![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনাব ব্লগার ডা: ইমরান সরকার স্যারকে বলছি , দেশে ডাক্তার এর সংখ্যা কম আপনারা সবা্ই যদি ডাক্তারী বাদ দিয়ে রাজনীতিতে আসেন তাহলে দেশ চলবে কীভাবে? যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী একজন ডাক্তার ওনি ডাক্তারী বাদ দিয়ে রাজনীতি করছেন । সরকার বা দেশ আপনাদের এত এত টাকা খরচ করে ডাক্তার বানাল কেন ?
২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
মাইক্রনিায়া বলেছেন: সমস্যা কি?
৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
ভালোরনি বলেছেন: বিম্পি করলে দুশ নাই আম্লিগ করলেই দুশ? ইউ আর এ কম্পিলিট বিপক্ষ শক্তি অফ মুক্তিযুদ্ধ।
৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
আজরাঈল আমি বলেছেন: উনি কিসের ডাক্তার? উনার রাজনীতিতে থাকাই ভালো। গাধা দিয়া তো আর ঘোড়ার রেস সম্ভব না। যার যে অবস্থান সেখানেই থাকুক
৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭
মো কবির বলেছেন: বোনা এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, একজন ডাক্তারের প্রধান কর্তব্য হচ্ছে রোগীর জীবন বাচানো অর্থাৎ সেবা দেয়া।
আমি জানি না এই দেশের বর্তমান হসপিটাল এবং ডাক্তার এই সব সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে কি না ?
তবে মনে হচ্ছে আপনার অভিজ্ঞতা নেই।
সেই যাইহোক, একজন ডাক্তারের প্রধান কর্তব্য পালন করার পর সে যদি সময় পায় তারপর অন্যসব করতে পারে।
আমি আপনাকে বলব, একটু টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক ছেড়ে, সশরীরে এদিন এসে দেখুন আমাদের দেশের হসপিটাল এবং ডাক্তারের অবহেলা আর রোগীদের আর্তনাদ।
তারপরও না বুঝতে পারলে আমাকে বলবেন, প্রয়োজনে আমি সে করুন দৃশ্য গুলো আপনাকে বর্ণনা করে লিখব।
৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মো কবির, ডক্টর হওয়ায় কেউ রাজনীতিতে যোগ দিতে পারবে না, এটা একটা ফালতু কথা।
৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
শুভ অঙ্কুর বলেছেন: ডাক্তার গাধা বা গাধার ডাক্তার যাই হোক,
চিকিৎসা সবার দরকার।
সেটা মানুষ, প্রাণী, দেশ কিংবা জাত।
৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩
সরোজ রিক্ত বলেছেন: ডাক্তার হয়েছে নেতা, শিক্ষক হয়েছে নেতা, আর নেতা হয়েছে চোর। মূলতঃ সবাই হয়েছে চোর বাটপার। আমাদের মুক্তি নাই।
৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭
আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: আমার মনে হয় উনি ওনার বক্তেব্যে “আপনারা” clause না ব্যবহার “আমাদের” clause ব্যবহার করলে speech এর গ্রহণযোগ্যতা আরো বাড়বে।
১০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩
হেনরি রাইডার হেগার্ড বলেছেন: ইদানিং শিবির ছাগুদের ব্লগ "সোনার বাংলা" বন্ধ হবার পর উহারা সামু তেও আসা শুরু করে ওনাদের বিস্তর জ্ঞান (!!!) যাহির করা শুরু করেছেন
১১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: thik
১২| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬
মো কবির বলেছেন: বোন এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা,
আপনি জ্ঞানী মানুষ জ্ঞানীর মতো কথা বলেন। আমিতো তাকে রাজনীতি করতে নিষেধ করিনি, আমি বলেছি আগে তার প্রধান কর্তব্য পালন করতে হবে, তারপর অন্যসব।
