নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ক্রমাগত শিখছি। মানুষ মাত্রই ভুল

আমি খুবই সাধারণ

শাহাদাত রুয়েট

আমি খুবই সাধারণ।নিজের সম্পর্কে এটুকুই।

শাহাদাত রুয়েট › বিস্তারিত পোস্টঃ

Shortcut ভাইরাস থেকে মুক্তি পাবার উপায় কি ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

আমি কম্পিউটারে Eset Smart Security ইউস করি। সবসময় আপডেট করি। কিন্তু ইদানীং এই অ্যান্টিভাইরাসের Performance এ আমি বিরক্ত। ভাইরাস তো কিল করছে না বরং ভাইরাসে আক্রমণে আমার পিসির বিশাল পরিমাণ ডাটা হারিয়ে গেছে। নতুন একটি ভাইরাস এসেছে সবকিছু Shortcut হয়ে যাচ্ছে। এখন কি উপায় । ইসেট তো কিছুই করতে পারছে না।

প্লিজ এটার সমাধান দেন।



আর একটি বিষয় আমি কিনে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে চাই। এজন্য কোনটা ভালো হবে। যেটা পিসিকে ভারী করবে না কিন্তু সর্বোচ্চ Protection দিবে।



আমার পিসির র‍্যাম 2GB হার্ডডিস্ক ৩২০ । এই দিক দিয়ে বললে বেশ উপকার হতো ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





প্রায় ৬ বছর ধরে ইসেট ব্যবহার করছি এবং আমি পুরোপুরি সন্তুষ্ট। আর এটা নিয়ে আমার একটা পোষ্টও আছে, চাইলে দেখে আসতে পারেন।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

জাহাঙ্গীর গুরু বলেছেন: কিছুদিন আগে আমার এরকম একটা প্রব্লেম হইছিল। পিসিতে পেন ড্রাইভ ঢুকানোর পর পেন ড্রাইভ এ যে ফাইল গুলো ছিল সবগুলোর একটা করে সর্ট কাট তৈয়ার হয়। পরে usbfix সফটওয়্যার দিয়ে সমসসার সমাধান করা হয়। এটা ফ্রী। নেট থকে ডাউনলোড করে নিতে পারেন।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

উবুন্তু বলেছেন: Anti-Virus আপাতত কেনার দরকার নাই । আপনি AVG Internet Security 2014 ও USB Disk Security ব্যবহার করতে পারেন । আর এগুলো আমি আপনাকে দিতে পারবো বিনামুল্যে ।যদি দরকার হয় তাহলে আমার FB ID তে Message দিতে পারেন .
https://www.facebook.com/ishawon007

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

শাহাদাত রুয়েট বলেছেন: ফেসবুকে মেসেজ দিয়েছি।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

অংকন কুরী বলেছেন: এই গ্রুপের পিননড পোস্ট টির মত কাজ করুন সমাধান পাবেন :) https://www.facebook.com/groups/geniusmail/

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

ভুদাই আমি বলেছেন: বুলেন কী ভাই। আমিতো ৩-৪ বছর ধরে ইসেট নড ৩২ ব্যবহার করি । কোন সমস্যা হয়না তো।



আপডেট মনেহয় ঠিকমতো হয় না। চেক করেন ভালোভাবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

শাহাদাত রুয়েট বলেছেন: হয়েছে। আমিও ৩ বছর ধরে ইউস করছি। আমি যখন পেনড্রাইভটা খুলেছিলাম তখন ইসেট ডিসেবল ছিল। এরপর ওটা কিভাবে যে পিসিতে ঢুকেছে বুঝতে পারছি না। এখন সমস্যা চলছেই। আমার আপডেট এ কোন সমস্যা নেই ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

অসীমের মাঝে ক্ষুদ্র বলেছেন: ইসেট ভালো

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

মোঃ আব্দুস সালাম বলেছেন: আমিও গত দেড় বছর ধরে আরামছে ৩২ ব্যাবহার করছি। এবং ভাইরাস থেকে আরামে আছি। এমনকি কেউ যদি বলে যে পেনড্রাইভে ভাইরাস আছে আমি ঐটা আগে আমার পিসিতে লাগাই আমার এন্টি ভাইরাসকে পরীক্ষা করতে তাতে হয়তবা সব ভাইরাসকে পায় না (কারন অনেক এন্টিভাইরাসকে দেখেছি যে স্ক্যান করতে দিলেই অনেক ভাইরাস ধরে)। কিন্তু তাতে আমার কোন দুঃখ নেই কারন ঐ ভাইরাস গুলো এখনও আমাকে কিছু করতে পারেনি।
আর আপনার মত সমস্যায় এখনও পরিনি তাই সমাধানও জানিনা্

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

তেপান্তর মন বলেছেন: বাজারে প্রচলিত প্রায় সকল এন্টি-ভাইরাসই ভালো যদি আপনি তার সবগুলো ফিচার বুঝে সঠিকভাবে ব্যাবহার করতে পারেন।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

জো জো বলেছেন: ভাইয়া আপনি রুয়েটের কত সিরিজ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

শাহাদাত রুয়েট বলেছেন: 08

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

পণ্ডিত মশাই বলেছেন: সাময়িকভাবে শর্টকাট ভাইরাস দূর করতে নিচের সহজ উপায় টি ফলো করতে পারেনঃ
Click on "Start" -->Run --> type cmd and click on OK.

Here I assume your flash drive letter as G:

Enter this command.

attrib -h -r -s /s /d g:*.*

You can copy the above command --> Right-click in the Command Prompt and

paste it.

Note : Don't forget to replace the letter g with your flash drive letter.

Now press "Enter".

Now check for your files in Flash Drive.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.