নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

৯০% মুসলমানের এই দেশ? ভারতে কতগুলো মসজিদ ভেঙ্গে মন্দির করা হয়েছে? গতকালও ভারতে মসজিদের পক্ষে থাকায় ৩ জন মুসলমানকে হত্যা করা হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫

তানভির জুমার বলেছেন:
উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা চট্টগ্রাম কোর্ট এর আইন কর্মকর্তা সাইফুল ইসলামকে জবাই করে নিহত করেছে। স্থানীয়রা জানিয়েছে তারা বারবার প্রশাসনের সহযোগিতা চাইলেও বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

২| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০০

সৈয়দ কুতুব বলেছেন: ঢাকা শেষ করে এখন চিটাগং গেঞ্জাম ছড়াচ্ছে! আমার মনে হয় প্রশাসনের আওয়ামী লীগ সাপোর্টার আমলারা সরকারকে ভুল পথে পরিচালিত করছে। আবার বিএনপিকে সন্দেহ হচ্ছে! চিন্ময় দাসের নামে মামলা করেছে বিএনপির এক নেতা। বিএনপি পুলিশ প্রশাসনের উপর এখন কিছুটা নিয়ন্ত্রণ আছে। আইজিপি ও পুলিশ কমিশনার বিএনপির কাছের লোক।


ন্যাশনাল মেডিকেল কলেজে অভিজিৎ নামের ছেলের মৃত্যুতে কি চিন্ময় দাসের হাত রয়েছে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে!

২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২

তানভির জুমার বলেছেন: ভারত আর হিন্দুত্ববাদ বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

মেঠোপথ২৩ বলেছেন: আপনার কাছে অনুরোধ দ্রুত এই পোস্ট ডিলিট করুন । পরিকল্পিভাবে দাঙ্গা লাগাতে চাইচ্ছে সরকারের ভেতর ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোসররা। ইসকন নেতা গ্রেফতার, এই হত্যাকান্ড সব এক সুত্রে বাধা। যে কোন মূল্যে আমাদের সবাইকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। যে কোন মূল্যে দাঙ্গা প্রতিহত করতে হবে

২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১

তানভির জুমার বলেছেন: আমি কি মিথ্যা কোনকিছু পোস্ট করেছি? আমরা এর বিচার চাই, ইসকন নিষিদ্ধ চাই। আরো অনেক দেশে ইসকন নিষিদ্ধ। এই ভাইকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আজ হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি মতে, তাকে জবাই করা হয়েছে এবং তাও পুলিশের সামনে।

৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

কাঁউটাল বলেছেন: পোভুপাদের লোকজন তো দেখি অতিরিক্ত বাড়াবাড়ি আরম্ভ করেছে।

২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

তানভির জুমার বলেছেন: কিছুদিন আগে মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে?

৫| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

কাঁউটাল বলেছেন: চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষ, আইনজীবীকে কুপিয়ে হত্যা

৬| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি কি মিথ্যা কোনকিছু পোস্ট করেছি? আমরা এর বিচার চাই, ইসকন নিষিদ্ধ চাই। আরো অনেক দেশে ইসকন নিষিদ্ধ। এই ভাইকে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আজ হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি মতে, তাকে জবাই করা হয়েছে এবং তাও পুলিশের সামনে।

একটা গোস্ঠি চাইছে দেশে দাঙ্গা লাগুক।

সেটা হতে দেওয়া যাবেনা।

৭| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

তানভির জুমার বলেছেন: নিহত সাইফুল সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন।

৮| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

তানভির জুমার বলেছেন:

৯| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

তানভির জুমার বলেছেন: যেভাবে হত্যার প্লট তৈরী করা হয়।

১০| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

তানভির জুমার বলেছেন:

১১| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

মেঠোপথ২৩ বলেছেন: আপনার মন এই মুহুর্তে যেটা করতে চাচ্ছে, ঠিক আপনার শত্রুরা আপনাকে দিয়ে সেটাই করাতে চাচ্ছে। সুতরাং সংযত হোন। শত্রুর উস্কানিতে পা না দিয়ে দায়িত্বশীলদের কাজ করতে দিন। প্লিজ
#ইসকন #চট্টগ্রাম
জুবায়ের জুয়েল রানা
এডিসি (রমনা জোন), ডিএমপি

১২| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: মেঠোপথ২৩ বলেছেন: আপনার মন এই মুহুর্তে যেটা করতে চাচ্ছে, ঠিক আপনার শত্রুরা আপনাকে দিয়ে সেটাই করাতে চাচ্ছে। সুতরাং সংযত হোন। শত্রুর উস্কানিতে পা না দিয়ে দায়িত্বশীলদের কাজ করতে দিন। প্লিজ
#ইসকন #চট্টগ্রাম
জুবায়ের জুয়েল রানা
এডিসি (রমনা জোন), ডিএমপি


যারা হত্যা করেছে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। তাদের হত্যা করা কোন সমাধান না। সাধারন মানুষ মানুষ হত্য করতে পারেনা।

১৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

আরইউ বলেছেন:



তানভির,
এই হত্যাকান্ড ইসকন করেছে তার দালিলিক প্রমাণ ছাড়া আপনার পোস্টকে অন্যরা গার্বেজ, উস্কানীমূলক, উদ্দেশ্যপ্রণোদিত বলতে পারেন। অনেকে বলতে পারেন উপযুক্ত প্রমাণ ছাড়া কোন বুদ্ধিমান লোক এমন পোস্ট শেয়ার করবেন না।

১৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

মেঠোপথ২৩ বলেছেন: @ নতুন , এই মুহুর্তে কোন ধরনের প্রতিবাদ মিছিল করা বন্ধ রাখতে হবে। কারন উস্কানিদাতারা সুযোগের অপেক্ষায় আছে। মিছিলে ঢুকে একটা অপকর্ম ঘটানোর চেষ্টায় থাকবে। এখন একদম চুপ করে আইন শৃংখলা বাহিনীকে তাদের কাজ করতে দিতে হবে।

১৫| ২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

নতুন বলেছেন: কোন ভাবেই এমন উসকানি সমাজে ছড়াতে দেওয়া যাবেনা।

দুই পক্ষেই চাইবে হিন্দু মুসলমান দাঙ্গা লাগুক।

তাতে জনগন মারা যাবে কিন্তু দুই পক্ষের নেতাদের লাভ।

আয়ামীলীগের লাভ। ভারতের সুবিধা।

কোন ধর্মেই নিরহ কোন মানুষের উপরে আক্রমন সমর্থন করেনা।

১৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২০

জ্যাকেল বলেছেন: হাসিনার বাহিনী দেশকে স্থিতিশীল হইতে দিবে না কোনদিন। এই পুলিশ বাহিনী, সেনা, র‌্যাব, আমলা টামলা সবগুলাকে রিপ্লেস করতে হবে।

১৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০১

কিরকুট বলেছেন: এটা সরাসরি একটা উস্কানিমূলক অপচেষ্টা। একে প্রশ্রয় দেওয়া উচিৎ হবে না।

১৮| ২৭ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৪

আমি নই বলেছেন: অগ্নিবেশ বলেছেন: এই লড়াই আল্লাহ আর ভগবানের মধ্যে, ট্রাম্প আসার পর গড আর ভগবান আল্লাহকে টাইট দেবে।

ভগবান আর গডকে তাহলে ট্রাম্পের উপর ভরসা করে ডিসিশন নিতে হয়?? =p~

যে কোনো কিছুর জন্যে আল্লাহ একাই যথেষ্ট। আর আল্লাহর কারো সাথে লড়াই করার প্রয়োজন নেই, এমন কারো সাথেতো নয়ই যার কিনা আবার অন্য কারো উপর ভরসা করতে হয়।

১৯| ২৭ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:৫৮

অগ্নিবেশ বলেছেন: আমি নই ভাই, সেই দিন নাই রে নাটু, চিড়ে কুটে খাবা ছাতু। আল্লাহর একখন বয়স হয়েছে, তিনি আর আগের মত বল পান না, তার মুরিদরাও বলদ, জ্ঞান বিজ্ঞান চর্চা করে না, গরুর ন্যাজার স্যুপ খেয়ে তাদের আবার রক্ত গরম থাকে, তারা ঘোড়ায় চড়িয়া বল্লম লইয়া জিহাদ করবার চায়। তারা এদিক ওদিক খোঁচা মারে আর রাম ক্যালানী খায়। হিজবুল্লা চুলবুল্লা, হামাস ধামাস, হুতি মুতি, বোকা ক্যারাম, আই এস, আরো কত কি? গড আর জিহোবার উদোম ক্যালানী খেয়ে তারা আপাতত ঠান্ডা। গড আর জিহোবা ভালো বন্ধু, ভগবানও তাদের মিত্র। আল্লাহর এখন সাদা পতাকা দেখিয়ে বন্ধু পাতানো ছাড়া উপায় নেই। কিন্তু আল্লাহর মাথামোটা মুরিদদের কোনো ভরসা নেই, তাদের পেছনে গুড়ো কর্ৃমির আধিক্য, শুক্রবার এলেই খোচাখুচি শুরু করে। এদের কেরোসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে।

২০| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪

আমি নই বলেছেন: @অগ্নিবেশ সে জন্যেইতো তোমাগো ভগবান ও গড ট্রাম্পের দিকে তাকায়া থাকতে হয়, কখন একটু অনুমতি দেয়। ট্রাম্পের ক্ষমতায় আশার কথা শুনেইনা তোমাগো ভগবান ও গডের গায়ে একটু জোর আসলো!!! এখন ট্রাম্প যদি তোমাগো ভগবান ও গডরে আমেরিকার জনগনের টেকায় একটু হেল্প করে তাইলে তোমাগো ভগবান ও গড একটু নরা-চরা করতে পারবি, তাই না?

তা বাছা ভগবানরে বাদ দিয়ে তোমরা ট্রাম্পরে পুজো দিলেইতো পারো, নাকি ভুল কলাম? ক্ষমতাতো ভগবানের চাইতে ট্রাম্পের বেশি।

আর ট্রিটমেন্টের কতা কচ্চ? পারস্যে থেকে লাথি খেয়ে তোমাগো আর্য ঋষিরা উপমহাদেশে এসে সহজ-সরল অধিবাসীদের কচুকাটা করে বেচে থাকাদের লোয়ার কাষ্ট হিন্দু বানাইলো, সেই হিন্দুদের বংশধর তোমরা মুঘলদের গোলামি করলা, ইংরেজদের পা চাটলা, এখন আবার ট্রাম্পরে ভগবানের বাপ বানাচ্ছো। লজ্জা নামক বস্তুটা তোমাদের মাঝে থাকলে এইখানে আইসা ল্যাদাইতা না।

২১| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৯

অগ্নিবেশ বলেছেন: @আমি নই, তয় আর কি?

২২| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদরেকে এমন কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে যেন আগামী ১০০ বছরেও কোন কথা না বলতে পারে।

২৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: আগে জানুন। বুঝুন। নিশ্চত না হয়ে কাউকে দোষারোপ করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.