নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কখন বলিনি সেটা বলতে চাই

শ্রাবণের রাত

স্রাবনের রাত

জীবনটা কে অন্য ভাবে প্রকাশ করত চাই

স্রাবনের রাত › বিস্তারিত পোস্টঃ

ঘুরে এলাম স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৫

আমার ছোট ভাই চয়ন । সবসময় বাইরে ঘুরতে যেতে চায় । কিন্তু আমাদের দুই জনের ছুটির দিন এক সাথে মেলে না । যে দিন আমার ছুটি থাকে, সে দিন হয় ওর পরীক্ষার প্রুস্তুতি নিতে হয় নয়ত কোচিং থাকে । আর যে দিন ওর ছুটি, সে দিন থাকে আমার অফিস । কিন্তু একুশে ফেব্রুয়ারী পেলাম মোক্ষম সুযোগ । ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়, এটা নিয়ে চিন্তায়ে পড়ে গেলাম । হঠাৎ এক ব্লগার ভাই এর ভাগ্যকুল ভ্রমণের উপর একটা লেখার কথা মনে পড়ে গেল । ঐ লেখার অল্প কিছু তথ্য গুলোর উপর ভরসা করে রাস্তায় নেমে পড়লাম আমরা দুই ভাই । অজানা কে জানার জন্য-একটু প্রশাত্তির জন্য । আমাদের গন্তব্য স্যার জগদীশ চন্দ্র বসু এর বাড়ি ।





আমরা প্রথমে গেলাম গুলস্থান গোলাপ শাহ মাজারের সামনে । ওখানে থেকে “আরাম পরিবহন” করে বালাসুর পৌছালাম । হলকা নাস্তা করলাম ঐ বাসস্ট্যান্ড এ । রিকশাওলাদের কাছ থেকে জানতে পারলাম আমরা কিছুটা মানে দুই কিমি. সামনে চলে এসেছি । তো জানতে পাড়লাম রিকশা করে আমাদের যেতে হবে “তিন দোকান” । ওখানে আছে স্যার জগদীশ চন্দ্র বসু বাড়ি । রিক্সা ভ্রমণ টা একে বারে খারাপ হল না । রাস্তার দুই পাশে ধান ক্ষেত , আর মাথার উপর গাছের ডালপালা এমন ভাবে ছড়িয়ে রয়েছে , যে মনে হয় সবুজ সুড়ঙ্গ পথে আমরা চলেছি । এমন সবুজের সমারহ দেখলে মন টা ভরে যায় । ৩০ মিনিট আমরা পোঁছালাম স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সে । টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম । ভিতরে শান্তু নিরিবিলি পরিবেশ । চারপাশ টা ঘুরে দেখলাম । ভিতরে অবাক করার মত এমন কিছু নেই । আমাদের দেশের আর দশটা স্পট এর মত । তারপরও যে জিনিস টা আমাকে প্রশান্তি দিয়েছে তা হল নিরিবিলি পরিবেশ । বাইরের মানুষের কোন উৎপাত নেই এখানে ।

ঘণ্টা দুই এখানে সময় কাটানোর পর ঢাকায় ফিরে এলাম ।



স্যার জগদীশ চন্দ্র বসু এর বাড়ি যেতে হলে

পরিবহন; আরাম পরিবহন /ঢাকা-দোহার রুটের যে কোন গাড়ি ।

“ঢাকা-দোহার” রুটের গাড়ি আর “আরাম পরিবহন” পাবেন গোলাপ শাহ মাজারের সামনে থেকে । এই রুটের পথের অবস্থা অনেক ভাল ।

ভাড়াঃ ৫০ টাকা

দূরত্বঃ ২৭ কিমি

বাসে সময় লাগবে ১.৩০ ঘণ্টার বেশী না ।

বাস থেকে আপনাকে নামতে হবে “তিন দোকান” । রাস্তার অপর পাশে ৩০ গজ দূরে পাবেন স্যার জে সি বোস কমপ্লেক্স ।

ভিতরে টিকিট (প্রবেশ মূল্য ২০৳) কেটে ঢুকতে হয় ।



শিক্ষা সফর, পিকনিক বা অন্য কোন প্রোগ্রাম আয়োজন জন্য এই নাম্বরে ফোন করতে পারেন

০১৭৫৪৯৩৭৩৯৮( অফিস)

০১৭১৯-৩৪৩৫২০(counter)

০১৭৪৮-২৯৫১৩৭ (counter)





নিরাপত্তা ব্যবস্থা অনেক ভাল । হকার বা ভিক্ষুক এর কোন উপদ্রব নেই । তবে স্পট এর আশে পাশে খাওয়া ভাল কোন ব্যবস্থা নেই । সঙ্ঘে খাবার নিয়ে আসাই ভাল । family picnic জন্য খুবি ভাল ।

সাপ্তাহের সব দিন খোলা থাকে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৯

সাজিদ ঢাকা বলেছেন: আমিও গিয়েছিলাম , , ছবি সহ দেখে আসতে পারেন View this link

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০১

আজমান আন্দালিব বলেছেন: বাহ্! দারুণ একটা জায়গার খোঁজ দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.