নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ক্রমাগত শিখছি। মানুষ মাত্রই ভুল

আমি খুবই সাধারণ

শাহাদাত রুয়েট

আমি খুবই সাধারণ।নিজের সম্পর্কে এটুকুই।

শাহাদাত রুয়েট › বিস্তারিত পোস্টঃ

রাজারবাগী পীরের পরিচয়, ভ্রান্ত-চিন্তাধারা ও তার খন্ডন ( পর্ব-০১)

০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৬

রাজারবাগী পীরের পরিচয়:

রাজারবাগী পীরের নাম জিল্লুর রহমান। ৫নং আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭।মুহাম্মাদীয়া জামিয়া শরীফ ও সুন্নাতী জামে মাসজিদ তার দরবার।তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন প্রভাকরদী গ্রামের তাঁতী ও সুতা ব্যবসায়ী মরহুম জনাব মোখলেসুর রহমান মিঞার ৩য় পুত্র। তিনি নিয়মতান্ত্রিক লেখাপড়া কোন আলেম নন, একজন কলেজ শিক্ষিত ব্যক্তি । তবে তিনি দাবী করেন যে, তাকে ইলমে লাদুন্নী দান করা হয়েছে। তিনি বাহরুল আলেম বা জ্ঞানের সমুদ্র। তার দাবী হল তিনি সাধারণ পীর নন বরং গাউসুল আজম এবং আমীরুল মু’মিনীন ফিত তাসাউফ অর্থ্যাত তাসাউফ শাস্ত্রেও সর্বোচ্ছ নেতা। তার মুরীদগণের বর্ণনা মতে বড়পীর আবদুল কাদের জিলানীর চেয়েও তার মাকাম অনেক উর্দ্ধে। ( তথ্যসূত্র: মাসিক আল বায়্যিনাত, ৭৩তম সংখ্যা, সেপ্টেম্বর ১৯৯৯, পৃষ্ঠা-৪৬ ।

এছাড়াও উক্ত সংখ্যায় লেখা হয়েছে, উল্লেখ্য রাজারবাগ শরীফের হযরত পীর সাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী-এর নামের পূর্বে যেসব লক্বব রয়েছে , উনি তারও উর্দ্ধে। এমনকি কথিত গাউসুল আযম লক্ববেরও উর্দ্ধে।

বুজুর্গী প্রমাণের ধরণ:



নামের খেতাব নিয়ে বাড়াবাড়ী:



নিজের নামের আগে পিছে ৫০এর অধিক খেতাব সংযুক্ত করেছেন। আজ পর্যন্ত উম্মাতের কেউ এমন খেতাবের বিশাল বহর নিজের নামের সাথে যুক্ত করেনি। তিনি বলেন এর অনেকগুলো খেতাব তাকে দিয়েছেন তরীকতের ইমাম বা পীর আউলিয়াগণ।

তার খেতাবের মধ্যে অন্যতম হলো:

মুফতিহুল আজম

বাহরুল উলূম ওয়াল হিকাম

হাফিজুল হাদীস

হাকিমুল হাদীস

হুজ্জাতুল ইসলাম ফিল আলামীন তাজুল মুফাসসিরীন

রইসুল মুহাদ্দিসীন

আমীরুল মু’মিনীন ফী উলুমিল ফিকহে ওয়াত তাসাওউফ

মাখযানুল মারেফাত

ইমামুস সিদ্দীকিন

গাউসুল আজম

কুতবুল আলম

সায়্যিদুল আউলিয়া

আফজালুল আউলিয়া

সুলতানুল আরিফীন

শাইখুশ শূয়ুখ ওয়ার মাশায়েখ

মুজাদ্দিদ ফিদদীন

সায়্যিদীন মুজতাহিদীন

কাইউমুয যামান

হাবীবুল্লাহ প্রভৃতি। ( প্রমাণ জানতে তাদের আল বায়্যিনাত পত্রিকা ও তাদের হ্যান্ডবিল দেখুন )

