এই তার নৃশংস চেহারা।
কি ভয়াবহ একটা অবস্থা।
এই ভাইকে নিরাপদে রাখা উচিত। অনেক হায়না এখনো ভালো মানুষের বেশে বিদ্যমান। নিজের কুকর্ম ঢাকতে ইনাকে আক্রমণ করতে পারে।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব জঘণ্য কাজ।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: ডিজিএফআই নামক আওয়ামী সন্ত্রাসী তাকে হত্যা করেছে শুধুমাত্র বিএনপির বড় নেতা হওয়ার কারণে। অন্য কেউ তাকে হত্যা করেনি।
-আপনি তো বিশাল বড় রাজনীতিবিদ, ইলিয়াস ছিলো বড় হুন্ডি ব্যবসায়ী, ওকে মারার অর্ডার কে দিয়েছে, তা আপনি বের করতে পারবেন না; সাইফুর ঝমানও নেই। যাক, আপনি আবার হুন্দি ব্যবসা শুরু করিয়েন না।
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪০
মনামী বলেছেন: যে মানুষ টা ক্যামেরার সামনে স্বজন হারানোর বেদনা নিয়ে নাটক করতো এই তার নৃশংস চেহারা।
কি ভয়াবহ একটা অবস্থা।
এই ভাইকে নিরাপদে রাখা উচিত। অনেক হায়না এখনো ভালো মানুষের বেশে বিদ্যমান। নিজের কুকর্ম ঢাকতে ইনাকে আক্রমণ করতে পারে।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, কি বলব । বলার ভাষা নেই।
শুধু বলব - এ জালিমদের বিচার ইহকাল ও পরকাল দু জায়গাতেই যেন যথাযথভাবে হয়।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৫
সোনাগাজী বলেছেন:
যদি মেরে থাকে, ১ সন্ত্রাসীকে আরক সন্ত্রাসী মেরেছে; আওয়ামী লীগ থেকে মেরেছে, নাকি সাইফুর রহমানের হুকুমে মেরেছে? উহা সাইফুর রহমানকে ভয়ানকভাবে অপমান করেছিলো বারবার।