![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলায়ন করিব না, কেননা পলায়নে পরাজয়, আমি বরং ধ্বংস হইব ,তবু পরাজয় বরন করিব না ......
এক জনৈক বাচাল রাক্ষসের কথা বলছি,
আন্ধাদের চোখ দিয়ে না দেখাই ছিল তার রায়,
আন্ধা হয়েও চোখ মেলে তাকিয়ে ছিলাম আমি,
তাই আজ আমি অপরাধী, আমি ’এয়াহুদি বিদ্বেষী ’
তাহার ভয়ে করতে পারিনি আমি সত্য উচ্চারন,
বন্দি হয়ে আছি আমি, থাকতেও চাই বন্দি হয়ে।
সেই ভিনদেশী রাক্ষসের কথা বলিয়া দেখ তুমি,
শুধুই ভার বইতে হইবে শৃঙ্খলের,
কেবলই হোঁচট খাইবে দিন-রাত্রি,
তাহার অটল মসনদে...........
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪
মুশি-১৯৯৪ বলেছেন:
ধন্যবাদ স্যার। আরও কিছু লিখতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে কলমের কালি নি:শেষিত প্রায়..........
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪
উম্মে সায়মা বলেছেন: বন্ধি<বন্দী
খুব সুন্দর হয়েছে ভাই।
শুভ কামনা....
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০
মুশি-১৯৯৪ বলেছেন:
ধন্যবাদ বুবু , আপনার অনুপ্রেরনাই আমাকে লেখার শক্তি দিয়েছ।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: শিরোণামে রূপকথা বানানটি ঠিক করে দিন।
শুভকামান রইল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
মুশি-১৯৯৪ বলেছেন:
ধন্যবাদ স্যার। আমার বুবুর পরামর্শে কবিতার নতুন নাম দিলাম।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯
উম্মে সায়মা বলেছেন: আশা করি সবসমশ তোমাকে অনুপ্রেরনা জোগাতে পারব।
আমার পরামর্শে নাম দেয়ায় ধন্যবাদ
ভালো থেকো...
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১
উম্মে সায়মা বলেছেন: টাইপো হয়েছে
সবসমশ< সবসময়
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২
মুশি-১৯৯৪ বলেছেন:
মনে হচ্ছে ভূল আমরা সবাই করি, তবে আক্ষরিক ভূল শুধরাবার মতো ,জীবনের ভূল গুলো যদি শুধরাতে পারতাম, যদি ফিরিয়া যাইতে পারতাম শৈশবে......
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
পলাশমিঞা বলেছেন: অন্যমাত্রার চিন্তা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
মুশি-১৯৯৪ বলেছেন:
ডমিনেন্ট ভার্সনটাকে অন্যমাত্রায় আক্রমনের চেষ্টা করেছি.........
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
পলাশমিঞা বলেছেন: সাবধানে সাধনা করবেন। এমনা চিন্তায় চেতনা বিষাক্ত হয়। বন্ধুরা দূরত্ব বজায় রাখে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
মুশি-১৯৯৪ বলেছেন:
The artist should not fear being considered absurd as long as the artistic efforts are sincere.
- Edward Estlin Cummings
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
পলাশমিঞা বলেছেন: কথা সত্য, তবে খেয়াল রাখতে হবে তা মারাত্মক হচ্ছে কি না?
অনেকে সময় দেখা যায়, মাত্র কয়েক জনের চিন্তা অন্যসবের জন্য কষ্টের কারণ হয়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২
মুশি-১৯৯৪ বলেছেন:
সত্যর প্রতি দায় থেকে লিখেছি, কেউ কষ্ট পাবে ভেবে যদি চুপ থাকি, আমার মতে এর থেকে বড় মিথ্যাচার বড় কেলেঙ্কারি আর কিছু নেই.........
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হচ্ছে, রূপকথাই মানুষ বেশী ভালোবাসে; কারণ, রূপকথায় ভুল থাকে না, ভুলটাই রূপকথার অংশ হয়ে যায় ক্রমেি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২
মুশি-১৯৯৪ বলেছেন:
সত্য অবিনশ্বর, মিথ্যা দিয়ে সত্যকে কখনই চাপা দেওয়া যায় না । রূপকথা বলে যতই রম্য করি না কেন, দালালি আর হবে না হালাল......
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
পলাশমিঞা বলেছেন: আমি আসলে ইংলিস পড়ে লিখেছিলাম।
আপনি যা লিখেছেন তা সত্য এবং অনেকে উপকৃত হবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
মুশি-১৯৯৪ বলেছেন:
জানি জগতের অধিকাংশ লোক আমার কবিতাকে গ্রাহ্য করবে না, তবুও নিজের কথা বলে যেতে চাই ,কিংবা অভিশাপ মুক্ত হতে চাই......
