নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

নাহ, হলনা ।। ব্লগ ২৬।১০।২০১৩

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

একটা টেনশন কাজ করছিলো সকাল থেকে । দুপুরে ফোন রিসিভ না হওয়ায় বেশ আশ্চর্য হচ্ছিলাম ।
সন্ধ্যায় যাত্রা পালার হ্যাজাগ লাইট জ্বলল । সবাই হুমড়ি খেয়ে পড়ল ।এক মিডিয়া কর্মী তো বলেই ফেললেন “ ঐতিহাসিক মুহূর্ত” ।
এর পরের ঘটনা সবাই জানেন ।
ঠিক হরতালের আগের দিন ফোন দিয়ে আলাপ ও রাতের খাবারে দাওয়াত খুবই তাৎপর্যপূর্ণ তাও ঘোষিত হরতালের দিনে ।
হরতাল উঠিয়ে নেবার অনুরোধ ন্যায্য প্রস্তাব ।
বিরোধী নেত্রী তার আগের প্রস্তাবনা থেকে সরে এসেছেন ।
তার ৬০ ঘণ্টা পর ভেবে দেখার প্রস্তাবনা খুবই অযৌক্তিক । তিনি জেনে শুনে এই ফ্যাসাদ লাগালেন ।
দুনেত্রীই তাদের পূর্ববর্তী জায়গায় অটল।
ফোন নিয়ে এই নাটক না করে প্রটোকলের লোকেরা মোবাইলে ইংগিত দিতেন যে ফোন যাবে , প্রস্তুত কিনা । এটা না করে চালাকি করে মিডিয়া কে দিয়ে চাউর করা যে অপরপক্ষ ফোন ধরেনি , এটি প্রটোকল শিষ্টাচার বহির্ভূত , এমন কি মিডিয়াকে জানানোটাও ।
নাহ হল না । নিবু নিবু আলোটা নিভেই গেল ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

জগ বলেছেন: টাফ গেইম, নার্ভের উপরে উঠে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.