প্রধান কর্তব্য বাদে অন্যসব প্রশ্নই আসে না। এই দেশে যারা রাজনীতিতে আসে বেশীর ভাগই হল বলদ আর দুর্নীতিবাজ যাদের জন্ম নিয়ে সন্দেহ। আর একজন ডাক্তার তার প্রধান কর্তব্য বাদ দিয়ে ওদের মতো হোক তা কেউ চায় না তাই যদি সে অন্যদের চেয়ে ভিন্ন কিছু নজির সৃষ্টি করতেই পারে, কিন্তু তার প্রধান কর্তব্য বাদ দিয়ে সে রাজনীতিতে কি কিরতে পারে তা সবারই জানা। সবাই তো আর মুজিব কিংবা জিয়া হতে পারে না, কিংবা ওসমানী, বাংলার বাঘ হতে পারে না।
তাদের মতো লোক খুবই হয়।
যা বলবেন, তার বলার আগে নিজের বিবেক একবার প্রশ্ন করে দেখবেন সেটা কতটুকু ন্যায় সঙ্গত শুধু আপনার জন্য নয় বরং সবার জন্য ।
১৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮
মো কবির বলেছেন: তাদের মতো লোক খুবই কম হয়।
যা বলবেন, তার বলার আগে নিজের বিবেকে একবার প্রশ্ন করে দেখবেন সেটা কতটুকু ন্যায় সঙ্গত শুধু আপনার জন্য নয় বরং সবার জন্য শুধু মাত্র কোন গোষ্ঠীর জন্য দেখবেন না।
১৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৩
অমিয় উজ্জ্বল বলেছেন: Kon subject er lok ra rajnitir jonno perfect bole APNI mone KOREN. kon subject er manpower toiri korte sorkarer Taka khoroch hoy na bolben ki?
১৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
অগ্নি সারথি বলেছেন: খুব সমেস্যা। এক মামলা দিয়া দেন। দেখি হালায় কেমনে ডাক্তারী করে।
আমার মনে হয় কি শাহানা, একটা স্বাধীন দেশে যার যার পছন্দ অনুযায়ী বৈধ একটা পেশা বেছে নেয়ার অধিকার আছে। তাই নয় কি? আজকে ডা. ইমরান যদি কিছু না করতেন, বেকার (ডাক্তারী অথবা আপনাদের ভাষায় রাজনীতি) থাকতেন, তবে আপনাদের গায়ে বিন্দু মাত্র খাউজানী/ চুলকানী হত না।
যাউক গা চিৎকার চেচামেচি করে কোন লাভ হবে না। যা বলেছি সংবিধান থেকে বলেছি। এরপর ও সমেস্যা হলে বিচ্ছু মলম প্রয়োগ করেন। কাজ হবে বৈকি হবেই।
১৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
মো: ইলিয়াস বলেছেন: সরোজ রিক্ত বলেছেন: ডাক্তার হয়েছে নেতা, শিক্ষক হয়েছে নেতা, আর নেতা হয়েছে চোর। মূলতঃ সবাই হয়েছে চোর বাটপার। আমাদের মুক্তি নাই।
১৭| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১
স্বাধীন জামিল বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা , আপনার কমেন্ট গুলা এমন খোচা মারা টাইপ কেন ... (ভয় ইমোট)
১৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
সখা লিলিরাশ পথিক বলেছেন: কি চেয়েছিলাম আর হচ্ছে। এক বস্তা আফসুস
১৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮
হোদল রাজা বলেছেন: সোনা বলগ বন্ধ করে আমাগো বারটা বাজাইছে !
যেখানে সেখানে দেখি ছাগুমুখ....
২০| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২২
মো কবির বলেছেন: মো: ইলিয়াস বলেছেন: সরোজ রিক্ত বলেছেন: ডাক্তার হয়েছে নেতা, শিক্ষক হয়েছে নেতা, আর নেতা হয়েছে চোর। মূলতঃ সবাই হয়েছে চোর বাটপার। আমাদের মুক্তি নাই।
একদম সত্য। তাই ভাই আসুন এই সব কিছু ভুলে এই দেশকে আমরা গড়ি সবুজে শ্যামলে
ইচ্ছে করলে আমাদের এই গ্রুপে যোগ দিতে পারেন।
২১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪
অমিয় উজ্জ্বল বলেছেন: মো: কবির ডাক্তার শিক্ষক বাদ দিয়ে কি দেশ গড়ার প্ল্যান করছেন?
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সবাই পেলেন কোথায়? আর ডক্টররা কি রাজনীতিতে যোগ দিতে পারবে না?