পত্রিকায় দাবী করা হয়েছে, “মাওলানা আশরাফী আলী থানবী সাহেবের লক্বব ছিলো প্রায় ৬১টি। এমনিভাবে ইমাম আবু হানীফার ৪৮টি, বড়পীর আব্দুল কাদের জিলানী সাহেবের লকব ৫১টি, ইমাম বুখারীর ২৮টি।

যুক্তির খন্ডন:

কিন্তু রাজারবাগী সাহেব এটা চেপে গিয়েছেন যে, এসব লকব তাঁদের নিজের দেয়া নয়। বিভিন্ন জন তাদের প্রশংসায় যেসব শব্দাবলী ব্যবহার করেছেন, তা গণনা করলে হয়তবা এরকম সংখ্যা দেখানো যাবে, কিন্তু তারা নিজেরা কখনও আত্মপ্রচারের জন্য এসব খেতাব চয়ন করে নিজেদের নামের সাথে জুড়ে দেন নি। তদুপরী তার রাজারবাগী সাহেবের ন্যায় নামের আগে পিছে এসব খেতাব চয়ন করে নিজেদের নামের সাথে জুড়ে দেননি। বরং পূর্বসুরীদের অনেকে এটা পছন্দ করতেন, তার বহু প্রমাণ রয়েছে। অতএব এসব জারিজুরি করে জনগণকে ধোকা দেয়া ঠিক না।

এছাড়াও দাবী করে যে, তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ কর্তৃক, রাসূল (সা) কর্তৃক ও আউলিয়া কর্তৃক এসব খেতাব লাভ করেছেন বলে দাবী করেন, অথচ স্বপ্ন শরীআতে হুজ্জাত বা দলীল নয়। ইসলামী শরীয়াতের দলীল কুরআন ও সুন্নাহ। সপ্ন তো দলীল হতে পারেনা। একমাত্র নাবী গণের সব স্বপ্ন সত্য।

নাম নিয়ে আরো অনেক বাড়াবাড়ী রয়েছে। সেগুলো আসবে আগামী পর্বে।

মন্তব্য ১৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১০

বলতে দিন বলেছেন: সাবধানে আগে বাড়েন ভাইজান, হয়তো ব্লগে তার অনেক অন্ধ ভক্ত আছে যারা ঠিক মতো নামাজ পড়েন না অথচ পীর বাবাকে সেজদা করেন ঠিক মতো এবং তার কাছে কাকুতি মিনতি করেন যেন তিনি আল্লাহকে একটু বলে দেন তাকে ক্ষমা করার জন্য বা একটা সন্তান দেওয়ার জন্য বা ব্যবসায় লাভের জন্য। ওনার দরবারে যারা যান তারা পথভ্রষ্ট এবং পীর সাহের নিজেও তাদের অন্তর্ভূক্ত। আল্লাহ এসকল ভক্তাতদের দৃষ্টিকে পীর সাহেবের প্রতি শুশোভন করে দিয়েছেন যেন তারা আর ফিরতে না পারে। আল্লাহ পাক কাল ক্বিয়ামতের মাঠে এসকল সমস্যার সমাধান করে দিবেন। এখন শুধু দেখে যান আর সঠিক পথ আকড়ে ধরে থাকেন। সহীহ হাদীসের পাতায় চোখ রাখেন, নিয়মিত হাদীসের মূল বই পড়েন দেখবেন কোনটা দুধ আর কোনটা পানি তা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমীন।

০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৭

শাহাদাত রুয়েট বলেছেন: আল্লাহ আমাদের হেদায়াত করুন। আমীন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২

রিফাত হোসেন বলেছেন: বলতে দিন বলেছেন: সাবধানে আগে বাড়েন ভাইজান, হয়তো ব্লগে তার অনেক অন্ধ ভক্ত আছে যারা ঠিক মতো নামাজ পড়েন না অথচ পীর বাবাকে সেজদা করেন ঠিক মতো এবং তার কাছে কাকুতি মিনতি করেন যেন তিনি আল্লাহকে একটু বলে দেন তাকে ক্ষমা করার জন্য বা একটা সন্তান দেওয়ার জন্য বা ব্যবসায় লাভের জন্য !!!


