![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নড়বড়ে সরকারের নড়বড়ে সফ্টওয়ার হল টি আই এন এর রি রেজিষ্টেশন সফ্টওয়ার যা দিয়ে সময়মত কাজ করা যায় না খুদ কর মেলার প্রথম দিনই প্রায় ৪ ঘন্টা সার্ভার নষ্ট ছিল । আমি কিছুক্ষণ আগে একটি রি রেজিষ্টেশন করার চেষ্টা করলাম তাতে দেখা গেল পুরাতন টি আই এন নম্বর নাকি ভুল অথচ এই টি আই এন নম্বর দিয়ে বিগত ১০ বছর যাবত আয়কর দেয়া হচ্ছে এটা কী ধরনের মস্ককরা ? এটা সফটওয়ারের দুর্বলতা ছাড়া আর কিছু না । আবার mozila firefox , google chorm, internet explorer দিয়ে এই সাইটে ঢুকা যায় না মাঝে মাঝে বড় জ্বালায় আছি এটা নিয়ে । দেশে অনেক যোগ্য লোক আছে তাদের কে ওখানে বসান । দলীয় অযোগ্য লোকেদেরকে বের করে দিন । দেশের অনেক লাভ হবে আমরাও উপকৃত হব ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
ভোরের সূর্য বলেছেন: এই ঝামেলায় আমিও আছি।যেখানে আমরা সাধারণ জনগণ নিজেরাই ট্যাক্স দিতে উৎসাহী সেখানে সরকার কিভাবে এটাকে আরো স্মুথ করা যায় সে বিষয়ে না ভেবে বরং জটিলতার সৃষ্টি করছে।ডিজিটাল বাংলাদেশের এই অবস্থা!!!!!!দলীয় লোক বসান সমস্যা নাই কিন্তু লোকটি যেন যোগ্য হয়।