নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

শুয়োরের দল, কুলাঙ্গার প্রথম কালো, দিল্লি স্টার এরা কিভাবে দেশ-জনগণ বিরোধী প্রোপাগান্ডা চালায় তার রিসেন্ট একটি প্রমাণ।

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২

আলেপ উদ্দীন নামের এই কুখ্যাত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ২০ এর বেশি গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগে মামলা দয়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারই একটি- ডিএমপির যাত্রাবাড়ী থানায় ১৫(০৮)২৪ নং হত্যা মামলায় অতিরিক্ত এসপি আলেপ উদ্দীনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার বিকেলে বরিশাল থেকে ঢাকায় নিয়ে এসেছে ডিবি পুলিশ, গতকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে। এই পুরো সময় আলেপ তার মোবাইল ফোন ব্যবহার করে নিজের স্ত্রীর সাথে আলাপ করেছে, তাকে ঢাকা আনা হয়েছে সেটা জানিয়েছে, মোট কথা তার আটক ও জিজ্ঞাসাবাদের বিষয়টি তার পরিবার জানে। আজ সকালে ঐ একই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আর এর মধ্যেই এই খুনীকে রক্ষা করার জন্য প্রথম আলোর দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে! অবশ্য একটি ভিনদেশী ফান্ডে চলা প্রথম আলো আর ডেইলি স্টার যে ঐ দেশের 'এ্যাসেট' আলেপ উদ্দীন কে রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে সেটা তো বলার অপেক্ষা রাখে না।

যারা ঢাকা শহরে থাকেন তাদের নিশ্চই চোখে পড়েছে- গুলশান, বনানী, ধানমণ্ডি এবং বেইলী রোড এলাকা অনেকগুলো আরব/টার্কিশ/ভারতীয় রেস্টুরেন্ট আচমকা বন্ধ হয়ে গেছে। এগুলোর মালিক, স্টাফ কারো কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনাদের অবগতির জন্য বলছি- এগুলো ছিলো ঐ বিশেষ দেশের ক্যামোফ্লেজ আউটলেট। প্রথম আলো এবং ডেইলি স্টারও তাই।

একটি দেশ অন্য দেশে তার আনুষ্ঠানিক দূতাবাসের বাইরেও এক বা একাধিক সাংষ্কৃতিক কেন্ত্র, বাণিজ্য কেন্দ্র, দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা সহায়তা কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি অনেক কিছুই চালাতে পারে (রাষ্ট্রেীয় অনুমতি সাপেক্ষে)। কিন্তু যখন তারা তাদের হেজিমনি প্রতিষ্ঠার জন্য প্রথম আলো বা ডেইলি স্টারের মত প্রতিষ্ঠান চালায় তখন সেগুলোর বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়া রাষ্ট্রের নিরাপত্তার জন্যই প্রয়োজন।

এবার একটা প্রশ্ন করি?
পলাতক হাসিনা ভারতে বসে একের পর এক ভিডিও বার্তায় কখনো ২৭৭জনকে হত্যা করা নির্দেশ দিচ্ছে, কখনো চট করে ঢুকে পড়ার হুমকি দিচ্ছে, কখনো ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে পুলিশের সাথে মারামারি করার পরামর্শ দিচ্ছে। এমন দেশ বিরোধী ষড়যন্ত্র বক্তব্য যদি হাসিনার বদলে অন্য কোন রাজনৈতিক নেতা বিদেশে বসে দিতেন, তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টার কতগুলো নিউজ করতো? মতিউর রহমান এবং মাহফুজ আনাম কতগুলো কলাম লিখতেন?

আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটরদের প্রতি আহবান জানাবো- এখনি প্রথম আলোর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত আইনী ব্যবস্থা নিতে। ৩ হাজারের বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ৭শ'র বেশি গুমের ঘটনায় ভিক্টিমদের পরিবারদের বিচার পাবার অধিকার এই প্রথম আলো ও ডেইলি স্টার গং যেন কোন ভাবেই বাধাগ্রস্ত করতে না পারে, সেটা এখনি নিশ্চিত করতে হবে।
A K M Wahiduzzaman
মিথ্যাচারের নিউজ লিংক.





মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭

জ্যাকেল বলেছেন: বাংলাদেশের জনগণের সরকার কোনদিনও শান্তি পাবে না, প্রতিষ্টিত হইতে দিবে না এই পচা আলু আর ডাইল স্টার গং। খুবই দুঃখনজক এই সুচিলদের এত কিচু প্রকাশ হইবার পরেও প্রশ্রয় দেওয়া হইতেছে।

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯

তানভির জুমার বলেছেন: সহমত।

২| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯

নান্দাইলের ইউনুছ বলেছেন:

সব কিছু নষ্টদের দখলে চলে যাবে এবং গেছে।

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

তানভির জুমার বলেছেন: এদের প্রতিহত না করতে পারলে দেশে শান্তি আসবে না।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি রিপোর্টটা পড়ি নাই।

কিনতু, প্রথম আলো ও ডেইলি স্টার রিপোর্ট করে থাকলে গুরুত্ব দিতেই হবে।

আগের সরকারের বিরুদ্ধে অনেক সত্য ঘটনা প্রথম আলোর সাংবাদিকরা তুলে এনেছিলেন। এজন্যে, তাঁদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

তানভির জুমার বলেছেন: রোজিনা ইসলামের রিপোর্ট তার গ্রেফতার ভাত-চাউলের স্বাধীনতা এইসব হাতে গুনা কয়েকটা রিপোর্ট ছাড়া প্রথম আলোর হাসিনার পা ই চেটেছে, মুক্তিযোদ্ধ-স্বাধীনতা ইত্যাদির নাম দিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছে। মিথ্যা তথ্য আর গল্প দিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার মুসলমান কুপানোতে ১ নাম্বার।

৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪৮

আহরণ বলেছেন: ইউনুস-টোকাই গ্যাং এর দিন ছোট হয়ে আসছে....... ভাইয়া। ভারতের থাপ্পর ঠিক মত খেলে সব সোজা হয়ে যাবে।

১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩

তানভির জুমার বলেছেন: আমাদের মধ্যে যতই মতবেদ থাকুক। ইউনুস সরকারের পক্ষে সবাই এক। বাংলাদেশে আর কখনোই আওয়ামীলিগ আর ভারতীয় দালালদের কোন রকম স্পেস দেওয়া হবে না।

৫| ১৪ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪১

প্রামানিক বলেছেন: বাংলাদেশের বিপদ ছাড়বে না

১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪

তানভির জুমার বলেছেন: আমরা সঠিক নেতৃত্ব বাছাই করতে পারছি না।

৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩

মেঠোপথ২৩ বলেছেন: সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজ এক ফেসবুক স্ট্যটাসে লিখেছে যে , জালিমের প্রতি উদারতা আত্মহত্যার শামিল। । বিএনপি ও বর্তমান অন্তর্বর্তী সরকার পুরো জাতিকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে ভয়ঙ্কর কালপ্রিটদের প্রশ্রয় দিয়ে।

১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫

তানভির জুমার বলেছেন: হাসনাত আবদুল্লাহ সঠিক বলেছে। বেশী চুশিলিপনা করেই আমাদের ধ্বংস করছে এরা।

৭| ১৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৯

কাঁউটাল বলেছেন: লেখক বলেছেন: রোজিনা ইসলামের রিপোর্ট তার গ্রেফতার...........

কারণ ঐ বেডি ভারতের করোনা ডিপ্লোম্যাসি সফল করার জন্য তথ্য চুরি করতে গিয়া ধরা খাইছিল।

৮| ১৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪

কিরকুট বলেছেন: :D যাও বাবু ছোলা গুড় খেয়ে মস্তিষ্কে কিছু ঘিলু উতপাদন করে আস ।

৯| ১৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন: রোজিনা ইসলামের রিপোর্ট তার গ্রেফতার ভাত-চাউলের স্বাধীনতা এইসব হাতে গুনা কয়েকটা রিপোর্ট ছাড়া প্রথম আলোর হাসিনার পা ই চেটেছে, মুক্তিযোদ্ধ-স্বাধীনতা ইত্যাদির নাম দিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছে। মিথ্যা তথ্য আর গল্প দিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার মুসলমান কুপানোতে ১ নাম্বার।
====================================

আপনি সত্য কথা বলছেন না।

ধারণার উপর নির্ভর করে অসত্য বলা ভালো মুসলমানের কাজ নয়।

এই পত্রিকা দুটো কারো পা চেটেছে, এমন তথ্য আমার কাছে নতুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.