![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ববিদ্যালয় জীবনে আমার কিছু বন্ধু ছাত্র ইউনিয়ন করত তাদেরকে খুব আদর্শবান মনে হত । এখনকার ছাত্র ইউনিয়ন নেতাদের কী হল তারা(জাবি) টাকার জন্য একজন শিক্ষককে অপহরন করল ? আমার সে সময়ের এক বান্ধবী নিলু(যার বাড়ি খুলনা ) বলেছিল ছাত্র ইউনিয়ন করে অথচ গলা সোনার হার পড়ে আর বলে সাম্যবাদের কথা । দেশের মানুষ যেখানে খেতে পায়না অথচ তারা গলায় সোনার হার আর হোন্ডা চালিয়ে বেড়াচ্ছে ? এই হল ছাত্র ইউনিয়ন ? এখন তারা অপহরণ করে বেড়াচ্ছে সরকারী ছত্র ছায়ায় ?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯
নেংটু খান বলেছেন: শান্ত কুটির আপনি একটা ছাগু।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
আমি তুমি আমরা বলেছেন: অ্যা
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
শান্ত কুটির বলেছেন: যতটুকু শুনেছি ঐ ছেলেটার পারিবারিক ব্যবসার খাতিরে ঐ শিক্ষকের সাথে লেনদেন ছিল। এবং ঐ শিক্ষকের কাছে ছেলেটার বা তার পরিবারের বেশকিছু টাকা পাওনা ছিল। সেটা অনেকদিন যাবৎ উদ্ধার না হওয়ায় সে এই পন্থা বেছে নেয়। শিক্ষক কে আটকে রেখে টাকা পাঠাতে বলে কুরিয়ার সার্ভিসে। সেই টাকা আনতে গিয়ে সে গ্রেপ্তার হয়। শিক্ষক কে আটকে রাখার কাজটা সে মোটেও ঠিক করেনি।
কিন্তু অপহরণ করে করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মুক্তিপনের টাকা চাইবে সে আর যাই হোক অপহরনকারী হতে পারে না।