|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১) সরকারী কোন অফিসে নূন্যতম কোন লুটপাট বন্ধ হয়েছে?
২) জায়গায় চাঁদাবাজী বন্ধ হয়েছে?
৩) আওয়ামী ফ্যাসিস্টদের নুন্যতম কোন বিচার তারা করতে পেরেছে? বা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পেরেছে?
৪। আইন শৃঙ্খলা কোন উন্নতি হয়েছে? 
৫) প্রশাসনের এখনও আওয়ামী সন্ত্রাসী বসে আছে আর মজা নিচ্ছে আবার আওয়ামীদেরও নিয়োগ দেওয়া এটাকে বিপ্লবী সরকার বলে?
৬) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পেরেছে?
৭) তারা ৪ মাস পার করেছে দৃশ্যমান কি কি উন্নতি আপনারা দেখতেছেন?
৮) ২ হাজার লোকের জীবন ২২ হাজার মানুষ পঙ্গুত্ববরণ সবই কি বৃথা যাবে?
বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিবে মানুষ?। দেশকি কখনোই জনগণের হবে না?
 ১৬ টি
    	১৬ টি    	 +০/-০
    	+০/-০২|  ১২ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:৩৮
১২ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:৩৮
জেনারেশন৭১ বলেছেন: 
আমেরিকান এম্বেসী ও সেনাবাহিনী আপনার জন্য কাজ করে না, তাদের নিজস্ব প্ল্যান আছে। দেখিয়েন, উল্টা আপনাকে পেয়ে বসে নাকি!
  ১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:২৫
১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:২৫
তানভির জুমার বলেছেন: আমেরিকান এম্বেসীর সেনাবাহিনীকে জনগণ ভয় করে না।
৩|  ১২ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:৪০
১২ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:৪০
জেনারেশন৭১ বলেছেন: 
তারেককে আনছেন না কেন? সে আসতে চাহে না?
  ১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:২৩
১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:২৩
তানভির জুমার বলেছেন: ক্ষমতায় তারেকই আসবে এটা অবধারিত। যদি লুটপাট আর একই স্টাইলের রাজনীতি করে তাহলে বিএনপিকে জনগণ উৎখাত করতে তৈরী হয়ে আছে। মনে রাখবেন ১৫ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারকে আমরা হটিয়েছি ।
৪|  ১২ ই ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪৫
১২ ই ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: আমলা ও ব্যবসায়ী দের পকেটে চলে গিয়েছে সরকার!
  ১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:২৪
১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:২৪
তানভির জুমার বলেছেন: আংশিক সত্য।
৫|  ১২ ই ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৪৩
১২ ই ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৪৩
মেঠোপথ২৩ বলেছেন: এত দ্রুত সব ক্ষেত্রে উন্নতি আশা করলেতো হবে না। একদিকে প্রসাষন , আইন শৃংখলা বাহিনী, বিচার বিভাগে বসে আছে স্বৈরাচারের দোসররা আরেকদিকে ভারত। কয়দিক সামলাবে সরকারকার ? আর উপদেষ্টা বা সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ করতে হলে যথাযথ তথ্য প্রমান সহকারে করা উচিত। বায়বীয় অভিযোগ করলেতো হবে না।  ইউটুবাররা যঘন্য খেলা  শুরু করেছে ।  আসিফ নজরুলকে যেভাবে র এজেন্ট বানানোর অপচেষ্টা হচ্ছে তা দেখেতো পুরা স্তম্ভিত।  পুরাই আওয়ামী আমলের জামাত শিবির ট্যগিং কালচার শুরু করেছে এরা। 
ইউটিউবারদের  দ্বারা বিভ্রান্ত হবেন না। বর্তমানে এদের সবার পোস্টের ধরনে পরিষ্কার যে এরা বিএনপির হয়ে কাজ করছে। সংস্কার না করে সরকারকে নির্বাচন দিতে চাপ প্রয়োগ করতে চাচ্ছে। এদের বর্তমান এজেন্ডা জনগন বান্ধব নয়। ছাত্রলীগাররা এখন ছাত্রদলে যোগ দিয়ে অনলাইন দখলের চেষ্টায় আছে। এদের দরকার লুটপাঠের সরকার। হয় হাসিনা নাহয় তারেক রহমান।
  ১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:২১
১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:২১
তানভির জুমার বলেছেন: গত ৪ মাসে নুন্যতম কোন উন্নতি হয়েছে কোন জায়গায়?
৬|  ১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৪৩
১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৪৩
জেনারেশন৭১ বলেছেন: 
লেখক বলেছেন: ক্ষমতায় তারেকই আসবে এটা অবধারিত। যদি লুটপাট আর একই স্টাইলের রাজনীতি করে তাহলে বিএনপিকে জনগণ উৎখাত  করতে তৈরী হয়ে আছে। মনে রাখবেন ১৫ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারকে আমরা হটিয়েছি ।  
-এইতো শুরু হয়েছে!