নাউজুবিল্লাহ । আমি কোন গোড়া মুসলিম নই । তবে আল্লাহ ব্যতীত কাউকে সৃষ্টিকর্তা মানি না ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৫

টকঝালমিষ্টি বলেছেন: আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইবলিশের হাত থেকে মুসলমানদের রক্ষা করেন।

০৯ ই মে, ২০১২ রাত ৮:০৫

শাহাদাত রুয়েট বলেছেন: ameen.

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৭

মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন: জিল্লুর রহমান নামে পরিচিত হলে সমস্যা কি ? এতো উপাধীর কি আদৌ প্রয়োজন আছে ?

আমার মনে হয়, তাকে ও তার সমর্থকদের এসব ভাবার প্রয়োজন আছে । কারণ সব মানুষ রাজনৈতিক দলের নেতাদের মতো উপাধীওয়ালাদের কাজকে সমর্থন করে না ।

বাংলাদেশে পীর মুরদী এখন এক ধরনের লাভজনক ব্যবসা হিসেবে পরিনত হয়েছে । এখন প্রচারে প্রসার থিওরী ব্যবহার করে শিক্ষীত লোকদের আগের মতো টানা যাবে না । তবে অশিক্ষীত ও ধর্মে প্রায় অজ্ঞ লোকদের হয়ত টানা যাবে ।

একটা এন.জি.ও সুদের ব্যবসা দিয়ে মানুষের যে সেবা করে একটা পীর তাও করতে পারে না । অথচ ধর্ম বলে আল্লাহকে পেতে হলে তার সৃষ্টি জগতকে ভালবাসতে হবে ।

০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৪

শাহাদাত রুয়েট বলেছেন: আপনার সাথে সহমত ।এটা এক ধরণের ব্যবসা।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩

নতুন বলেছেন: ভন্ড ! ভন্ড !!ভন্ড !!!

০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

শাহাদাত রুয়েট বলেছেন: সহমত।

৬| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৫২

রাকি২০১১ বলেছেন: এসব লোকদের থেকে ১০০ মাইল দুরে থাকুন।

৭| ২১ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:২৮

Nahid Parvez বলেছেন: উনি মধ্যপ্রচ্য থেকে মসজিদ বানানোর কথা বলে টাকা এনে সেই টাকা দিয়ে পার্বত্য এলাকায় ২০০০ একর জমি কিনেছেন।

ওনার মুরিদেরা হামাগুড়ি দিয়ে ওনার পায়ে গিয়ে চুমু খায়।
আবার ওনার দিকে পিছন ফিরে আসা নিষেধ।
ইসলামে যে গীবত হারাম অহরহ তা উনি অবলীলায় করে জাচ্ছেন।

০৯ ই মে, ২০১২ রাত ৮:০৪

শাহাদাত রুয়েট বলেছেন: thanks.

৮| ০১ লা আগস্ট, ২০১২ রাত ৯:১৭

ববিজী বলেছেন: সকল ভন্ড পীরদের জন্য.......

১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১৪

শাহাদাত রুয়েট বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:২৭

এন ইউ এমিল বলেছেন: ভন্ড ভন্ড ভন্ড ভন্ড ভন্ড ভন্ড ভন্ড ভন্ড ভন্ড

১০| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এই শালা একটা ফ্রড। আমি পারসোনালি চিনি এই হারামীটারে । X( X( X(

১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

কসমিক রোহান বলেছেন: টকঝালমিষ্টি বলেছেন: আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইবলিশের হাত থেকে মুসলমানদের রক্ষা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.