![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২০ অক্টোবর ডেইলি স্টার সহ আরও কিছু সংবাদ মাধ্যম ইউএস এফডিএ বরাত দিয়ে এটা প্রচার করে যে, প্রানের রপ্তানিকৃত হলুদে প্রচলিত মাত্রা চেয়ে বেশী সিসা বা লেড পাওয়া গিয়েছে । বেশী সীসার পরিমাণ টা সাধারণ লেভেল থেকে অনেক বেশী । সীসার নিরাপদ মাত্রা হল ০- ০.১ পি পি এম । কিন্তু প্রানের হলুদে এটার মাত্রা ২৮-৪২ পি পি এম ।
মিথ্যাচার
প্রানের দাবি অনুযায়ী, কোন কোন এলাকার উৎপাদিত হলুদে এমন সিসা থাকতে পারে । অর্থাৎ তাদের দাবি অনুযায়ী ধরে নেওয়া যেতে পারে যে, হলুদে সিসা থাকা খুবি স্বাবাভিক ব্যপার । এটা যে কত বড় মিথ্যাচার , তা সামান্য নেট ঘাঁটলে বুঝা যায় । আপনি যদি হলুদের কম্পোজিশন টা , একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে; কোথাও সীসার অবস্থান হলুদে নেই ।
তাহলে প্রানের হলুদে সিসা আসল কোথা থেকে ????? আর যাই হোক আকাশ থেকে পড়েনি । আমার দেশের বুদ্ধিমান ব্যবসায়ীরা , হলুদে আরও বেশী হলুদ রঙ আনতে সিসা মিশেয়েছেন । তবে তারা ঠিক সরাসরি সিসা মেশাননি । তারা লেড ক্রমেট বা সীসার এমন কোন যৌগ ব্যবহার করেছেন যেটার রঙ হলুদ ।
প্রথমে সিসার উপস্থিতি কে নাকচ করে দেয় প্রাণ । পরে বিএসটিআই এর পরীক্ষা থেকে যখন প্রমানিত হল, তত দিনে বাজারে থাকা প্রানের হলুদ এক প্রকার শেষ । সীসার যে মাত্রা প্রানের গুঁড়া হলুদের পাওয়া গেছে তা , শিশু আর গর্ভবতী মহিলার উপর ব্যপক ।
এখন আমার কাছে যে জিনিস টা সবচেয়ে বেশী ভীতিকর, সেটা হল প্রানের গুঁড়া হলুদ সমন্ধে আমরা জানি । কিন্তু অন্য যে সব প্যাকেটজাত গুঁড়া হলুদ, শুকনা মরীচ, জিরা, ধনিয়া ; সে গুলার খবর কি ???? আমরা জানি না । প্রতিদিন আমরা ব্যপক হারে এইসব গুঁড়া মসলা ব্যবহার করছি ।
আর যাদের এসব দেখ ভালের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কোম্পানি গুলো কে এক বার লাইসেন্স দিয়ে ক্ষান্ত । তারা রিভিও করে না । আর লাইসেন্স কিভাবে পেতে হয়, তা বিএসটিআই তে গেলে দেখতে পারবেন । শুধু টাকার জোরে যে কোন লাইসেন্স নেওয়া সম্ভব । আমি এতদিন পরে বিষয় তুলালাম এই কারনে যে , আমি ভেবে ছিলাম যে দেশের প্রভাবশালী দৈনিক বা কলাম লেখকরা বিষয়টা অনেক গুরুত্ব সাথে নিবে । কিন্তু দেখা গেল, তারা সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত । তাই বলে আমি এটা বলতে চাচ্ছি না , যে রাজনীতি কম গুরুত্বপূর্ণ ।
প্রানের এই খবর টা নিয়ে বেশী মাতামাতি কেন হল না, তাও স্পষ্ট । কারন প্রতিদিন প্রাণ-আরএফএল এর প্রচুর অ্যাড যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে । যারা এটা নিয়ে বেশী জল ঘোলা করবে , তাদের পেপারে অ্যাড যাবে না । তারা লস করবে । কি দরকার আছে , এমন বিষয় নিয়ে কথা বলা ।
তাই এটা আমার ভাষায় খাদ্য সন্ত্রাস । তারা খুব নিরবে একটু একটু করে, আমাদের যে বড় ক্ষতি করছে তা ভাষায় প্রকাশ করা যাবে না ।
লিঙ্কসঃ
Click This Link
Click This Link
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
স্রাবনের রাত বলেছেন: আমাদের মনে হয় , কিছু করার নেই । সব কিছু চুপচাপ দেখে যেতে হবে
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
শাফা সিদ্দিকী বলেছেন: অবস্থা তো ভয়াবহ
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
স্রাবনের রাত বলেছেন: আসলে ই অবস্থা ভয়াবহ । কিন্তু কোন সংবাদ মাধ্যম বিষয় টা নিয়ে কিছু বলছে না ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এতদিন পরে বিষয় তুলালাম এই কারনে যে , আমি ভেবে ছিলাম যে দেশের প্রভাবশালী দৈনিক বা কলাম লেখকরা বিষয়টা অনেক গুরুত্ব সাথে নিবে । কিন্তু দেখা গেল, তারা সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত । তাই বলে আমি এটা বলতে চাচ্ছি না , যে রাজনীতি কম গুরুত্বপূর্ণ ।
প্রানের এই খবর টা নিয়ে বেশী মাতামাতি কেন হল না, তাও স্পষ্ট । কারন প্রতিদিন প্রাণ-আরএফএল এর প্রচুর অ্যাড যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে । যারা এটা নিয়ে বেশী জল ঘোলা করবে , তাদের পেপারে অ্যাড যাবে না । তারা লস করবে । কি দরকার আছে , এমন বিষয় নিয়ে কথা বলা ।
তাই এটা আমার ভাষায় খাদ্য সন্ত্রাস । তারা খুব নিরবে একটু একটু করে, আমাদের যে বড় ক্ষতি করছে তা ভাষায় প্রকাশ করা যাবে না ।
এইতো চলছে এই দেশে।
এই অবৈধ এড নিয়ে তারা কোটিপতি হয়ে তারাই সুশীল হবে!! তারাই জাতির বিবেক হবে!!!!!
আমরা আমজনতা শুধূ জীবন দিয়েই তাদের কর্মের ঋন শোধ করে যাব!!!
মাঝৈ মাঝে মনে হয়- !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
স্রাবনের রাত বলেছেন: আপনার সাথে সহমত
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২
রাজ হাসান বলেছেন: ভাই সব কিছু সেটিং এর উপর চলতেছে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
স্রাবনের রাত বলেছেন: সব কিছু সেটিং এর উপর চলতেছ - - এটা চলছে আমরা সবাই জানি । কিন্তু আমরা কেন গিনিপিগ হব । আমাদের কি অপরাধ ????
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২০
েফরারী এই মনটা আমার বলেছেন: প্রান কোম্পানী এবং সংশ্লিস্ট দায়িভ্বশীভদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাই।স্বঘোষিত মানবাধিকার রক্ষাকারীরা , তথাকথিত চুচিলরা ,কি এখন শীতনিদ্রা যাচ্ছে ? এছাড়া তথাকথিত প্রথম আলো (ইহুদী আলো) পত্রিকা এখন কি করে ? তারা তো কোটি কোটি টাকা খরচ করে প্রচার করেছে "বদলে যাও , বদলে দাও "। "আর উটপাখীর জীবন নয় ,অন্যায়ের বির্ুদ্দে রুখে দাড়াতে হপে "। এখন খূঁজে পাওয়া যাচছে না কেন ?
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
স্রাবনের রাত বলেছেন: সহমত । আমরা সবাই জানি । কিন্তু আমরা কেন গিনিপিগ হব । আমাদের কি অপরাধ ????
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
েফরারী এই মনটা আমার বলেছেন: আমাদের অপরাধ আমরা এই সকল অন্যায়কে মেনে নিই। অন্যায় যে করে এবং যারা মেনে নেয় সবাই সমান অপরাধি।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
হাসিব০৭ বলেছেন: ভাইরে এই দেশকে মাঝে মাঝে খুব ধিক্কার দেই। মাঝে মাঝে মনে হয় কেন এই দেশে জন্ম হল। আসলে আমাদের রক্তে দূর্নীতির বীজ ঢুকে গেছে। যার হাতেই ক্ষমতা যাচ্ছে সেই ক্ষমতার অপব্যভহার করছে। এই দেশখে ভালবাসার মত মানুষ এখন আর নেই