এইবার আমেরিকা সরায়েছে, আপনারা আগামী ঈদের পরে সরাবেন।
৭|  ১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৪৬
১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৪৬
কামাল১৮ বলেছেন: ইউনুসের ধান্ধা হলো তার টাকা পয়সা নিরাপদে আমেরিকায় নিয়ে যাওয়া।বাকিদের ধান্ধা হলো নিজেদের আখের গোছানো।দেশ ও জনগনের কথা ভাবার মতো সময় তাদের নেই।তারাতো নির্বাচিত সরকার না।যে কোন সময় গনেশ উল্টে যেতে পারে।
৮|  ১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১০:০০
১২ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১০:০০
সৈয়দ কুতুব বলেছেন: তানভীর জুমার বাণিজ্য মন্ত্রনালয় কি ডেইট ওভার গাঞ্জা খায় নাকি? প্রথমে ১৬৬ টাকা করে লিটার প্রতি সয়াবিন তেল কিনলো বসুন্ধরা গ্রুপ থেকে টিসিবিতে বিক্রি করার জন্য। আবার এখন এসআলম গ্রুপ থেকে ১৪০ টাকা করে টিসিবিতে দেয়ার জন্য সয়াবিন তেল কিনেছে। পুরোই মাথা নষ্ট!
৯|  ১৩ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১২:৪৪
১৩ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১২:৪৪
রাজীব বলেছেন: ইউসুফ সরকারের কাজ হচ্ছে টাকা পয়সা সব আমেরিকা নিয়ে যাওয়া। কিন্তু এসব না করে সে যদি প্রধানমন্ত্রীকে বলতো তাহলেই তো এস আলম কয়েক হাজর কোটি টাকা দিয়ে দিতো।
১০|  ১৩ ই ডিসেম্বর, ২০২৪  রাত ২:৩৭
১৩ ই ডিসেম্বর, ২০২৪  রাত ২:৩৭
কিরকুট বলেছেন: তারেক কে আগামী ঈদের পরে আসতে বলেন।
আপনা কে কি কেউ বলেছে যে ৫ই আগষ্টের পর আপনার দেয়া সকল অভিযোগ গুলার সমাধান হবে? 
৫ই আগষ্টের লক্ষ ও উদ্দেশ্যে ছিলো জামাত শিবিরের পরিকল্পিত।  এখানে রাষ্ট্র ব্যবস্থার কোন কিছুই ছিলো না।  সাধারণ ছাত্রদের মাথায় নুন রেখে জামাত বড়ই খেয়েছে। 
আপনি যাদের লিংক দিলেন তাদের সত্য পরিচয় প্রকাশ করুন।
১১|  ১৩ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৩:৪৩
১৩ ই ডিসেম্বর, ২০২৪  রাত ৩:৪৩
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
ঘুষের রেটও আগের চেয়ে অনেক বেড়ে গেছে গা।
১২|  ১৩ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৫৯
১৩ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: ইউনুসের ধান্ধা হলো তার টাকা পয়সা নিরাপদে আমেরিকায় নিয়ে যাওয়া।বাকিদের ধান্ধা হলো নিজেদের আখের গোছানো।দেশ ও জনগনের কথা ভাবার মতো সময় তাদের নেই।তারাতো নির্বাচিত সরকার না।যে কোন সময় গনেশ উল্টে যেতে পারে। 
সহমত।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:৩৬
১২ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:৩৬
তানভির জুমার বলেছেন: বিভিন্ন সমর্থিত/অসমর্থিত সূত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ সরকার সংশ্লিষ্ট বেশ কয়েকজনের নামে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। মূলত বিভিন্ন চুক্তি ভিত্তিক নিয়োগ, প্রকল্পে অর্থায়ন, সরকারি চুক্তি, সরকারি ক্রয় সহ বিভিন্ন লাভজনক প্রজেক্টে নিজস্ব ব্যক্তিদের বসানোর ঘটনায় ব্যাপক অবৈধ লেনদেন চলছে, এমনটা দাবী করা হয়েছে।
সকলের কাছে অনুরোধ, যদি আপনাদের কারো কাছে এমন কোন ঘটনার উপযুক্ত প্রমাণ (গোপন ভিডিও, কল রেকর্ড, ব্যাংকে লেনদেনের তথ্য, গোপন চুক্তি ইত্যাদি), সংরক্ষিত থাকে, তাহলে অনুগ্রহ করে তা [email protected] অথবা +447796101276 (WhatsApp) এই নম্বরে পাঠাবেন। আপনার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে।
গুরুত্বপূর্ণ পদে যেসব অকল্পনীয় নিয়োগ চলছে, তাতে এমন কিছুই হওয়ার কথা।