|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আওয়ামীলীগ ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে, এইসব কথার কোন মানে নাই। 
ভুলের ক্ষমা হয়, অপরাধের কোন ক্ষমা হয় না। অপরাধের হয় শাস্তি। 
আর যখন সেই অপরাধ একটা দল বারবার করতে থাকে, তখন সেই দলের ক্ষমা কেন, চোখের জলও বিশ্বাস করার পরিস্থিতি থাকে না। 
হাসিনা তো জুলাই বিপ্লবের আহতদের জন্য কালো চাদর পরেছিলো, কান্নাকাটি করেছিল মানুষের সামনে। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। আবু সাঈদের ফ্যামিলিকে গণভবনে ডেকেছে। এরপর? 
এরপর সে তার দুইদিন পর হেলিকপ্টার দিয়ে আরো বেশি মানুষের প্রাণ নিয়েছে। 
কাজেই, ওদের ক্ষমার মধ্যে অনুতাপ না, ওদের ক্ষমার মধ্যে থাকে আরো বেশি প্রতিশোধের আগুন। 
আওয়ামীলীগ যদি কখনও ক্ষমা চায়, জেনে রাইখেন, ওটা মানুষের ভালো করার জন্য ক্ষমা চায় না। বরং মানুশকেও আরো বেশি শাস্তি দেওয়ার জন্য ক্ষমা চায়। 
আওয়ামীলীগের প্রতিবার আগের চেয়ে পরের টার্মে নির্যাতন আর ধ্বংসের মাত্রা ছিলো বেশি। 
কাজেই, এবার আওয়ামীলীগকে ক্ষমা করে দেওয়ার অর্থ হলো, আজ থেকে ২০ বছর পর আমাদের ৪০০০ সন্তানের মৃত্যু পরোয়ানাতে স্বাক্ষর করা,কথাটা যেন আমরা মাথায় রাখি।
Sadiqur Rahman Khan
জালিমের প্রতি দয়া করা, মজলুমের সাথে বিশ্বাসঘাতকতা করার সমান।
 
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৩২
২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৩২
তানভির জুমার বলেছেন: আওয়ামিলীগ পালিয়ে গেলো ছাত্রজনতার ভয়ে এখন ফিরবে রাজনৈতিক দলের সহযোগিতায় আর রাজনৈতিক দলগুলো বিপ্লবীদের মাথা বিক্রি করে যাবে ক্ষমতায় এটাই বাংলাদেশ বার বার মরবে গরীব আর বড়লোক বসবে ক্ষমতায় এটাই বাংলাদেশ
২|  ২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৩৪
২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৩৪
মেঠোপথ২৩ বলেছেন: পিলখানা, শাপলা চত্বর , জুলাই -অগাস্ট বিপ্লব -- তিন তিনটা গনহত্যা এবং দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত  রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে কি করে ? হাজার কোটি টাকার পুকুরচুরির কথা নাহয় বাদই দিলাম। 
ফরাসি বিপ্লবের পর কি আবারো সেই রাজা রাজরাদের রাজনীতিতে  ফিরিয়ে আনা  হয়েছিল ?  হিটলারের পতনের পর কি  নাৎসি পার্টিকে রাজনীতি করতে দেয়া হয়েছিল?
  ২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৫২
২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৫২
তানভির জুমার বলেছেন: আমাদের দুর্ভাগ্য, ত্যাগ স্বীকার করে তরুনরা আর বুইড়া খাটাসগুলো ক্ষমতা পেয়ে যায় আর শয়তানী শুরু করে। আমাদেরকে বার বার বুইড়া খাটাসগুলো পিছিয়ে দিয়েছে।
৩|  ২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৫৭
২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৫৭
এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন আমার লেখা পড়বেন আর সাপোর্ট করবেন ভাই ধন্যবাদ।
৪|  ২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৩১
২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন ক্ষমা করা যাবে না কখনো
  ২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ৭:৪৮
২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ৭:৪৮
তানভির জুমার বলেছেন: চেইন অপরাধী কোন ক্ষমা হয় না।
৫|  ২৪ শে নভেম্বর, ২০২৪  রাত ১২:০৫
২৪ শে নভেম্বর, ২০২৪  রাত ১২:০৫
ডার্ক  ম্যান বলেছেন: আপনারা ক্ষমা করলেও কি না করলেও কি।
আগামী ১০ বছরের মধ্যে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি।
  ২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ৭:৪৯
২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ৭:৪৯
তানভির জুমার বলেছেন: আওয়ামিলীগ পালিয়ে গেলো ছাত্রজনতার ভয়ে এখন ফিরবে রাজনৈতিক দলের সহযোগিতায় আর রাজনৈতিক দলগুলো বিপ্লবীদের মাথা বিক্রি করে যাবে ক্ষমতায় এটাই বাংলাদেশ বার বার মরবে গরীব আর বড়লোক বসবে ক্ষমতায় এটাই বাংলাদেশ
৬|  ২৪ শে নভেম্বর, ২০২৪  ভোর ৬:০২
২৪ শে নভেম্বর, ২০২৪  ভোর ৬:০২
কামাল১৮ বলেছেন: যুবকরাইতো বুইড়া খাটাসকে ক্ষমতায় বসালো।
  ২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ৭:৫১
২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ৭:৫১
তানভির জুমার বলেছেন: এত রক্ত দেওয়ার পরও আমরা ব্যার্থ থাকবো? ৭১ থেকে ২০২৪ আমাদের রক্ত বৃথা যাবে?
