নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ব্যাপার অনেকেই হয়তো খেয়াল করেন নাই! গত একমাসে আওয়ামী লীগ ছাত্রলীগের তেমন কেউ গ্রেপ্তার হয় নাই! সরকার মনে হয় আগের গুলোও না পেরে গ্রেপ্তার করছিলো!
সরকার চাচ্ছে আওয়ামী লীগের দাগী অপরাধীরা যেন দেশ ছেড়ে চলে যায়! বিচার করার মতো হ্যাসেল সরকার নিতে চাচ্ছে না! যাদেরকে গ্রেপ্তার করছিলো পারলে তাদেরকেও ছেড়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচে!
আজকে ছাত্রলীগ বিশাল বড় মিছিল নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে ফুল দিয়ে আসছে! পাশেই শত শত পুলিশ দাঁড়িয়ে ছিলো! কেউ কিছু বলে নাই!
সরকারে আসিফ নজরুল,ফারুকী, শফিকুল আলম মিলে একটা ফান গ্রুপ ক্রিয়েট করছে! ওরা নিজেদের মাঝে আড্ডাবাজি করে, হাসি তামশা করে, সিনেমা দেখে,কোয়ালিটি টাইম স্পেন্ড করে! এই জন্যে ওরা এখন করো সমালোচনাকে পাত্তা দিচ্ছেনা! উল্টো যারা গঠনমূলক সমালোচনা করছে তাদেরকে ওরা গ্রুপ করে ট্রল করে!
রিসেন্টলি এরা আসিফ নাহিদকেও ওদের গ্রুপে নিয়েছে! এই জন্যে দেখেন আসিফ নাহিদও এখন ওদের সুরে কথা বলে! বিচার, অভ্যুত্থান নিয়ে ওরাও এখন কোন কথা বলে না! উল্টো এরা এখন একে অপরের গুণগান করে!
এইসব দেখে আমার কোন আফসুস নাই! বাংলাদেশ যেমন ছিলো তেমনি থাকবে! বরং আরও খারাপও হইতে পারে! জাস্ট হাসিনা নাই এই আর কি!
তবে আমার খারাপ লাগতেছে ২০০০ শহীদ, ৩০ হাজার আহত আর ওদের পরিবারগুলোর জন্য! আহ! জীবনের কি নিদারুণ অপচয়!
আল্লাহ যেন ওইসব শহীদ ও তাদের পরিবারগুলোকে উত্তম পুরস্কার দান করেন! আর যারা ওদের জীবনের বিনিময়ে ক্ষমতায় বসে কাচ্ছি খাচ্ছে, আড্ডাবাজি করছে, সিনেমা দেখছে আল্লাহ যেন ওদের দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই অপমানিত ও লাঞ্চিত করেন! আমীন!
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৩
নিমো বলেছেন: এর চেয়ে ভিন্ন কিছুতো হওয়ার কথা ছিল না।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪১
তাবরিযি বলেছেন: মামলা বহির্ভুত কোনো গ্রেফতারই এই সরকার করছে না। রাবার বুলেটও চলছে না। র্যাব তো প্রায় নিষ্ক্রিয়ই। এইভাবে কি আর দেশ চলে!
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুনতে পেলাম বিজয় দিবস এ বড় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
..................................................................................................
এজন্য আমি বিশ্বাস করি,
কারও ব্যক্তিগত অপরাধ, দল ও জাতি বহন করবে কেন ???
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৬
রাসেল বলেছেন: কোথাও যদি অস্থিরতা, অনৈক্য বিরাজ করে, তবে সেখানে উন্নয়ন সম্ভব নয়।অস্থিরতা, অনৈক্য সৃষ্টির নায়ক নায়িকা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, নাটকের গ্রহনযোগ্যতা আনার জন্য। অবশ্যই নায়ক নায়িকারা ঝুলি ভরে নিবে, সাধারণ জনগণ বলির পাঠা হবে। কিছু চুনোপুঠি দালালি করবে, বিনিময়ে উৎশিষ্ট পাবে। এটাই বাংলাদেশের রাজনীতি।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১৩
জিকোব্লগ বলেছেন:
আপনাকে বিএনপির সমর্থক হিসেবে জানতাম। আপনার দলের লোকেরাই তো সন্ত্রাসী
ছাত্রলীগের নিষিদ্ধ চায় না। কারা, কিভাবে, কেন, আমাদের এই অভ্যুত্থান ব্যর্থ করেছে,
এখন হিসেব মিলিয়ে দেখেন।
বিএনপিরও বেশিরভাগ কর্মী ক্ষমতালোভী, দেশ প্রেমিক না ও জনগণের পক্ষের লোক না।
বিএনপির ডাকে কেন ১৫ বছর জনতা রাস্তায় নামে নি , এখন তা জলের মত পরিষ্কার।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৩
তানভির জুমার বলেছেন: আমার পোস্টগুলো পড়েন, আমি বিএনপির সমর্থক নই। আমি বিএনপিকে জুতাপেটা করতে চাই কেন তারা ছাত্রলীগের নিষিদ্ধ চায় না
৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: আসলে কোন শালাই ভালো না।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক।