![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।
শূণ্যের সাথে যাত্রা
বাঁকা ছিপে ছেড়া স্বপ্ন
মৃত্যুর সাথে সন্ধি
একটা যদি পাই...
নাবকি ও তার বৈঠা
ছন্দ
একলা পথের পথিক
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২১
শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ সব গুলি পোষ্টে কমেন্টের জন্যও ধন্যবাদ।
২| ২১ শে জুন, ২০২১ রাত ১২:০৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবিগুলো ও ক্যাপশন উভয়ই সুন্দর হয়েছে।
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২২
শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ।
৩| ২১ শে জুন, ২০২১ রাত ১২:২৩
হাবিব বলেছেন: যেন বাস্তব সব ছবি
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২২
শফিউল আলম চৌধূরী বলেছেন: আমি নিশ্চিত করে বলতে পারি একটাও অবাস্তব নয়। এমনকি ভালো দেখানোর জন্য জোর করে রংচংও করা হয়নি।
৪| ২১ শে জুন, ২০২১ রাত ১২:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি।
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৩
শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ...
৫| ২১ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৯
নিয়াজ সুমন বলেছেন: বাহ! সুন্দর ছবি।
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৩
শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ...
৬| ২১ শে জুন, ২০২১ দুপুর ১:৫৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ছবি এবং নাম ভূমিকা - উভয়ের জন্যই +++।
এই আমার জন্মভূমি এই আমার বাংলাদেশ । আমি গর্বিত এই দেশের রুপ মাধুর্যে আর মানের আনন্দে ক্ষণে ক্ষণে গেয়ে উঠি," আমি আকুল হয়ে বসে আছি, পাড়ে লয়ে যাও আমায়"।
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ
৭| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ছবিসমাহার।
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ
৮| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:৪৯
মিরোরডডল বলেছেন:
নাবকি ও তার বৈঠা
শব্দটা নাবিক হবে মনে হয় ।
সবগুলো ছবি সুন্দর কিন্তু একটা যদি পাই বেশী ভালো লেগেছে ।
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
শফিউল আলম চৌধূরী বলেছেন: অফিসের কম্পিউটারে কোন সফটওয়্যার চাইলেই ইন্সটল করা যায় না। বিজয় সিলেক্ট করে লিখেছিলাম, তাই ি আগে পরে হয়ে গেছে!
ঠিক করে দিলাম।
ধন্যবাদ।
৯| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৩০
হাসান রাজু বলেছেন: প্রথম ছবিটায় মুগ্ধ ।
ছন্দের ফ্রেমে ছন্দ আছে।
একটা যদি পাই এ, আর একটু কাছে পাওয়ার (ক্যামেরার পয়েন্ট অব ভিউ থেকে) তাগিদ আছে।
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২০
শফিউল আলম চৌধূরী বলেছেন: ছবি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
প্রথম ছবিটা তোলার জন্য এইখানে প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ভালো লাইট এবং ফাঁকা রোড পেতে।
গরীব ফটোগ্রাফার হলে যা হয়, পাখির ছবি তোলার লেন্স আমার নাই!
১০| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৩
আমি সাজিদ বলেছেন: খুবই সুন্দর হয়েছে।
১১| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
হাবিব বলেছেন: বাস্তব বলতে বুঝাতে চেয়েছি "মনে হচ্ছে ছবির জায়গাটা নিজ চোখে সরাসরি দেখছি।" ধন্যবাদ
১২| ২১ শে জুন, ২০২১ রাত ৮:১৩
আহমেদ জী এস বলেছেন: শফিউল আলম চৌধূরী,
সব ক'টাই ভালো ছবি।
২য় এবং শেষেরটি বেশী সুন্দর।
১৩| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: সব ছবিগুলোই খুব ভালো লাগলো।
১৪| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৪
মোঃমোজাম হক বলেছেন: ভাল সিলেকশন , চমৎকার ছবি
১৫| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মুগ্ধকরা ছবি।
১৬| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:০৫
অপু তানভীর বলেছেন: খুবই চমৎকার ছবি । বিশেষ করে একটা যদি পাই টা .
২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:১৭
শফিউল আলম চৌধূরী বলেছেন: ধন্যবাদ
১৭| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৭:৩৭
অপু তানভীর বলেছেন: ভাই, আমার একটি পোস্ট আপনার দুটি ছবি নিয়ে পোস্ট করেছি সুত্র উল্লেখ করেই। নিচে আমি বলেই দিয়েছি যে যদি আসল ছবির মালিকগন আপত্তি তোলে তাহলে ছবি সরিয়ে নেওয়া হবে। পোস্ট টি আপনি নিশ্চয় দেখেছেন। পোস্ট টি কেবল আমার নিছক ভাল লাগা প্রকাশ করতে।
ছবি নেওয়ার ব্যাপারে সম্ভবত আপনার আপত্তি রয়েছে।
আমি দুঃখিত ছবি ব্যবহারের জন্য। ছবি দুটি আমি সরিয়ে নিচ্ছি।
০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২০
শফিউল আলম চৌধূরী বলেছেন: আমি আপনার অনুভুতি বুঝতে পারছি; কিন্তু একটা কথা নিশ্চই শুনেছেন, 'ঘর পোড়া গরু সিন্দুরে মেঘ দেখলেও ভয় পায়' কিংবা 'চুন খেয়ে যার মুখ পুড়েছে, দই দেখলেও সে ডরার'...... আমার অনেক ছবি এভাবে বিভিন্ন পত্রিকাতে গিয়েছে; এক্সিবিশনে গিয়েছে; শেষ মেষ অন্যকেউ পুরুস্কার মুঠো করে বাড়ি হেটেছে!
আপনার এমন উদ্দেশ্য নাই আমি এ বিষয়ে নিশ্চিত; তবে আমার এখন কোথাও ছবি পোষ্ট করতে কষ্ট লাগে ঐ সকল মানুষদের কারণে। আর কেউ যদি কপি করে; তাহলে আরও বেশী খারাপ লাগে।
আশাকরি আপনি আমার দিক থেকে চিন্তা করলে কিছুটা হলেও আমার আপত্তির কারণটা বুঝতে পারবেন।
১৮| ০৫ ই জুলাই, ২০২১ রাত ২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটা যদি পাই...
..................................................
এর জন্য আপনাকে অভিনন্দন
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২১ রাত ১১:০০
শেরজা তপন বলেছেন: সবগুলো ছবিই সুন্দর হয়েছে! অল দ্যা বেস্ট