নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায় থাকার সময়ও এই মিথ্যা আর বাজে কথা বলেছে।
হিলারীর সঙ্গে নির্বাচনের সময় প্রায় ৮০% জরিপ ছিল হিলারী জিতবে। প্রায় সব মিডিয়া হিলারীর পক্ষে ছিল কিন্তু শেষে ট্রাম্পই জয়ী হয়। গতবারের নির্বাচনের হার ট্রাম্প কিন্তু এখনও মেনে নেয়নি, এবার তো মানার প্রশ্নই আসে না। গতবার ট্রাম্প ক্যাপিটালহিলে কি করেছিল নিশ্চই মনে আছে।
ট্রাম্প ক্ষমতায় বসার পর ইসরাইল মিডলইস্টে ছোট একটা কেয়ামত নামিয়ে দিবে। ৫-১০ লক্ষ আরবদের হত্যা করবে অনেক জায়গা দখল করবে। ইরান এর সাথে যুদ্ধ করবে সম্ভবনা ৮০%। ইউরোপ কে ট্রাম্প দৌড়ের উপর রাখবে। চায়নার সাথে আমেরিকা অনেকগুলো কারণে কুলাতে পারবে না। সিআইএ, আমেরিকার আদালত, পেন্টাগন ট্রাম্পকে চাপে রাখার চেষ্টা করবে।
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশচিত। ট্রাম্প ক্ষমতায় আসায় আমেরিকাকে সকাল বিকাল গালি দেওয়া আওয়ামীলিগারও এখন আমেরিকাপন্থী। খুনি হাসিনা ডিসেম্বরে ক্ষমতায় আশার স্বপ্ন দেখতেছে, এবং এবার বিরোধীদের কচুকাটা করবে বলতেছে।
০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:০২
তানভির জুমার বলেছেন: খুনি হাসিনা ক্ষমতায় আসতে পারবে না। কারণ দেশের জনগণ পুরোপুরি একে ঘৃনা করে ( ১০% হিন্দু- আওয়ামীলিগার ছাড়া)। স্বৈরশাসকরা জোর করে ফিরে এসে মানুষ হত্যা ছাড়া কিছু করতে পারে না।
২| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০
ঢাবিয়ান বলেছেন: যুক্তরাস্ট্র বাংলাদেশ না যে একজন ব্যক্তির কথায় তাদের কেবিনেট, প্রসাষন এবং সিআইএ চলে। কাজেই আমেরিকা তাই করবে যা তাদের জন্য মঙ্গলজনক। মধ্যপ্রাচ্যে যা এখনও চলছে তাই চলবে , ট্রাম্পের কারনে বহুগুনে বাড়বে না। আর বাংলাদেশ ইস্যূতে ট্রাম্পের টুইটের মুল কারন হচ্ছে আমেরিকান ইন্ডিয়ানদের ভোটার টানা। কিন্ত ক্ষমতায় গিয়ে ইন্ডিয়াকে ঠিকই টাইটেই রাখবে। রাসিয়া ইস্যূতে ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ। আর আমেরিকা কখনই চাইবে না বাংলাদেশ চীনের দিকে ভীরে যাক। জিগ্রাফিকালি বাংলাদেশের অবস্থান খুবই শক্তিশালী। এটা সবাই জানে।
০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৭
তানভির জুমার বলেছেন: গতকাল মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। বি-৫২ সহ অতিরিক্ত সৈন্য সবই জড় করতেছে মধ্যপ্রাচ্যে কেন?
৩| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
শিশির খান ১৪ বলেছেন: আমেরিকার ফরেন পলিসি আগে থেকে ঠিক করা থাকে ট্রাম্প বা মহিলা যেই প্রেসিডেন্ট হোক তাতে খুব একটা পরিবর্তন হবে না। আমার মনে হয় ট্রাম্প হারবে এই মহিলা প্রেসিডেন্ট হবে। মোট ভোটারের ৫১ শতাংশ মহিলা ভোটার তারা ট্রাম্পকে মইরা গেলো ভোট দিনে না।ট্রাম্প তিন বার বিয়া করছে সর্বশেষ এক পর্ন তারকার সাথে লোটোর পটোৰ করতে যায়া ফাইসা গেছে এগুলা মহিলারা ভালো চোখে দেখবে না।
০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৩
তানভির জুমার বলেছেন: নো, গতবার ট্রাম্প ক্ষমতায় গিয়ে ফরেন পলিসি ফলো করে নাই। সে তার মত করে পলিসি সেট করে। যেমন: ইরানের সাথে ৬ জাতীর নিউক্লিয়ার চুক্তি যেটা আমেরিকার অনেক বছরের রক্তপাতহীন চেষ্টার ফসল, সেটা সে ক্ষমতায় গিয়েই সবার বিরুদ্ধে গিয়ে বাতিল করে দেয়।
আবার জেরুজালেমকে আমেরিকাকে দিয়ে ইসরাইল নিজেদের ক্যাপিটাল হিসাবে ঘোষনা করাতে অনেক বছর ধরেই চেষ্টা করে আসছিল। আমেরিকার কোন প্রেসিডেন্টই এটা করেনি (এটা ছিল আন্তর্জাতিক চুক্তি বিরোধী) কিন্তু ট্রাম্প ঠিকই এটা করেছে।
এবার ট্রাম্প আর তার ভক্তরা মইরা গেলেও হার মেনে নিবে না।
৪| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৫
রাজীব বলেছেন: সৈয়দ কুতুব কার কথায় রাস্তায় নেমেছিলেন?
০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৮
তানভির জুমার বলেছেন: প্রতিটি বিবেকবান মানুষ সেদিন রাস্তায় নেমেছিল, খুনি হাসিনা হটাতে।
৫| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
নিমো বলেছেন: সমস্যা নাই, হাসনাত, সারভিস মলম আর পিনাকি ধমক দিলেই ট্টাম্পের প্যান্ট খারাপ হয়ে যাবে। টেনশন নিয়েন না।
০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৭
তানভির জুমার বলেছেন: খুনি হাসিনা ফিরতে পারবে না এটা নিশ্চিত।
৬| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫০
নিমো বলেছেন: হাসিনা ফেরার দরকার নাই, ইউনূস ক্লিনটনের কোলে ফিরতে পারে কিনা দেখেন। শফিক্যা দৌড়ও বাঙালি দেখবে। জয়তু ট্রাম্প।
০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:০০
তানভির জুমার বলেছেন: ইউনুসের কিছু ভুলের কারণে সে পস্তাবে। তবে যে কোন মুহুর্তে- যে কোন প্রয়োজনে খুনি হাসিনার বিরোধী সবাই একজোট থাকবে। অন্য যে কেউ ক্ষমতায় আসুক আমাদের কোন প্রবলেম নেই, তবে কোনঅবস্থাতেই ফ্যাসিস্ট, সন্ত্রাসী দল আওয়ামীলিগ নয়।
৭| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:২১
ডার্ক ম্যান বলেছেন: তারেক জিয়া কেন ফিরতে পারছেন না?
০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
তানভির জুমার বলেছেন: খুব শীঘ্রই তারেক জিয়া ফিরবে মনে হচ্ছে, তবে ফ্যাসিবাদী আর লুটপাট স্টাইলের রাজীনীতি করলে জনগণ তাকেও উৎখাত করতে দ্বিতীয়বার ভাববে না।
৮| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ২:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা ছিল কোটা সংস্কার আণ্দোলনের নামে প্রতারণা।
হত্যা, জ্বালাও পুড়াও এর আন্দোলন।
সাধারণ মানুষ এতে যুক্ত নয়।
খারাপ মানুষ এতে জড়িত।
৯| ০৩ রা নভেম্বর, ২০২৪ ভোর ৫:৩৪
প্রহররাজা বলেছেন: ট্রাম্পকে বাংলাদেশে বসবাসরত মুসলিমরা যমের মতো ভয় করে।
১০| ০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ৭:০০
ঢাবিয়ান বলেছেন: আওয়মীলীগের হাতে আছে জনগনের লুটপাঠ করা অফুরন্ত টাকা। আর তাই লীগ এখন টাকা ছড়িয়ে বেড়াচ্ছে দেদারসে। অনলাইনেসে এই সব ভারাটে এজেন্টরা মানুষজনকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। ট্রাম্প আসলে এই হবে , সেই হবে । আমেরিকায় ট্রাম্প আসুক আর হাতী ঘোরা যাই আসুক তাদের ফরেন পলিসি কখনই চেঞ্জ হয় না। আমেরিকা এই বিশ্বে সুপার পাওয়ার হতে চায়। ভারত কখনই আমেরিকার মিত্র নয়। রাসিয়াকে সহযোগিতা করায় আমেরিকা ভারতের তিনটা প্রতিষ্ঠানকে নিশিদ্ধ করেছে সম্প্রতি।
এখন ট্রাম্প নাকি আমেরিকার ফরেন পলিসির বিরুদ্ধে গিয়ে ভারতের বন্ধু হয়ে বিপ্লবের মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে বাংলাদেশকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসাবে আর ডঃ ইউনুসকে দৌড়ানি দেওয়াবে !! যাই হোক অন্তর্বর্তী সরকারকে কিছু কঠোর ভুমিকা পালন করা দরকার। এই জাতীয় কল্প কাহিনী যারা রটিয়ে বেড়াচ্ছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা প্রয়োজন ।
০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৬
তানভির জুমার বলেছেন: ট্রাম্পের তৃতীয় বিশ্বের দেশ নিয়ে তেমন কোন ভাবনা নেই। ইন্ডিয়ান লভিংয়ের কারণে কিছু দমকি দিবে এতটুকুই। বাংলাদেশে আওয়ামীলিগ ফিরে আসার কোন স্কোপ নেই। এটা টপ-বটম একটি সন্ত্রাসী-লুটপাটকারীদের দল। অনলাইনে বেশীরভাগই আওয়ামী বট বাহিনী যাদের কোন অস্তিত্ব নেই।
১১| ০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৯
আহরণ বলেছেন: ভাইয়া ডোনাল্ড ট্রাম্পকেই দরকার। বেয়াড়া মুসলমানদের দৌড়ের উপর রাখার জন্য তাঁর বিকল্প নেই।
০৩ রা নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮
তানভির জুমার বলেছেন: আমেরিকায় ক্ষমতায় যে ই আসুক মুসলিম কুপানো একই কায়দায় চলবে।
১২| ০৩ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২২
নতুন বলেছেন: ট্রাম্প যদি জামাতকে টাইট দিতে পারে তবে ট্রাম্পই ভালো।
১৩| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ৮:১২
শাহ আজিজ বলেছেন: আমি অপেক্ষায় কে জেতে । কমলা জিতলে আমি খুশি ।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার পথ সুগম হবে। বাংলাদেশের কপালই খারাপ। ভুল পাবলিকের কথায় রাস্তায় নামলাম। এরা তো দেশের সংস্কারের নামে আজাইরা কাম করে বেড়াচ্ছে।।