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫
পলাশমিঞা বলেছেন: এভাবে চিন্তা করলে মন খারাপ হবে।
কে পড়ল কে পড়ল না তা নিয়ে মাথা না ঘামিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করুন।
আপনার জন্য শুভ কামনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
মুশি-১৯৯৪ বলেছেন:
ধন্যবাদ । মন খারাপ হলেই আনার ব্লগে চলে যাই, তাই বেশিক্ষন মন খারাপ থাকার প্রশ্নই ওঠে না।
”আসলে কী হয়েছে আমার মাথা গেছে “ ,কথাটি পরেই মন ভাল হয়ে গেল ।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১
পলাশমিঞা বলেছেন: হাহাহাহাহাহা।
আপনি বলুন মাথা থাকলে এমন চিন্তা কি আমি করতে পারতাম?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৮
মুশি-১৯৯৪ বলেছেন:
মাথা খারাপ সঙ্গত কারনে হইছে না বিসঙ্গগত কারনে হইছে, সেই তর্ক আপাতত স্হগিত রাখিলাম....।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০১
পলাশমিঞা বলেছেন: ঠিকাছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০৯
মুশি-১৯৯৪ বলেছেন:
চাঁদগাজী স্যারের পোষ্টে বই মেলা নিয়ে অনেক সমালোচনা করে মন্তব্য করেছি, তাই কিছুটিা চিন্তিত...।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১১
পলাশমিঞা বলেছেন: কাউকে বকাঝকা করেননিতো? আমি যেয়ে পড়ে দেখি কী লিখেছেন।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৬
পলাশমিঞা বলেছেন: পড়েছি, চিন্তা কারণ নেই, ওসব বাতাস!
বাংলা একাডেমিতে যারা কাজ করে ওরা জানে না কখন কী করতে হয়। ওদের জন্য এখন আমার মায়া হয়।
তবে কোনএদিন তাদের উপর আমার অনেক আশা ছিল।
এখন আমি আর তাদের ধার ধারি না। ওরাও দলের দালালি করে। মুখ দেখে পদক দেয়। সব লীলা খেলা।
আমি এখন আন্তরজাতিক প্রকাশক। আমার প্রকাশিত বই যেকোনো দেশ থেকে কিনতে পারবেন। দাম বেশি পড়বে, কারণ তা আমাজন থেকে পাঠাবে।
আমার প্রকাশিত বই বই মেলায় গিয়েছে।
দয়া করে বকাবকি করবেন না। সাধু ভাষায় বকাবকি করা যায়
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২২
মুশি-১৯৯৪ বলেছেন:
ভরসা পাইলাম । আপনি যেহতু সিনিয়র ব্লগার, তাই কতখানি বললে শালীনতার মাত্রা ছাড়ায় একটু যদি ব্যাখা করেন..।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৫
পলাশমিঞা বলেছেন: আমি শুধু বলব, আমি বিশ্বাস করি ব্লগে যারা ব্লগি করি আমরা ভালোমানুষ। সভ্য এবং ভদ্র।
রাগের মাথায় অনেক সময় আবুল তাবুল বকি। রাগ কমলে আক্ষেপ করি।
কাউকে বকা দেওয়া থেকে বিরত থাকবেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আবেগ দেখাতে যেয়ে বিপদে পড়বেন না।
ভুল ধরা পড়লে বলবেন এটা হয়তো ভুল হয়েছে।
এককথায় আপনার কাছে যা খারাপ লাগবে তা নিশ্চয় অন্যের কাছেও খারাপ লাগবে।
আশা করি বুঝাতে পেরেছি?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১
মুশি-১৯৯৪ বলেছেন:
বুঝতে পেরেছি, তবে বিখ্যাত মার্কিন কবি Etheridge Knight এর মতে অনেক প্রতিবাদী কবিতা ভাষার কারনে শিহরন জাগাতে পারে না, মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হইল যৌনতা বিষয়ে লিখলে সে শিহরিত হয়, আবার স্বাভাবিক ভাবে না বলে গালি দিলে সে শিহরিত হয়। আমি হয়তো তার কথা হুবহু বলতে পারলাম না, তবে তার কবিতায় গালাগালি ভাষা ব্যবহার করতে দেখেছি ।
আমি এক অপদার্থ ও মূর্খ , কিন্তু যতটুকু বুঝিলাম Etheridge Knight মতে শিহরন জাগাইতে হইলে গালাগালির বিকল্প নাই ।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬
মো সজীব হাসান খাঁন বলেছেন: রুপকথা এখন আর হয়না, তার পরে ও ভাল লাগল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
মুশি-১৯৯৪ বলেছেন:
কবিতা পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ । ভাল থাকবেন ।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০
পলাশমিঞা বলেছেন: আমি ভলোমানুষ হতে চাই
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
মুশি-১৯৯৪ বলেছেন:
আমার মতে গালি দেবার জন্য কউকে যদি ব্যান্ড করা হয় ,তাবে বলতে হবে শিল্প সর্ম্পকে যথেষ্ঠ জ্ঞান “এডমিন” রাখেন না।
কেননা ভাষায় অশ্লীল বলে কিছু নেই, শিল্পসম্মত প্রয়োগই হচ্ছে মূল কথা........
