![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।
ব্লগার মোঃ ইকরাম একটি বই লিখেছেন, সেই বইয়ের প্রচারণা চালাচ্ছেন ব্লগে। ভালো, এতে আমার কোন আপত্তি নাই।
তবে তিনি একজন লেখক হয়েও আমার লেখা হুবহু (সামান্য একটা লাইন এ্যাড করে) কপি করে নিজের বইয়ের প্রচারণা চালাচ্ছেন! কিন্তু কেন? তিনি না লেখক? তার নিজের বইয়ের প্রচারণা কি নিজের লেখা দিয়ে করা যেতো না?
আর যদি আমার লেখা কপি করতেই হয়, তাহলে উনি কেন আমার কাছ থেকে পারমিশন, অন্তত আমার নামটা উল্যেখ না করেই কপি পেষ্ট করবেন?
এ কেমন লেখক?
স্ক্রীণ শটের সাথে আমার লেখা মিলিয়ে দেখতে এই লিংক ভিজিট করতে পারেন।
লেখার স্ক্রীণশট
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮
শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার কমেন্ট পড়ে আবার তার পোষ্ট খুলবার চেষ্টা করলাম; তিনি লেখাটি ডিলিট করে দিয়েছেন। খুব সম্ভবত আমি অরিজিনাল লেখার লিংক সহ তার লেখার নিচে কমেন্ট করেছিলাম সেজন্যই ডিলিট করেছেন।
উনার পুরা লেখার স্ক্রীণশট রেখে দিয়েছি। পোষ্টে এ্যাড করা আছে; দেখতে পারেন।
২| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৬
নীল আকাশ বলেছেন: ভাই, আমি আপনার কথা বিশ্বাস করেছি। করেছি দেখেই আপনার মূল পোস্ট এবং এই পোস্টটি দু'জায়গায় মন্তব্য করেছি।
উনি পোস্ট ডিলিট করে দিয়ে ভালো করেছেন ব্লগে এই ধরনের কাজ নোংরামি ছাড়া আর কিছু না। মডু দেখতে পেলে উনাকে সিরিয়াস শাস্তি দিতেন। সামু ব্লগের এটা ভয়াবহ অপরাধ।
১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৩
শফিউল আলম চৌধূরী বলেছেন: পোষ্ট ডিলিট করাটা ভালো; কিন্তু তার থেকে কয়েক হাজার গুনে ভালো হচ্ছে কপি-পেষ্ট না করা!
৩| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লোকটা হয়তো অসুস্থ, নইলে হুবহু নকল করবে কেন?
১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১:২৪
শফিউল আলম চৌধূরী বলেছেন: জ্ঞানের ফেরিওয়ালারা অসুস্থ হলে বিপদ!
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৬
নীল আকাশ বলেছেন: আপনার অসাধারণ লেখাটা আগে পড়ে এসেছি। দুর্দান্ত লিখেছেন। কিন্তু যার কথা বলছেন তার সেই পোস্ট কোথায়?
প্ল্যাগরারিজম খুব নোংরা একটা বিষয়। অন্য কাউকে লেখায় কৃতিত্ব দেয়ার মাঝে লজ্জার কিছু নেই।
শুভ কামনা আপনার জন্য।