| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেশা বলতে আমার খারাপ নেশাকেই বুঝে থাকি। তবে নেশা ভালো কাজেও হয়। কারো থাকে পরোপকারী নেশা, স্লীম হবার নেশা, কাজের নেশা, বই পড়ার নেশা, গবেষনার নেশা, লেখার নেশা, রুপ চর্চার নেশা (এটা অবশ্যই ভালো, না হলে সুন্দর মানুষ পেতেন এতো?) কত কিছু। আর ব্লগিং? এটাও নেশা। তবে এটা বোধহয় ভালো খারাপ ২টাই হতে পারে।
তবে নেশা শব্দটা ব্যবহার না করে হবি বা অভ্যাস বলতে পারতাম। নেশা বলার অর্থ হলো এটা স্বাভাবিকের সীমাকে অতিক্রম করেছে। অতি মাত্রা যে কোন কিছুর জন্য খারাপ হতে পারে। যেমন অতিরিক্ত কাজের নেশা থাকলে স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একবার বিছানায় পরে গেলে আর কাজ চালানো সম্ভব নাও হতে পারে।
আমাকে একজন বলেছিল আমার চায়ের নেশা আছে। আমি বললাম আমি দিনে ২ বারের বেশি চা খাইনা, এটা নেশা কেন হবে? যে দিনে ২০/২৪ বার খায়, তার ক্ষেত্রে বলতে পারো। ও বলল, চা না খেলে তোমার খারাপ লাগে? আমি বললাম, হমম, মাথা ব্যথা করে। ও বলল, তাহলে? যত যাই বলুক, দিনে ২ মগ চা খেয়ে আমি মোটেও নিজেকে চা খোর ভাবতে পারছি না। নেশা যদি হয়েও থাকে তো এটা ভালো নেশা..
২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫২
রাজপথ_থেকে_বলছি বলেছেন: ছড়ার নেশা যানতে Click This Link
৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩
মদন বলেছেন: ব্লগের নেশা(অতিরিক্ত অর্থে) খারাপ।
অবশ্য সব নেশা-ই খারাপ।
ব্লগ আমার কাজের বারোটা বাজিয়েছিল
এখন নিজেকে কন্টোল করার চেষ্টা করছি।
ছবির জন্য +
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৭
শাহানা বলেছেন: হমম, লান্চ ব্রেকে শুধু মাত্রঢুকি ব্লগে, নেশা কন্ট্রলে রাখার জন্য।
৪|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৪
আজনবী বলেছেন: আপনার বিড়াল প্রীতিটা কিন্তু নেশার পর্যায়ে চলে এসেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৬
শাহানা বলেছেন: এ নেশা থাকুক
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৮
চিকনমিয়া বলেছেন: হ আমার আচে মাইনাচ দেওনের নেশা
মাইনাচ দিতে ডরাইতেচি
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৮
শাহানা বলেছেন: ডরাইয়েন না। অন্তত: আমাকে মাইনাচ দিলে কেউ কিছু বলবে না।
৬|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০১
সামী মিয়াদাদ বলেছেন: যে কোন নেশাই খারাপ....নেশা মাত্রই খারাপ.....আমি হাড্ডিতে হাড্ডিতে টের পাচ্ছি
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৮
শাহানা বলেছেন: হাড্ডা হাড্ডির নেশা আছে নাকি ?
৭|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৪
চির সবুজ বলেছেন: আর কোন নেশা আপনার না থাকলেও আপনার আছে বিড়ালের নেশা।
৮|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৯
সামহোয়্যার আউট বলেছেন: সকলে এক কাপ চা না খেলে মাথা ধরে যায় ।কম পক্ষে এক চা তো লাগবেই । এক কাপ চা তে ও নেশা হয়
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯
শাহানা বলেছেন: তাহলে লেট হলেও চা খেয়ে ঘর থেকে বের হওয়া উচিত। তাতে অন্তত: সাড়াদিন নষ্ট হবে না।
৯|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:১৫
মদন বলেছেন: সকালে চা না খাইলে আমার মাথা ধরা শুরু হয়, সারাদিন এর জের টানা লাগে ![]()
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২৯
শাহানা বলেছেন: তাহলে লেট হলেও চা খেয়ে ঘর থেকে বের হওয়া উচিত। তাতে অন্তত: সাড়াদিন নষ্ট হবে না।
১০|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৮
জ্বিনের বাদশা বলেছেন: ব্লগের নেশাটা খারাপ ... কাজকাম লাটে উঠছে ![]()
১১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০০
ইলা বলেছেন: আমারে পাইছে ঘুমের নেশায়। শুধু ঘুম পায়। অফিসের কাম- কাজ কিছুই করতে পারি না। বসের ঝাড়ি খাওনের পর ঘুম ভাগ্ঙে। এইডা কি ভাল নেশার অন্তর্ভুক্ত হইব? @ শানু আপা
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩১
শাহানা বলেছেন: ঘুম তো আমারো খুব পছন্দের বিষয়, তবে কখনও অফিসে ঘুমাইনি
১২|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৪
সারিয়া তাসনিম বলেছেন: ![]()
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩১
শাহানা বলেছেন: ![]()
১৩|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৮
আলী বলেছেন: মেউশাহানা
আছেন ভালো?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫১
স্করপিয়ন্স বলেছেন:
হু