৭|  ২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ৮:১২
২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ৮:১২
এভো বলেছেন: এত রক্ত দেওয়ার পরও আমরা ব্যার্থ থাকবো? ৭১ থেকে ২০২৪ আমাদের রক্ত বৃথা যাবে?  
-----  ১৯৭১ রক্তপাত ঘটিয়ে ছিল শত্রু পক্ষ,  ২০২৪ সালে হত্যাকান্ড রক্তপাত ঘটিয়েছে , আপন পক্ষ মানে নিজেরাই নিজেদের পক্ষের মানুষকে হত্যা করেছে ।
৮|  ২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ১১:১৬
২৪ শে নভেম্বর, ২০২৪  সকাল ১১:১৬
নতুন বলেছেন: আওয়ামীলীগ ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পাবে, এইসব কথার কোন মানে নাই।
ভুলের ক্ষমা হয়, অপরাধের কোন ক্ষমা হয় না। অপরাধের হয় শাস্তি। 
জামাতিরা ১৯৭১ এ বাংলাদেশ যাতে জন্ম না হতে পারে সেই জন্য কাজ করেছে। এরা এখনো ক্ষমা াচায় নাই। 
২০২৪ এ আয়ামীলীগের নেতারা হত্যার সাথে জড়িত, কিন্তু সাধারন ভোটারদের বেশির ভাগই অন্যায় করেনাই। এই ২৫-৩০% মানুষকে নিষিদ্ধ করা যায় না। এরা রাস্টদ্রহের মতন কাজ করেনাই। ক্ষমতায় থাকার জন্য সন্ত্রাস করেছে। 
কিন্তু জামাতীদের বিন্দু মাত্র লজ্জা থাকলে বাংলাদেশে রাজনিতি করতে চাইতো না।
৯|  ২৪ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:৫৯
২৪ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:৫৯
ধুলো মেঘ বলেছেন: @নতুন, পোস্টের দ্বিতীয় লাইন দেখুন। ভুলের ক্ষমা হয়। জামায়াত তো কোন ভুল করেনি। ক্ষমা চাইবে কেন? ৭১ সালে আদর্শগতভাবে জামায়াতের স্ট্যান্ড একদম সঠিক ছিল, যদিও তার পরিণতি ভালো হয়নি। সেজন্য তো তাদেরকে কম জুলুম সহ্য করতে হয়নি। আর কোন দলের ১১ জন নেতাকে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছে? এত অত্যাচার নির্যাতন অপমান অপদস্ত হবার পরে আবার তাদেরকে ক্ষমাও চাইতে হবে? এত কেন দায়? 
@লেখক, আপনাদের নেতারাতো ক্ষমার সুমহান আদর্শ নাকি ভারতের ভয়ে জানিনা, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়। আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে ৪০ আসন পায়, তারপরের নির্বাচনে ১০০ আর তারপরের নির্বাচনে ২০০ আসনে জেতে - আপনাদের নেতাদের পরিণতি ১৫ বছরে কি হবে একবার ভেবে দেখেছেন?
১০|  ২৪ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৩:৩৪
২৪ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৩:৩৪
নতুন বলেছেন: ৭১ সালে আদর্শগতভাবে জামায়াতের স্ট্যান্ড একদম সঠিক ছিল, যদিও তার পরিণতি ভালো হয়নি।  
ঠিক আছে।   
  
তাহলো তো ২০২৪ এ তো আদর্শগতভাবে ছাত্রলীগ, আয়ামীলীগের স্ট্যান্ড একদম সঠিক ই ছিল।  
১১|  ২৬ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:৪০
২৬ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:৪০
ধুলো মেঘ বলেছেন: ৭১ সালে জামায়াতের আদর্শগত স্ট্যান্ডের জন্য জামায়াতের শীর্ষস্থানীয় প্রায় সকল নেতাই ফাঁসিতে ঝুলেছে। সকল পর্যায়ের সব নেতারাই জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে। 
২০২৪ এর জন্যও আওয়ামী লীগ, পুলিশ এবং ছাত্রলীগকে এই পরিণতি অবশ্যই বরণ করতে হবে। তবে সুবিচার নিশ্চিতকরণের মাধ্যমে।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:২৪
২৩ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:২৪
সৈয়দ কুতুব বলেছেন: সবাই মিলে আগামী ইলেকশনের আগেই BAL কে পুনর্বাসনের কাজ শুরু করে দিয়েছে।