নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

আপনি সম্ভবত মানসিক বিকারগ্রস্ত, যদি মনে করেন আওয়ামীলিগের রাজনীতি করার অধিকার আছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৭


বাংলাদেশের রাজনীতিরে এমন পয়েন্ট অব নো রিটার্নে আওয়ামী লীগই নিয়া গেছে, তারা জীবনেও ক্ষমতা ছাড়া লাগবে না টাইপ রাজনীতি করছিল। নিজ মুখেই বলতো ২০৫০ এর আগে ক্ষমতা ছাড়বে না। সকল বিরোধী দলরে কার্যত নাই করে দিছিল।

বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদ কায়েম হয়েছিল ৪০ হাজার মানুষকে খু/ন/করে। তিনটি ভুয়া নির্বাচন- গত ১৬ বছরে হাজার হাজার মানুষকে হত্যা, শাপলা গণহত্যা, ভারতের হাতে দেশ কে বিক্রি করা দেওয়া, লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে শেষ করা দেওয়া হয়েছে। এই গণঅভ্যুত্থান সময় ২ হাজারের বেশী তাজা মানুষকে গুলি করে কুপিয়ে হত্যা। ৩০ হাজারের বেশী মানুষকে চিরতরে পঙ্গু করে দেওয়া।

ফলে ক্ষমতা যাওয়ার পর এখন আর তাদের রাজনীতি করার অধিকার নাই। এটাই তাদের প্রাপ্য শাস্তি, এই পথ তারাই বানাইছে। আওয়ামীলিগ আপনি যদি মনে করেন তাদের রাজনীতির অধিকার আছে, তাহলে আপনি সম্ভবত মানসিক বিকারগ্রস্ত। আওয়ামীলিগ একটি সন্ত্রাসী আর হায়েনাদের দল। আমাদের চোখের সামনে মানুষকে গুলি করে, কুপিয়ে হত্যা করে পুড়িয়ে দিয়েছে।

সে ফেরত আসলে আমাদের সবাইকে নতুন আয়নাঘরে নিয়ে ঢুকাবে, খুঁজে খুঁজে মারবে। এই হুমকি সে অলরেডি দিয়ে রাখছে। এইটা আমাদের জন্য এখন বাঁচা-মরার প্রশ্ন। যারা আওয়ামী লীগকে ফেরাতে চাবে বা নর্মালাইজ করতে চাবে, তারা গণশত্রু।

এইবার যদি আওয়ামীলিগ টিকে থাকতো তাহলে তারা আওয়ামী বিরোধী সবাইকে খুঁজে হত্যা করতো। আমরা একটি গণঅভ্যুত্থান/বিপ্লব করে আওয়ামীলিগ হটিয়েছি। আওয়ামীলিগ হচ্ছে পরাজিত শক্তি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আফসোসলীগে তো ব্লগ ভরা, এদের এখান থেকেও হটানো যাচ্ছে না। কান্নাকাটি করতেই আছে দিনভর।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩১

সাইফুলসাইফসাই বলেছেন: আপনার সাথে আমি একমত

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ দল কে নিষিদ্ধ করে দেয়া হউক। এতে সরকারের যে মেরুদণ্ড আছে তা প্রমাণিত হবে। সরকার যা বলে তা বেশিরভাগ বাস্তবায়ন করতে পারছে না।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৫

এ পথের পথিক বলেছেন: ব্লগে চুশীল আম্লিকের দোষরে ভরা, তার মাঝে আপনার লেখা দেখে ভাল লাগল ভাই ।
আম্লিক পৃথিবীতে এমন কিছু যাদের কাছে মানুষের রক্ত ও জীবনের চেয়ে ইট বালুর মুল্য অনেক বেশী ।
ভাল লিখেছেন, প্লিজ মাঝে মাঝে পোস্ট করবেন ।
আমার এ পোস্টটি পড়বেন যদি যৌক্তিক মনে হয় তারপর আপনিও লিখবেন অনুরোধঃ জুলাই ২০২৪ আন্দোলন নিয়ে সামুর প্রতি আমার অভিযোগ

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৩

কিরকুট বলেছেন: :)

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৭

নিচু তলাৱ উকিল বলেছেন: যারা সরাসরি রাজনীতি করেন না কিন্তু লীগের সাপোর্টার। এমন সমর্থকদের সমর্থন থাকতেই পারে, তাদের সেই অধিকার কেড়ে নেয়ার সুযোগ নাই কিংবা তাদের ফ্যাসিস্টদের দোসরও বলা যাবেনা।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৪

খাঁজা বাবা বলেছেন: হিটলারের ফ্যাসিজম ও দেশের ভাল করতে চেয়েছিল, যদিও উল্টোটা করে ফেলে।
আওয়ামীলিগ শুধু নিজেদের আখের গুছিয়েছে। হাসিনার সাথে হিটলারের ও তুলনা চলে না। তার চেয়েও বহু গুন খারাপ।
এরা দেশদ্রোহী পার্টি।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৭

নতুন বলেছেন: আয়ামীলীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে। আয়ামীলীগের খারাপ যারা আছে তাদের বিচার করতে হবে।

যদি শেখ হাসিনার বিচারে ফাসি হয় সেটা কার্যকর করতে হবে।

কিন্তু দেশের সাধারন মানুষের একটা অংশ আয়ামীলীগের সমর্থক। তারাও শেখ হাসিনার অন্যায় কাজের বিরোধী তাদের অধিকার কেড়ে নেওয়া যায় না।

আর যদিও আয়ামীলীগকে নিষিদ্ধ করতে হয় তবে সেটা ছাত্রজনতা বা বিএনপি জাপা করার কথা বলতে পারে।

কিন্তু জামাতেইসলামী সমর্থকরেরা কোন মুখে বাংলাদেশের রাজনিতি নিয়ে কথা বলে সেটাই তো আমি বুঝতে পারিনা। B-))

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৮

তানভির জুমার বলেছেন: সাধারন মানুষ আওয়ামীলিগ করে না। আওয়ামীলিগ একটা ক্রিমিনাল গ্যাং। ৫ জন ভালো আওয়ামীলিগারের নাম বলতে পারবেন? আওয়ামীলিগ করে সে আবার ভালো হয় কিভাবে? মানে একজন স্বীকৃত বেশ্যাকে আবার বলতেছেন ভার্জিন। জাপার নাম কোথা থেকে আসলো? জামাতেইসলামীর সমর্থক কে? আপনি আমাকে ব্যাক্তিগতভাবে চেনেন?

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগের যারা অন্যায় করেছে, দূর্নীতি করেছে তাদের অবশ্যই বিচার করতে হবে।

বিএনপি আমলের দূর্নীতিবাজরা কে কোথায় আছে, জানেন?

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫

নতুন বলেছেন: জামাতেইসলামীর সমর্থক কে? আপনি আমাকে ব্যাক্তিগতভাবে চেনেন?

আপনার কথা বার্তায় তেমনই মনে হয়। আমার ভুল হলে আন্তরিক ভাবে দুক্ষিত।

আপনার রাজনিতিক আদর্শের প্রিয় দল কোনটি।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জয়বাংলা।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৬

ধুলো মেঘ বলেছেন: আমি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। এমনিতেও এখন নির্বাচন করলে তারা ১০টির বেশি আসন পাবেনা। কিন্তু নির্বাচন না করতে পারলে নিজেদেরকে বিরাট শক্তিশালী ভেবে বসে বসে সুযোগের অপেক্ষা করবে। আর তার ফল হবে অতি ভয়াবহ।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৬

ফাহিম আবু বলেছেন: আপনার সাথে আমি একমত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.