নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

কেন গত ১৬ বছর বিএনপির কোনো আন্দোলন সফল হইতো না? এই দূর অবস্থার জন্য এই মীর্জা ফখরুল ই দায়ী?

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১৩

মির্জা ফখরুলের সিঙ্গাপুর ভ্রমণের ব্যাপারে বেশকিছু ইন্টারেস্টিং তথ্য পেলাম।
২৪ আগস্ট, ২০২৩

মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান চেকআপের জন্য। ফেরত আসেন সেপ্টেম্বরে। ঠিক এই সময়ে সিঙ্গাপুরে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী অবস্থান করছিল। ফাইনান্স মিনিস্টার নির্মালা সিতারামান, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পিয়ুস গোয়াল তার মধ্যে গুরুত্বপূর্ণ।
বিগত ৫ সেপ্টেম্বর

হাসিনা পালানোর ১ মাস। মির্জা ফখরুল আবারও চেকআপের জন্য সিঙ্গাপুরে। এসময় সিঙ্গাপুরে কে এসেছিল আপনাদের মনে আছে? স্বয়ং নরেন্দ্র মোদী।
৪ মার্চ ২০২৪

চেকআপের জন্য সিঙ্গাপুরে মির্জা ফখরুল। ১৯ দিনের মতো অবস্থান করেন। ১৩-১৫ মার্চ Indian Coast Guard এর Director-General এর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বহর সিঙ্গাপুরে আসে মিটিং করতে। এখানে ভারতের National Security Advisor অজিত দোভালের উপস্থিতির গুঞ্জন শোনা যায়। তবে প্রকাশ্য সোর্স পাওয়া যায় নাই। অজিত দোভালকে বলা হয় ভারতের জেমস বন্ড, সে ট্রেস রাখতে পছন্দ করে না। ২৩ মার্চ আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও সিঙ্গাপুরে ছিলেন।

দেখা যাচ্ছে মির্জা ফখরুল যখনই চেকআপের জন্য সিঙ্গাপুরে যান, তখনই ভারতের কোনো না কোনো হাই অফিসিয়াল সেখানে উপস্থিত থাকে। এসব কি নিছক কো-ইন্সিডেন্স? মির্জা ফখরুলের লীগ ও ভারতপ্রীতিকে কি নিছক দুর্বলতা মনে হওয়ার সুযোগ আছে? বিএনপির ভারতবিরোধী ফ্রাকশন ধ্বংস হয়ে যাওয়া, বাবরকে সাইডলাইনে ফেলে দেওয়া আর ইস্কনের পক্ষে কথা বলার সাইন্স আঁচ করতে পারছেন?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৭

জেনারেশন৭১ বলেছেন:




আপনি কোন দলের সমর্থক: বিএনপি, জামাত, শিবির, হিজবুত?

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: মির্জা ফখরুল কেন কারো আন্দোলন আমেরিকা ছাড়া সফল হইতো না। আজকে হিন্দুদের মন্দিরে হামলা হয়েছে দুই তিন জায়গায়। শেরপুরে মাজারে তিনদিন ধরে হামলা-পাল্টা হামলা চলছে। বাংলাদেশের পতাকা অবমাননা খারাপ লেগেছে বাংলাদেশের জনগণের কিন্তু বুয়েটে দেখলাম ভারতের পতাকা অবমাননা করেছে আগে! জুলাই অভ্যুত্থান এসব কারণে হয়নি। অনর্থক কিছু ঘটনা ঘটছে যার কোন মানে নাই। সাধারণ মানুষ আতঙ্কিত । আমি এসব কাইজ্যার কোন কারণ খুজে পাচ্ছি না। আপনার কাছে মনে হচ্ছে না সরকার ও তার অংশীদারেরা একটু বেশিই হাসিনা ফোবিয়া তে ভুগছে। এই সরকারের প্রতি মানুষের আকুন্ঠ সমর্থন থাকার পর ও টেকনিক্যালি তারা কোন সমস্যা হ্যান্ডেল করতে পারছে না।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১৯

আদিত্য ০১ বলেছেন: আপনাদের পরিচয় নিয়ে যে কেউ সন্দেহে থাকবে, আপনাদের মুখ আর পশ্চাত দেশ একই, এই কথাটা বলতে হচ্ছে এইজন্য, বাবরের মত গুন্ডা আর ক্রিমিনালকে যখন ফেরেশতা মানেন, আপনাদের পরিচয় দেখে স্বয়ং ইব্লিশও কনফিউশনে পড়ে যায় নিজের পরিচয় নিয়ে,

চালায় দেন,দেখেন যা ভালো মনে করেন

৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩২

আনু মোল্লাহ বলেছেন: এই সব তথ্য সত্য হলে চিন্তার কথা।
এমনিতেই ইদানিং ফখরুলের কথা বার্তা আউলা ঝাউলা লাগতেছে।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৮

কামাল১৮ বলেছেন: ফকরুলের মাথায় দুষ্ট দুদ্ধি ছিলো না।নিজেরা লোক মেরে সরকারের গাড়ে দোশ চাপানোএই হত্যার জন্য তাদের অনেক কেই ফাসিতে চড়তে হবে।যদিও আমি ফাঁসির বিরুদ্ধে।
রাজাকাররা যৌবনে অপরাধ করে বৃদ্ধ বয়সে ফাসিতে ঝুলেছে।

৬| ৩০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৫২

কাঁউটাল বলেছেন: ফখরুল লীগ

৭| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: গত ১৬ বছর বিএনপি সফল হয়নি। তাই বলে তারা আশা ছেড়ে দেয়নি। তারা জানে কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়।

৮| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

কিরকুট বলেছেন: আপনার মতো দুস চরিত্রদের কারনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.