|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এসিড নিক্ষেপে আহত পুলিশ সদস্য 
 
চট্টগ্রামে পুলিশের ওপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলিতে এ ঘটনা ঘটে। জানা গেছে,  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসকন নিয়ে দেওয়া একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে চট্টগ্রামে ইসকনের সদস্যরা এক দোকানদারকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ওই দোকানদারকে উদ্ধারে গেলে ইসকনের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হন।
 যৌথ বাহিনীর সদস্যরা ওই দোকানদারকে উদ্ধার করার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ওই দোকানদারকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান ইসকনের সদস্যরা। এ সময় তাঁরা বিক্ষোভ করতে থাকেন এবং ইটপাটকেল ছোড়েন। পরে ওসমানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওসমানকে নিয়ে যাওয়ার পর ইসকনের সদস্যরা চড়াও হলে লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে ইটপাটকেল ছোড়েন ইসকনের সদস্যরা। পরে যৌথ বাহিনী ছত্রভঙ্গ করতে গেলে হাজারী গলির ওপর থেকে অ্যাসিড নিক্ষেপ করা হয়।
 ২৪ টি
    	২৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:০৭
০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:০৭
তানভির জুমার বলেছেন: স্বরাস্ট্র উপদেষ্টা কে আমার মোটেও উপযুক্ত মনে হয় না। কার সাজেশনে এরা উপদেষ্টা হয়েছে।
২|  ০৬ ই নভেম্বর, ২০২৪  দুপুর ১:৫০
০৬ ই নভেম্বর, ২০২৪  দুপুর ১:৫০
আমি সাজিদ বলেছেন: দুই পক্ষই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারলে ঠিক হতো। চট্রগ্রামে কখনও ধর্মীয় অশান্তি দেখি নাই জন্মের পরে। আমার দেশের ফেক নিউজ, হিন্দুদের ভয় থেকে আগ্রেসিভ মনোভাব আর আমাদের মধ্যের কিছু উগ্রবাদী মুসলমান ভাইয়েদের উসকানিতেই ঘটনা গুলো ঘটেছে। সাথে মাহমুদুর রহমানরা তো বাতাস দিচ্ছেই আগুনে। 
তবে পুলিশকে মারা যায় আর জ্বালিয়ে পুড়িয়ে ফেলা যায়, এই চর্চা শুরু হয়েছে আগে থেকেই । নতুন কিছু নয়। আগেও নানা লোক ফন্দি করে করেছে। আন্দোলনের সময় লুকিয়ে থাকা হিজুরাও করেছে একই কাজ। একবার হাত উঠলে হাত উঠতেই থাকে। পুলিশ কি তবে মার খেতেই থাকবে ?
  ০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:১০
০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:১০
তানভির জুমার বলেছেন: বাংলাদেশের মুসলমানদের ত শান্তিপ্রিয় আর হয় না। এই অবলা মুসলমানদের পায়ে পাড়া দিয়ে হিন্দুরা দাঙ্গা বাধাতে চাইছে। ইন্ডিয়া আর আওয়ামীলিগের কথায় এরা এইসব মিথ্যাচার আর অপকর্ম চালিয়ে যাচ্ছে।
৩|  ০৬ ই নভেম্বর, ২০২৪  দুপুর ২:১৭
০৬ ই নভেম্বর, ২০২৪  দুপুর ২:১৭
প্রহররাজা বলেছেন: মিথ্যা বলতে লজ্জা করে না? হিন্দুদের উপর তৌহিদি জনতাকে সাথে নিয়ে যৌথ বাহিনী হামলা করতে গেলে ( কয়েকদিন আগে শিল্পকলা একাডেমি তে একইভাবে হামলা হয়) মারামারি তে এই ঘটনা ঘটে। অনেক হিন্দু নিখোজ।
  ০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:১৪
০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:১৪
তানভির জুমার বলেছেন: ওরে শুয়ুর শিল্পকলা একাডেমিতে সে ছিল মুসলমান বাট আওয়ামী দালাল। তাকে শিল্পকলাতে নাটক করতে মানা করা হয়।