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
পলাশমিঞা বলেছেন: জি,
"Nudity is art"
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১
মুশি-১৯৯৪ বলেছেন:
ব্লগার কালিদাস এক মন্তব্যে বলেছিলেন উনি গালি দেবার জন্য অনেকদিন ব্যন্ড ছিলেন।
তাই এই গালির প্রসঙ্গ তুলিলাম, যে কেউ যদি গালির / ভাষার শিল্পসম্মত প্রয়োগ করে তবে তাকে ব্যন্ড করা উচিত নয়।
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: রূপকথা মাথায় ঠিক ঢুকল না
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭
মুশি-১৯৯৪ বলেছেন:
কবিতা পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ ।
”বর্গি এল দেশে” কবিতাটির মত ,উপনিবেশ সময়ে ময়েরা যেমন বর্গির ভয় দেখিয়ে সন্তানদের ঘুম পড়াতেন, এই রাক্ষসের কথা বলেও মায়েরা সন্তানদের ঘুম পড়াতে পারেন।
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫
পলাশমিঞা বলেছেন: আমি হেসেছি।
লেখা পড়া করে গালাগালি করলে মানইজ্জত তেজপাতা হয়ে যাবে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২
মুশি-১৯৯৪ বলেছেন:
তার মানে দারাইতেছে ব্লগে, ভদ্র ভাষায় সমালোচনা মানে নিজের প্রান বাচাইয়া শত্রু নিধন,
আর গালি দেওয়া মানে নিজের প্রান দিয়া শত্রু সংহার.....।
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫
পলাশমিঞা বলেছেন: আপনার সাথে আমি আর পারব না
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
মুশি-১৯৯৪ বলেছেন: তবে এইটুকু বুঝিয়াছি যে, ব্লগে জীবন টিকাইয়া রাখিতে হইলে, এই স্ববিরোধ বুকে ধারন করিয়া থাকিতে হইবে..
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২২
পলাশমিঞা বলেছেন: ব্লগে আমি আনন্দরে জন্য আসি।
বাড়াবাড়ি শুরু হলে আমি অন্য কাজে ব্যস্ত হই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫২
মুশি-১৯৯৪ বলেছেন:
ব্লগে অনেক রম্য লেখা আছে, পড়ে হাসেতে পারেন, তবে অট্টহাসি দেবেন না, কারন আনুসাঙ্গিক ক্ষয়ক্ষতি হিসেবে হার্ট
এ্যটাক হতে পারে....।
২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৫
পলাশমিঞা বলেছেন: আপনি সত্য বলেছেন, এই জন্য ভাগতে চাইছি। হঠাৎ হার্ট একটা হওয়ার সম্ভাবনা বেশি। কখন কোন ফাঁকে যে মারামারি শুরু হবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
ডর লাগে গো!
২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: ভাল পোস্ট।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১০
মুশি-১৯৯৪ বলেছেন:
কবিতা পাঠ ও মন্তব্যর জন্য ধন্যবাদ । ভাল থাকবেন ।
২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা রাক্ষস নিয়ে আর কতকাল চলবে?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৫
মুশি-১৯৯৪ বলেছেন:
রাক্ষস আমার কলমের সব কালি খেয়ে ফেলেছে মনে হচ্ছে...।
২৭| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২০
অরুনি মায়া অনু বলেছেন: এটা কেমন রাক্ষস, ঠিক বুঝলামনা
১২ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
মুশি-১৯৯৪ বলেছেন:
ভয় নেই এটি নখ,দন্তহীন ভিনদেশী রাক্ষস ।
আমার ব্লগে আপনার প্রথম ভ্রমন এবং মন্তব্যর জন্য ধন্যবাদ। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর