![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষিত তরুণ ও বুদ্ধিজীবীদের আইডল র|খ|ল র|হ|— দ্য ম্যান, দ্য মিথ। কয়েক মাসে মেরে দিছেন ৪০০ কোটি টাকা।
হাসিনার পিয়নের শিক্ষাগত যোগ্যতা কম, সে বুদ্ধিজীবিও না। এজন্য তার ৪০০ কোটি টাকা মারতে ১৬ বছর লাগসে।
আমাগো রাখাল রাহা শিক্ষিত, বুদ্ধিজীবী— সে কয়েক মাসেই ৪০০ কোটি টাকা মেরে দিসে। লেখাপড়া করে যে, অধিক টাকা মারে সে।
২| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা সবাই আম্লিগের তল্পিবাহক। আপনি ভাবতে পারেন এই পশুর মতো একটা লোক কীকরে এনসিটিবি-তে নিয়োগ পায়?
৩| ১০ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৬
কাঁউটাল বলেছেন: সৈয়দ কুতুব সব যায়গায় মৌলভিদের টেনে আনতে চায়। মানসিক বিকারগ্রস্থ একটা লোক।
৪| ১০ ই মার্চ, ২০২৫ রাত ৮:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন:
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এই ফেসবুক পোস্টটা করেছেন আজ। কোনটা সত্য কোনটা মিথ্যা?
৫| ১০ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৪
নিমো বলেছেন: সারভিস মলম, হাসনাত চিক্কুর আব্বু, নাহিদের আয়ের উৎস কী? আসিফের বদলি বাণিজ্য, ঠিকাদারি, একেআজাদের সুগার বেবি বিষয়ক তথ্য নাই আপনার কাছে। তার উপর স্টারলিংক, ডার্ক ফাইবার আরও কত ব্যবসা আসছে রে। সাত মাসেই এই, ১৬ বছরে কোথায় থাকব?
৬| ১০ ই মার্চ, ২০২৫ রাত ৯:২৪
মেঠোপথ২৩ বলেছেন: মেঠোপথ২৩ বলেছেন: @নিমো, অপপ্রচারও কিন্তু একটা প্রচার , বিশেষ করে যদি আপনারা সেটা করেন। বৈষম্যবিরোধি আন্দোলনের সময়কালএই ছাত্রনেতাদের কি পরিমান লোভ দেখানো হয়েছিল, শুনেছেন নিশ্চই। একদিকে সীমাহীণ অর্থ বিত্তের হাতছানি আর অন্যদিকে তখন মৃত্যূ ছাড়া আর কিছু ছিল না। তারা মৃত্যূকে বেছে নিয়েছিল। তাদের মত মানুষদের অবস্য আপনাদের চিনতে পারা সম্ভব নয়।
৭| ১০ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৮
নিমো বলেছেন: @মেঠোপথ২৩, সবেতো ফলকার্ টুর্ক মুখ খুলেছে, মুনতাসিরের বিদেশির পরিচয় বের হয়েছে, অপেক্ষা করুন। কোনটা সুপ্রচার, কোনটা অপপ্রচার সব বের হয়ে আসবে।
৮| ১০ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫৫
নিমো বলেছেন: আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব। নাহিদের সাম্প্রতিকতম বক্তব্য। মেঠো ভাই দয়া করে যদি বলতেন অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশ কি তাহলে ঘাস কাটবে?
৯| ১০ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন:
আওয়ামী দরবেশ ১৬ বছর ক্ষমতায় থেকে ৩৬ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে মর্মে প্রচারণা আছে। জাতীয় নাগরিক পার্টি (NCP) নেতা দল আত্মপ্রকাশ হওয়ার ৯ দিনেই ৪০০ কোটি টাকার দুর্নীতি করেছেন বলে আলোচনা-সমালোচনা হচ্ছে। বোঝা যাচ্ছে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়
১০| ১১ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০১
কাঁউটাল বলেছেন: আওয়ামীর মায়ের বড় গলা
১১| ১১ ই মার্চ, ২০২৫ ভোর ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন নিয়ম হচ্ছে সব জায়গায় আলীগকে টেনে আনা।
তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে বোঝা হাল্কা করা।
কারণ তারা এখন পলাতক।
আধা মরা।
তারা কথা বলতে পারে না।
এই সুযোগ সবাই নেয়।
১২| ১১ ই মার্চ, ২০২৫ সকাল ৯:২১
হাসান মাহবুব বলেছেন: রাখাল রাহাকে নিয়ে প্রতিবেদনটি সরিয়ে নেয়া হয়েছে। শোনা যাচ্ছে রাখাল রাহা না, সার্জিসকে শেল্টারে রাখা তানভীর এটার সাথে জড়িত।
এ ব্যাপারে আপনার মতামত কী?
১৩| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: বোবার কোনো শত্রু নেই।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২৭
সৈয়দ কুতুব বলেছেন: হজুরদের সাথে উনার ভালো সম্পর্ক ছিলো। বিদঘুটে এক কবিতা লিখে এখন দৌড়ের উপর। ইহা সেক্যুলার নয়, সে ভন্ড !