৪|  ০৬ ই নভেম্বর, ২০২৪  দুপুর ২:৫৫
০৬ ই নভেম্বর, ২০২৪  দুপুর ২:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা চরম শিখড়ে পৌঁছেগেছে এখনই ব্যবস্থা গ্রহন করতে হবে।
  ০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:০২
০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:০২
তানভির জুমার বলেছেন: এরা এখনো বাংলাদেশী হয়ে উঠতে পারেনি। ইন্ডিয়া আর আওয়ামীলিগকে এরা প্রভু মনে করে। এরা ইচছা করে দাঙ্গা বাধাতে চাইছে।
৫|  ০৬ ই নভেম্বর, ২০২৪  বিকাল ৪:০১
০৬ ই নভেম্বর, ২০২৪  বিকাল ৪:০১
আহরণ বলেছেন: মিথ্যা তথ্য........... @ ভাইয়া। উল্টো সেনাবাহিনী, পুলিশ এবং মোল্লারা হিন্দুদের উপর গুলি করেছে, পিটিয়ে হত্যা করেছে, ঘরবাড়ি লুট করেছে, নারী ধর্ষন করেছে।
  ০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:০০
০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:০০
তানভির জুমার বলেছেন: Click This Link
৬|  ০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:০০
০৬ ই নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:০০
তানভির জুমার বলেছেন: চট্টগ্রামে জুয়েলারির কাজে ব্যবহৃত এসিড দিয়ে যৌথ বাহিনীর ওপর হামলা চালায়’
৭|  ০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ৮:৩৯
০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ৮:৩৯
প্রহররাজা বলেছেন: ভালো করসে, সব ব্যাপারে নাক গলানো ইসলামি জংলী দের অভ্যাস হয়ে গেছিলো।
৮|  ০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ৯:১৩
০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ৯:১৩
আমি নই বলেছেন: @প্রহররাজা এই আরএসএস জংগী তুই এখানে কি করিস, নিজ দেশে ল্যাদাতে পারিস না????
৯|  ০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১০:২৮
০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১০:২৮
কামাল১৮ বলেছেন: হিন্দুরা প্রতিবাদ করতে শিখছে।বিচ্ছিন্ন থেকে এতো দিন মার খেয়েছে।যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে।
  ০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১০:৪৭
০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১০:৪৭
তানভির জুমার বলেছেন: মিথ্যাচারের তো কোন সীমা থাকার কথা নয়। মুদি-হাসিনার কথায় হিন্দুরা চাইছে একটা দাঙ্গা বাধাতে।
১০|  ০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১০:৩৫
০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১০:৩৫
মেঠোপথ২৩ বলেছেন: প্রহররাজা বলেছেন: মিথ্যা বলতে লজ্জা করে না? হিন্দুদের উপর তৌহিদি জনতাকে সাথে নিয়ে যৌথ বাহিনী হামলা করতে গেলে ( কয়েকদিন আগে শিল্পকলা একাডেমি তে একইভাবে হামলা হয়) মারামারি তে এই ঘটনা ঘটে। অনেক হিন্দু নিখোজ। 
আহরণ বলেছেন: মিথ্যা তথ্য........... @ ভাইয়া। উল্টো সেনাবাহিনী, পুলিশ এবং মোল্লারা হিন্দুদের উপর গুলি করেছে, পিটিয়ে হত্যা করেছে, ঘরবাড়ি লুট করেছে, নারী ধর্ষন করেছে।   
কামাল১৮ বলেছেন: হিন্দুরা প্রতিবাদ করতে শিখছে।বিচ্ছিন্ন থেকে এতো দিন মার খেয়েছে।যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে।  
এই ব্লগে আসলে মনে হয় মিথ্যাচারের মাধ্যমে  সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো কোন অপরাধ নয় !!!!
