![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫২,৬৯,৭১কিংবা ৯০; বর্তমান সময়ে দেশটার সাথে ওই সময়ের দেশটার খুব একটা তফাৎ দেখছিনা। কিন্তু বিনাদোষে পদে পদে বিপর্যস্ত বাঙালি এখনো সেরকম ফুঁসে ওঠেনি।রাস্তায় নেমে অধিকার আদায়ে জোরালো প্রতিবাদ এখন আর দেখাই যায়না। কারণ একটাই,দেশের ১৬ কোটি মানুষ জানে আরেক সাগর রক্ত বয়ে গেলেও বিএনপিই পরবর্তী সরকার গঠন করবে। তাই যতই জোর যুলুম করা হোক না কেন,অধিকার আদায়ে মাঠে কেউ নামবেনা।ব্যপারটা অনেকটা এরকম, আমি তো জানি ক্ষমতাটা আমার হাতেই আসবে,তাই মসনদে বসার আগে ঘাম রক্ত ঝরিয়ে অর্জনটা একটু হালাল করে নিচ্ছি!
নাহ, আওয়ামীলীগের বিপক্ষে বললেই আজকাল আর কেউ রাজাকার হয়ে যায়না বা রাজাকার বললেও আপনার কথাটা কেবলই একটা শব্দ হয়েই থাকবে। যেই দুইটা মাস চেতনার ফেরিওয়ালা হিসেবে ছিলেন, অর্জনটা অখানেই শেষ। ওখান থেকে লীগের অনেক ক্ষতি হয়ে গেলেও না চাইতেও বিএনপি বেশ লাভবানই হয়েছে। ১৬ তারিখে ফাঁসিতে ঝুলাবেন তো একজনকে, আনন্দে মিষ্টি বিতরণ করবেন!!! দয়া করে মুখে হাসি ঝুলিয়ে ভি চিহ্ন দেখিয়ে মিডিয়ার সামনে পোজ দিয়েন না। আসছে ৫ বছরে আপনার সুস্থ থাকার নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারব না। বাংলাদেশী হিসেবে বিজয়ের দিনে লাল-সবুজ রঙে আমিও রঙিন হব। মুক্তিযুদ্ধের চেতনায় ও উদ্বুদ্ধ হব। তবে কথা একটাই, আনন্দে খুব বেশি উদ্বেলিত হয়ে নিজের ভবিষ্যৎটাকে আবার দা-কুড়ালের নিচে ফেলে দিয়েন না।
©somewhere in net ltd.