নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকার চেস্টা করছি

শাহ পরান

ভালবাসা বর্ণনা করা যায়না ভালবাসা অনুভব করতে হয় । [email protected] 01816071920

শাহ পরান › বিস্তারিত পোস্টঃ

এটিএম জালিয়াতির বিদেশি ব্যক্তি শনাক্ত/ ইমিগ্রেশনও সতর্ক

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

এটিএম কার্ড জালিয়াতি। নিরাপত্তার জন্য যে ব্যবস্থা, সেই নিরাপত্তাই এখন ঝুঁকিতে। তাই আতংকিত ৯০ লাখ এটিএম কার্ডধারী গ্রাহক। সতর্ক অবস্থানে রয়েছে ব্যাংকগুলোও। বাংলাদেশ ব্যাংক বলছে : ব্যাংক কর্মকর্তারা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এটিএম বুথ হাতের কাছেই । ঝামেলাহীন। ব্যাংকে গিয়ে টাকা তোলার ঝক্কি নেই। প্রয়োজনও নেই ঘর থেকে নগদ টাকা বহনের। টাকাও তোলা যায় ২৪ ঘন্টাই।
কিন্তু সেই ব্যবস্থাই এখন ঝুঁকিতে। সম্প্রতি তিনটি ব্যাংকের চারটি বুথ থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও হবার ঘটনা নতুন করে চিন্তায় ফেলেছে অগনিত গ্রাহককে।এতো গেলো জালিয়াতি। এর আগেও খবরের শিরোনাম হয়েছে এটিএম বুথ । ছিনতাইকারীদের টাগের্টে এটিএম বুথ আর এটিএম কার্ডধারীরা। তাছাড়া ছেঁড়া টাকা, আর নকল টাকাও বুথ থেকে পাবার অভিযোগ তো আছেই।অবশ্য এখন আরো বেশি সতর্ক ব্যাংকগুলো। আশংকা, এসব ঘটনা ব্যাংকিং খাতে প্রভাব ফেলারও। তবে বেশি চিন্তায় পড়েছে ব্যাংকগুলোর অভিভাবক, বাংলাদেশ ব্যাংক । এমন ঘটনা ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ব্যাংকগুলোতে। নজরদারিতে আসছেন ব্যাংক কর্মকর্তারাও ।উন্নত দেশগুলো কিভাবে এসব পরিস্থিতি মোকাবেলা করছে, সে অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় বাংলাদেশ ব্যাংক ।
গোলাম কাদির রবুর রিপোর্ট।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩

বিপরীত বাক বলেছেন: আরি ধুর।
ওইটা বিলাতি না কনফার্ম।
বাঙালই হবে টবে। পাউডার বেশি মাইখা আইছে হয়তো।
বাঙালের মত চোর বাটপার জাত দুনিয়াতে আর দুটি আছে বলে মনে হয় না।

দেশটার পিছন সামন পাশ আগা মাথা কোনা কানি সব চোর চামারে ভরে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.