১১|  ০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১১:২১
০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১১:২১
প্রহররাজা বলেছেন: ইট মেরে পাটকেল খেয়েছে তৌহিদি জনতা, তারপর আর্মি মাতব্বরি করতে এসে ডলা খাইসে। কেস ডিসমিস।
  ০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১১:২৯
০৬ ই নভেম্বর, ২০২৪  রাত ১১:২৯
তানভির জুমার বলেছেন: তৌহিদি জনতার হাত উঠলে ঐখানে কিছুই পাওয়া যেত না। হিন্দুরা মুসলিমদের কে উসকে দিচ্ছে একটা দাঙ্গা বাধিয়ে বলবে আমাদের উপর নির্যাতন করা হচ্ছে।
১২|  ০৭ ই নভেম্বর, ২০২৪  রাত ১২:৫৩
০৭ ই নভেম্বর, ২০২৪  রাত ১২:৫৩
রিফাত হোসেন বলেছেন: বাংলাদেশে বিহারী পাকি, ধর্মীয় ভারত, পাহাড়ের নামকে ওয়াস্তে বাসীতে ভরে গিয়েছে। উগ্রবাদী বাংলাদেশকে নিয়ে কেউ করল না, সবাই শুধু নিজের নিজের স্বার্থে চরমপন্থা অবলম্বন করছে। ড. ইউনুস কি পারবে গোল্লায় যাওয়া থেকে সঠিক কান্ডারীর কারিগর হতে?
১৩|  ০৭ ই নভেম্বর, ২০২৪  সকাল ৯:১৩
০৭ ই নভেম্বর, ২০২৪  সকাল ৯:১৩
বাকপ্রবাস বলেছেন: ইসকন এক নতুন উৎকো ঝামেলা, ইউনুস সরকার সামু ব্লগারদের হাতে ছেড়ে দিলে আরো ভাল করবে
১৪|  ০৭ ই নভেম্বর, ২০২৪  সকাল ৯:৪৮
০৭ ই নভেম্বর, ২০২৪  সকাল ৯:৪৮
অরণি বলেছেন: আহরণ ও প্রহররাজা এরাও ইসকনের সদস্য।
১৫|  ০৭ ই নভেম্বর, ২০২৪  সকাল ১১:৩০
০৭ ই নভেম্বর, ২০২৪  সকাল ১১:৩০
মেঘনা বলেছেন: উৎসব মণ্ডলের খবর কি ?
১৬|  ০৭ ই নভেম্বর, ২০২৪  দুপুর ১:২৭
০৭ ই নভেম্বর, ২০২৪  দুপুর ১:২৭
এভো বলেছেন: ই ভিডিও  ১ মিনিট ৪৫ সেকেন্ড থেকে দেখুন ,,  বীর চট্টলায় হাজারি গলিতে হিন্দু নিধন। হাটে হাড়ি ভেঙ্গে দিলেন হুজুর । আমরা এই নোবেল লইয়া কি করিব ? 
১৭|  ০৭ ই নভেম্বর, ২০২৪  দুপুর ১:৪৭
০৭ ই নভেম্বর, ২০২৪  দুপুর ১:৪৭
রাসেল বলেছেন: ধর্ম, জেলাপ্রীতি ইত্যাদি নিয়ে বিদ্বেষী /কোন্দল, এসব হইতেছে সমাজের সুবিধাবাদী শ্রেণীর সুবিধা আদায়ের একটি মাধ্যম। সাধারণ জনগণ এক্ষেত্রে সামান্য লাভের আশায় ব্যবহৃত হয়ে থাকে।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০২৪  দুপুর ১:৪৫
০৬ ই নভেম্বর, ২০২৪  দুপুর ১:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: স্বরাস্ট্র উপদেষ্টা ব্যর্থ!